সুদ চক্র হারে বৃদ্ধির ফলে দেশে ঋণ খেলাপি বাড়ছে : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চক্রবৃদ্ধি হারে আর সুদ নেওয়া হবে না, সুদের চক্র হারে বৃদ্ধির ফলে দেশে ঋণ খেলাপির সংখ্যা বাড়ছে। আগামী বাজেট থেকে সুদ হবে সহজ ও সরল। ১০ শতাংশ হারে সুদ হলে বছর শেষে ১০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (১৮ মার্চ) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিচালক পর্যদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান মন্ত্রী।

ব্যাংক ঋণে সুদহার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চক্র বৃদ্ধি হারে সুদের ফলে গ্রাহকদের নানা সমস্যা দেখা দিচ্ছে। ব্যাংক ঋণে দেখা যায়, তিন মাস, চার মাস ও ছয় মাসে সুদের হিসাব করা হয়। সুদের ওপরে আবারও সুদ বসানো হয়। এটা আগামী বাজেট থেকে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সুদের হিসাব আর চক্রবৃদ্ধি হারে হবে না, সরল হারে হবে।

ব্যাংকে পরিচালক নিয়োগ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, ব্যাংক যোগ্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে। মৌখিক পরীক্ষা ভালোমতো নিয়েই ব্যাংক পরিচালক নিয়োগ দেওয়া হবে। ব্যাংক পরিচালক নিয়োগের বিষয়ে আমার কাছে কোনো সুপারিশ আসলে সেটা গ্রহণ করা হবে না। যোগ্য ব্যক্তিদের হাতেই ব্যাংক তুলে দেওয়া হবে।

ব্যাংকে ত্রুটি-বিচ্যুতি আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকে কিছুটা ত্রুটি-বিচ্যুতি আছে। এগুলো পরিষ্কারে হাত দেওয়া হবে। এই বিচ্যুতি নতুন করে হয়নি, দীর্ঘদিনের। মানুষ যেন ব্যাংকমুখী হয় সেই আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করবো। ব্যাংকে বিশেষ অডিটের ব্যবস্থা করা হবে। আমাদের ব্যালেন্স সিট কতো সেটা জানা যাবে।

ব্যাংকের গ্রাহক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যারা ব্যাংকের ভালো গ্রাহক তাদের সহায়তা করা হবে। যারা ব্যাংকের টাকা নিয়ে দিচ্ছে না তাদের ছাড় দেওয়া হবে না। বিদ্যমান আইন প্রয়োগ করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হবে। খারাপ-অসাধু ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নাই। আইনি প্রক্রিয়ায় টাকা আদায় করা হবে। খারাপ ব্যবসায়ীদের যেসব ব্যবসায়ী সহায়তা করেছে তাদেরও ছাড় দেওয়া হবে না।

মুস্তফা কামাল আরো বলেন, কাউকে জেলে পাঠিয়ে ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কিছু করা হবে না। আমরা চাই না কেউ বিপদে পড়ুক।

ব্যাংক খাতের প্রসংশা করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাত ভালো করছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই খাত ভালো না করলে প্রবৃদ্ধি অর্জনে এত ভালো করতাম না। আমরা আশা করছি আগামীতে ৮ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবো। আমাদের অনেক টাকা দরকার। শিক্ষা, স্বাস্থ্য খাতে অনেক টাকা দরকার। মেগা প্রকল্পে এখনই টাকা ছাড় করার সময়। এগুলো করতে হলে ব্যাংক খাতের উন্নয়ন জরুরি।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার ব্যাংকের নারী কর্মকর্তার কাছে ১ কেজি স্বর্ণ

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গোপন সংবাদের ভিত্তিতে প্রিমিয়ার ব্যাংকের একজন নারী কর্মকর্তার নিকট থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

কাস্টম হাউসের একটি দল মালয়েশিয়া থেকে ভোর ৪টায় আগত বাংলাদেশ বিমান ফ্লাইট নং-বিজি৮৭ এর যাত্রী রাজিয়া মাহমুদাকে (৫০) গ্রীন চ্যানেল অতিক্রমের পরে তার নিকটে শুল্ক-কর আরোপযোগ্য কোন পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে রাজিয়া তা অস্বীকার করেন। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মহিলা কর্মকর্তাদের মাধ্যমে তার দেহ তল্লাশি করে “র গোল্ড” আকৃতিতে স্বর্ণসমূহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

উল্লেখ্য, আটক যাত্রী প্রিমিয়ার ব্যাংকের এভিপি পদমর্যাদার এবং তিনি কলাবাগান ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার এবং ব্রাঞ্চ অপারেশন ইনচার্জ হিসেবে কর্মরত মর্মে জানায়। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, স্বর্ণসমূহ তার নিজের নয় এবং আর্থিক সুবিধার বিনিময়ে তিনি এই স্বর্ণগুলো বহন করছিলেন।

এ ঘটনায় কাস্টমস আইন, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

পর্যটন মেলায় নভোএয়ারে ১৫ শতাংশ ছাড়

novস্টকমার্কেটবিডি প্রতিবেদক

‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ উপলক্ষে নিজেদের সব গন্তব্যে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এই সুযোগ পাওয়ার জন্য গ্রাহকদের মেলায় এসে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’-এর সদস্য হতে হবে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২১ মার্চ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

নভোএয়ারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের মেলা চলাকালীন নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট কিনতে বা বুকিং করতে হবে। এ ছাড়া কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য তিন দিন ও দুই রাতে হোটেলসহ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবে ক্যামেলিয়া

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে প্রতিষ্ঠানটির ৫২,৩১,৫৩৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তিন দিনব্যাপী বেসিস সফটএক্সপো শুরু মঙ্গলবার

9999স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন দিনব্যাপী বেসিস সফটএক্সপো-২০১৯ শুরু হচ্ছে মঙ্গলবার (১৯ মার্চ)। রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘টেকনোলজি ফর প্রসপারিটি’ শিরোনামে ১৫তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে দেশীয় সফটওয়্যার খাতের সর্ববৃহৎ এই আয়োজন।

সোমবার (১৮ মার্চ) কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এবারের আয়োজনে পার্টনার হিসেবে থাকছে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এছাড়াও ইন্ডাস্ট্রি জোন ৪.০ এবং এক্সপেরিয়েন্স জোন পার্টনার হিসেবে থাকছে এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, সরকার ব্যবসা করবে না; ব্যবসা করার ক্ষেত্র তৈরি করে দেবে। প্রাইভেট খাত সেই ব্যবসা করবে। প্রাইভেট খাতের ব্যবসা করতে হলে যেসব সাহায্য করা দরকার সরকার তা করবে; আইসিটি ডিভিশন তা করবে। আইসিটি খাতে এখন প্রায় ১০ লাখ তরুণ-তরুণী কাজ করছে। আরও ১০ লাখ কর্মসংস্থান তৈরির জন্য কাজ করছি আমরা।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, এবারের আয়োজন নিয়ে আমাদের প্রধান তিনটি উদ্দেশ্য আছে। সেগুলো হলো-আমাদের দেশীয় আইটি পণ্য ও সেবার শো-কেসিং, নলেজ শেয়ারিং এবং নেটওয়ার্কিং। সরকার, শিল্প উদ্যোক্তা এবং সফটওয়্যারকে এক জায়গায় নিয়ে আসা হবে।

সংবাদ সম্মেলনে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং এবারের এক্সপো আয়োজন কমিটির আহ্বায়ক ফারহানা এ রহমান বলেন, এবারের এক্সপো বেসিসের সবথেকে বড় আয়োজন হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৩০টিরও বেশি সেমিনারে আইসিটি খাতের স্বনামধন্য ব্যক্তিরা অংশ নেবেন যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ভারতের মতো দেশ থেকে প্রায় ১০ জন বক্তা অংশ নেবেন। পুরো এক্সপোকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। এবারই প্রথম নারী উদ্যোক্তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি আলমাস কবির বলেন, হার্ডওয়্যার বাদ দিয়ে শুধু সফটওয়্যার চিন্তা করলে এটি শুধু বাংলাদেশ না বরং দক্ষিণ এশিয়ার সবথেকে বড় আয়োজন হতে যাচ্ছে। জাপানকে ‘পটেনশিয়াল মার্কেট’ ধরে এক্সপোর দ্বিতীয় দিন ‘জাপান ডে’ হিসেবে নিয়ে বিশেষ কর্মসূচি রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। দরকার হবে না কোনো প্রবেশমূল্য। বেসিস এক্সপো ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলেই প্রবেশ করা যাবে প্রদর্শনী প্রাঙ্গণে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে ‘বেসিস সফটএক্সপো’ অ্যাপস ডাউনলোড করে নিলে সেখানে এক্সপোর সব তথ্য এবং ইভেন্টের সময়সূচি জানা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ব্র্যাক ব্যাংক
  2. বিএটিবিসি
  3. ইউনাইটেড পাওয়ার
  4. স্কয়ার ফার্মা
  5. ডাচ-বাংলা ব্যাংক
  6. সিঙ্গার বিডি
  7. মুন্নু সিরামিকস
  8. ম্যারিকো বিডি
  9. বাটা সুজ
  10. লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

সূচক, লেনদেন ও শেয়ারের দরে ব্যাপক পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের ব্যাপক পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫৮৫ কোটি টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৯টির। আর দর অপরিবর্তিত আছে ২৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস, ম্যারিকো বিডি, বাটা সুজ ও লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৪৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডাচ-বাংলা ব্যাংক ও ভিএফএস থ্রেডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিকালে লভ্যাংশ ঘােষণা করবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

NHFL-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ বিকালে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

৭৫০ কোটি টাকার বন্ড ছাড়বে পূবালী ব্যাংক

pubali bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ৭৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মেয়াদ হবে ৭ বছর।

ব্যাংকটি ব্যাসেল-৩ ফ্রেমওয়ার্কের আওতায় টায়ার-২ মূলধন বাড়ানোর লক্ষ্যে বন্ড ছাড়াবে।

বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর ব্যাংকটি বন্ড ছাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আরো দুইদিন চলবে সিলকো ফার্মার আইপিও আবেদন

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগাকরীদের আবেদন গ্রহণ আরো দুইদিন চলবে।

এই আইপিও আবেদন চলবে ১৮ ও ১৯ মার্চ পর্যন্ত। এই আবেদন শুরু হয়েছে গত ৭ মার্চ থেকে।

সম্প্রতি কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে এ টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়। সে লক্ষ্যে সাবক্রিপশন শুরু হচ্ছে আগামী ৭ মার্চ।

কোম্পানিটির আইপিওর টাকায় কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪১ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৬ টাকা।

কোম্পানিটির আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম