আরামিটের দর বাড়ার কোনো কারণ নেই

ARAMITস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৩২.৩ টাকা। আজ সোমবার ১১ জুন তা বেড়ে ৪০৩.৪ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আরামিট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সাভার রিফ্যাক্টরিজের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

Savar-Refractoriesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাভার রিফ্যাক্টরিজ লিমিটেডের  শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৯ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩৯.৮ টাকা। আজ সোমবার ১১ জুন তা বেড়ে ১৫৯.১ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সিটি ব্যাংকের ঋণমান ‘এএ২’ ও ‘এসটি-২’

citybank_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ২’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইউনাইটেড পাওয়ার
  2. স্কয়ার ফার্মা
  3. গ্রামীন ফোন
  4. ফার্মা এইডস
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. মুন্নু সিরামিকস
  7. পপুলার লাইফ ইন্স্যুরেন্স
  8. বেক্সিমকো লিমিটেড
  9. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  10. লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৫০ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে প্রায় ৪৩ কোটি টাকা বেড়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেনের বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সাথে সাথে সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫০ কোটি টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪০৭ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪৩ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, ফার্মা এইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

যমুনা ব্যাংকের ৯ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ৯ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবুল খায়ের মোহাম্মদ সাখাওয়াত নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৯ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কে এ্যান্ড কিউয়ের সম্পদ পূন:মূল্যায়নের সিদ্ধান্ত

knqস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এ্যান্ড কিউ লিমিটেড সম্পদের পূন:মূল্যায়ন করেছে। পাশ্পাশি কোম্পানিটি একটি মার্জারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ২০১‌৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদের মূল্য নির্ধারণ করেছে ৫৮,৪৭,৯৫,৮৭৩ কোটি টাকা, যা পূন:মূল্যায়নের আগে ছিল ১৩,৮১,৩৪,৭২৩ কোটি টাকা। এহিসাবে কোম্পানিটি প্রায় ৪৪.৬৬ কোটি টাকার সম্পদ মূল্য বাড়িয়েছে। যা ইতোমধ্যে অডিট কোম্পানির নিকট তুলে ধরেছে।

এছাড়া এই কোম্পানি মাল্টিসোর্সিং লিমিটেড নামে একটি কোম্পানির সাথে একীভূতকরণ হবে। এটি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে করা হবে বলে জানানাে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

রেনউইক যনেশ্বরের শেয়ার দর বাড়ার তথ্য নেই

RENWICKJAস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রেনউইক যনেশ্বর লিমিটেড শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৮ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৭৫ টাকা। গতকাল ১০ জুন সর্বশেষ লেনদেনে তা বেড়ে ৭১৭ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রেনউইক যনেশ্বর লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আজিজ পাইপসের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই

Aziz-Pipies-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেড শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৮ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৮ টাকা। গতকাল ১০ জুন তা বেড়ে ১৭৪.৩০ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আজিজ পাইপস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ওয়েস্টার্ন মেরিনের সাথে শালিমার ওয়াকার্সের চুক্তি সই

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সঙ্গে জাহাজ নির্মাণে সমঝোতা চুক্তি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান শালিমার ওয়ার্কস লিমিটেড। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির ৪টি নদী পথে আগামী ১০ বছরে ৬০০টি জাহাজ নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তার অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় নদী পথ ১-এ ৬০টি জাহাজ চালাবে রাজ্য সরকার। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্যেই প্রতিষ্ঠান ২টি যৌথভাবে কাজ করবে।

এই চুক্তির ফলে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ভারতের জাতীয় অভ্যন্তরীণ নদী পথের জন্য জাহাজ নির্মাণে কাজ করবে। এতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৬ থেকে ৭৪ শতাংশ হিসাবে অংশিদারিত্ব থাকবে।

এখানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড মূলত প্রযুক্তি বিনিয়োগ করবে। আর পরিকাঠামোগত সাপোর্ট দেবে শালিমার।

স্টকমার্কেটবিডি.কম/এমএম