এশিয়ান টাইগার মি. ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ মি. ফান্ডের ট্রাষ্ট্রি বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৮ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।

এ সময় ফান্ডটির ইউনিট প্রতি আয় এসেছে ১.২৭ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৪৭ টাকা।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৩ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আমান কটন
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ড্রাগন সোয়েটার
  4. সায়হাম টেক্সটাইল
  5. ব্র্যাক ব্যাংক
  6. নূরানী ডায়িং
  7. বিবিএস ক্যাবলস
  8. ফার কেমিক্যালস
  9. লিগ্যাসী ফুটওয়ার
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে সবগুলো সূচকের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৩১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৬৫৯ কোটি ২২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আমান কটন, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, নূরানী ডায়িং, বিবিএস ক্যাবলস, ফার কেমিক্যালস, লিগ্যাসী ফুটওয়ার ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৪৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমান কটন ও রূপালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুলামিয়া কটনের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই

dulamiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ১ আগষ্ট এ শেয়ারের দর ছিল ২২.২০ টাকা। গতকাল ৫ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকার বেশি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

অগ্রনী ইন্স্যুরেন্সের উদ্যোক্তার ৫০ হাজার শেয়ার বিক্রয়

agriniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: শাহবাজ হোসেন থান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে বিমাটির ৬,৪১,৮৬৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

৮১ টাকায় আমান কটনের লেনদেন শুরু

Aman-Cotton-Fibrous-Ltdনিজস্ব প্রতিবেদক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে আমান কটনের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হয়েছে। প্রথম আধ ঘন্টায় শেয়ারটি সর্বোচ্চ ৮১ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

সোমবার বেলা সাড়ে ১০ টায় এই শেয়ার লেনদেন শুরু হয়। শুরুতে ডিএসইতে এই শেয়ার ৬০ টাকায় লেনদেন শুরু হয়। ৫ মিনিটের মধ্যে দ্রুত গতিতে বাড়তে থাকে এই দর। একই সময় তা ৮১ টাকাতেও লেনদেন হয়।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ইসরায়েলকে বাড়তি ৩৮০ কোটি ডলার সাহায্য যুক্তরাষ্ট্রের

uuuuuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলে মার্কিন অস্ত্রের মজুদ বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারেরও বেশি সামরিক বরাদ্দ দিয়ে মার্কিন সিনেটে একটি বিল পাস করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন এই সামরিক সাহায্য বাড়লে ইসরায়েলের প্রতিটি পরিবার বছরে ২৩ হাজার ডলার পাবে।

যুক্তরাষ্ট্রের সিনেটররা ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথারাইজেশন অ্যাক্ট অব ২০১৮’ নামে বিলটি পাস করেন। সিনেটে বিলটি পাস হওয়ার কারণে প্রতিনিধি পরিষদেও তা পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হতে পারে।

উল্লেখ্য, এর আগে এ বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া এই সহযোগিতার মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রকল্পে ব্যয় হবে ৫০ কোটি ডলার এবং ইসরাইলের ভেতরে মার্কিন অস্ত্রের মজুদ গড়ে তোলার জন্য ধার্য করা হয়েছে ১০০ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম/বি

কানাডার সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করলোা সৌদি আরব

ooooooস্টকমার্কেটবিডি ডেস্ক :

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে কানাডার সঙ্গে সব ধরনের নতুন বাণিজ্য সম্পর্ক ও বিনিয়োগ বন্ধ করে দিচ্ছে সৌদি আরব।

সিরিজ টুইটে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কানাডার রাষ্ট্রদূতকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে সৌদি আরব ছাড়তে ২৪ ঘণ্টার নোটিস দেয়া হয়েছে। কানাডায় নিয়োগপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে সৌদি আরব।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সৌদির বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করার ঘটনায় গত শুক্রবার কানাডা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করায় এসব পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

সম্প্রতি গ্রেফতার হওয়া মানবাধিকার কর্মীদের মধ্যে সৌদি-আমেরিকান নারী মানবাধিকার কর্মী সামার বাদাবিও ছিলেন। কিন্তু সৌদিতে নারীদের ওপর পুরুষের অভিভাবকত্ব ব্যবস্থার অবসান চেয়েছিলেন। সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/বি

জুট স্পিনার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

jute_spinnersস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ১ আগষ্ট এ শেয়ারের দর ছিল ৯১ টাকা এবং গতকাল ৫ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকার বেশি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে জুট স্পিনার্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পদ্মা লাইফ লভ্যাংশ ঘোষণা করবে ১৩ আগষ্ট

padma lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ আগষ্ট আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৫০ মিনিটে রাজধানী বাংলামোটরে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৯/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

ডিএসই সূত্র জানা যায়, সর্বশেষ ২০১৬ সমাপ্ত বছরে বিমাটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি