ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা

NHFL-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহ্বান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫ কার্যদিবসের মধ্যে নির্ধারণ হবে এসকোয়ার নিট কম্পোজিটের কাট অফ প্রাইস

squireস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিডিং শেষ হওয়ার পরের ৫ কার্যদিবসের মধ্যে নির্ধারণ করা হবে এসকোয়ার নিট কম্পোজিটের কাট অফ প্রাইস। এ সময়ের মধ্যে ইস্যু ম্যানেজারের আবেদনের প্রেক্ষিতে এই কাট অফ প্রাইস নির্ধারণ করে দিবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রবিবার হতে বৃহস্পতিবারের মধ্যে বিডিংয়ের সকল তথ্য বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে। এরপর পর্যালোচনা করে নির্ধারণ করা হয়ে এই কাট অফ প্রাইস। এর আগে কোম্পানি ও ইস্যু ম্যানেজার একটি কাট অফ প্রাইস নির্ধারণ করবে। বিডিংয়ের তথ্যের সাথে একটি প্রস্তাবিত কাট অফ প্রাইস জমা দিবে কোম্পানি।

বিএসইসি সূত্রে জানা যায়, বিডিংয়ের সকল তথ্য জমা দিবে কোম্পানিটি। এর সাথে নিয়ম মেনে একটি কাট অফ প্রাইস নির্ধারণ করবে ইস্যু ম্যানেজার ও কোম্পানি। বিএসইসি এটাকে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দিবে। কোম্পানির নির্ধারিত কাট অফ প্রাইস পরিবর্তন বা কম-বেশি হতে পারে।

বুক বিল্ডিং পদ্ধতিতে কাট অফ প্রাইস নির্ধারণে CONDITIONS UNDER 2CC OF THE SECURITIES AND EXCHANGE ORDINANCE, 1969 এ বলা হয়েছে

(xii) The issuer and the issue manager shall prepare the draft prospectus including the status of bidding, cut-off price, list of eligible investors with number of securities subscribed for, price and number of securities for offering to the general public and submit with relevant documents, simultaneously to the Commission and the exchanges within 5 (five) working days from the closing day of bidding.

বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে সর্বোচ্চ ৫৩ টাকা থেকে ১৫ টাকা দর প্রস্তাব করেছেন। এবং মোট ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেছেন। আর বিডিংয়ে সর্বনিম্ন দর প্রস্তাব এসেছে ১৫ টাকায়।

বিডিংয়ের ৫০৮টি বিডার দর প্রস্তাব করেছেন। এরমধ্যে ৪৫ টাকা দরে সবচেয়ে বেশি ৯৪ বিডার দর প্রস্তাব করেছেন। এই ৯৪ বিডার ৩ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৯০০টি শেয়ার ১৮৭ কোটি ৭ লাখ ৪০ হাজার ৬০০ টাকায় কেনার জন্য দর প্রস্তাব করেছেন। এরপরে ৩০ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ৭৩ বিডার এবং তৃতীয় সর্বোচ্চ ৫৬ জন ৩৫ টাকা করে দর প্রস্তাব করেছেন।

কাট অফ পাইস নির্ধাণে ইস্যুয়ার ও ইস্যু ম্যানেজারদের জন্য স্পস্ট ধারণা দেওয়া আছে। আইন মেনে কাট অফ প্রাইস নির্ধারণ না করলে কোম্পানির আইপিও পক্রিয়াটি বিঘ্নিত হতে পারে। এই কাট অফ প্রাইস নির্ধারণে বিএসইসির আইনে বলা হয়েছে,

viii) After completion of the bidding period, the cut-off price will be determined at nearest integer of the lowest bid price at which the total securities offered to eligible investors would be exhausted;

বিডিংয়ে ৫০৮ জন বিডার ৫৩ টাকা থেকে ১৫ টাকায় দর প্রস্তাব করেছেন। এবং ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেছেন।

৭২ ঘন্টার এই বিডিংয়ে ৫৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪৬ টাকায় ৯টি প্রতিষ্ঠান, ৪৫ টাকায় ৯৪টি প্রতিষ্ঠান, ৪৪ টাকায় ২টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪২ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৪১ টাকায় ৪ টি প্রতিষ্ঠান, ৪০ টাকায় ৩১টি প্রতিষ্ঠান, ৩৯ টাকায় ১৯ টি প্রতিষ্ঠান, ৩৮টাকায় ১৫টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ১৯টি প্রতিষ্ঠান, ৩৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ৫৬টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ৩৩ টাকায় ৮ টি প্রতিষ্ঠান, ৩২ টাকায় ৩৭ টি প্রতিষ্ঠান, ৩১ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৩০ টাকায় ৭৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করে।

এছাড়া ২৯ টাকায় ৩ টি প্রতিষ্ঠান, ২৮ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ২৭ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৫ টাকায় ৩৯টি প্রতিষ্ঠান, ২৪ টাকায় ৪টি প্রতিষ্ঠান, ২৩ টাকায় ৬টি, ২২ টাকায় ৮টি, ২১ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২০ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ১৮ টাকায় ১টি প্রতিষ্ঠান, ১৬ টাকায় ১ টি প্রতিষ্ঠানও ১৫ টাকায় ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দিয়েছে।

বিডিংয়ের শেষে এসকোয়ার নিট কম্পোজিটের সিএফও মুস্তাফিজুর রহমান স্টকমার্কেটবিডিকে বলেন, আমরা কাট অফ প্রাইস নিধারণ করেছি ৪৫ টাকা। এই প্রাইস নির্ধারণে বিডিংয়ের ৫৩ টাকার দর প্রস্তাবটি বিবেচনায় আনা হয়নি। আইন মেনে কাট অফ প্রাইসটি নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/