কানাডার সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করলোা সৌদি আরব

ooooooস্টকমার্কেটবিডি ডেস্ক :

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে কানাডার সঙ্গে সব ধরনের নতুন বাণিজ্য সম্পর্ক ও বিনিয়োগ বন্ধ করে দিচ্ছে সৌদি আরব।

সিরিজ টুইটে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কানাডার রাষ্ট্রদূতকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে সৌদি আরব ছাড়তে ২৪ ঘণ্টার নোটিস দেয়া হয়েছে। কানাডায় নিয়োগপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে সৌদি আরব।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সৌদির বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করার ঘটনায় গত শুক্রবার কানাডা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করায় এসব পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

সম্প্রতি গ্রেফতার হওয়া মানবাধিকার কর্মীদের মধ্যে সৌদি-আমেরিকান নারী মানবাধিকার কর্মী সামার বাদাবিও ছিলেন। কিন্তু সৌদিতে নারীদের ওপর পুরুষের অভিভাবকত্ব ব্যবস্থার অবসান চেয়েছিলেন। সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *