ফারমার্স ব্যাংকে জালিয়াতি, ৯ ব্যাংকারকে তলব

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফারমার্স ব্যাংকে (বর্তমানে পদ্মা ব্যাংক) জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাঁদের তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক সামছুল আলম।

দুদক সূত্র জানিয়েছে, এসব ব্যাংকারকে ৬ মার্চ বুধবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এসব কর্মকর্তাকে যথাসময়ে দুদকে উপস্থিত হতে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

যাঁদের তলব করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ব্যাংকটির শেরপুর শাখার ৫ কর্মকর্তা। তাঁরা হলেন অপারেশনস ম্যানেজার এডিএম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আবু নাঈম। তলব করা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লস্কর।

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ও তাঁর ছেলেসহ কয়েকজন ব্যাংকারকে আসামি করে এর আগে তিনটি মামলা হয়। ওই সব মামলায় গ্রেপ্তার হয়ে পিতা-পুত্র দুজনই কারাগারে আছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দুই কোম্পানি পরিদর্শনে গিয়ে কারখানা বন্ধ পেল ডিএসই

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুটি কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের কারখানা বন্ধ পেয়েছে। এসময় তাদের প্রধান কার্যালয় (হেড অফিস) বন্ধ পেয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানি দুইটির কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শনে এমন চিত্র দেখতে পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বন্ধ থাকার কারনে সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের প্রধান কার্যালয় ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ। যাতে অধিকতর তদন্ত করা সম্ভব হয়নি।

সিঅ্যান্ডএ টেক্সটাইল কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে অনেকদিন হলো। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিগত ৭টি প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশ করেনি তারা। এ কোম্পানিটি ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে।

অন্যদিকে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং য়েরও আর্থিক হিসাব প্রকাশ বন্ধ রয়েছে। ২০১৭ সালের মার্চের পরে কোন আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি। পরিচালকদের অন্তকলহে বন্ধ রয়েছে কারখানার উৎপাদন। কয়েকবছর আগেই কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ৩৫ কোটি টাকা সংগ্রহ করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড গ্রুপকে এলএনজি পাওয়ার প্লান্টের অনুমোদন

unitedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারী খাতে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে আরো ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তরলকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) পাওয়ার প্লান্টের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

গত ২৪ ফেব্রুয়ারী এই অনুমোদনটি দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-১৯৯৬ এবং বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষবিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০১৮) এর অধিনে বিওও ভিত্তিতে ২২ বৎসর মেয়াদি এ বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে।

এই পাওয়ার প্লান্টটি চট্টগ্রামের আনোয়ারায় স্থাপিত হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়।

উল্লেখ্য যে, ইউনাইটেড গ্রুপ এর অধীনে বর্তমানে ১০টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হচ্ছে যার সর্বমোট উৎপাদন ক্ষমতা ১০০০ মেগাওয়াটের অধিক। গত ২১শে ফেব্রুয়ারী থেকে জামালপুর পাওয়ার প্লান্টে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পাওয়ার গ্রিডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন

powerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সূত্র জানায়, কোম্পানিটির প্রধান অফিস রাজধানীর বাড্ডায় আফতাবনগরে এক ভবনে স্থানান্তর করা হয়েছে।

আগামী থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বঙ্গজ ইন্ডাস্ট্রিজের ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা

bangasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রফিকুল ইসলাম নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২৫,০০০ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ৫ লাখ ৬১ হাজার ৯৭টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. স্কয়ার ফার্মা
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. ফরচুন সুজ
  7. সিঙ্গার বিডি
  8. ন্যাশনাল টিউবস
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেন সামান্য বাড়লেও দিনশেষে সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮২ কোটি ১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৬৬২ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, সিঙ্গার বিডি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪২৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৮ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৪৯ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীনফোন লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মুন্নু সিরামিকসের ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের এক করপোরেট পরিচালক ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফার ফাউন্ডেশন নামে এই করপোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৩৩০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রানার অটোমোবাইলসের আইপিও লটারির ফলাফল প্রকাশ

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য রানার অটোমোবাইলসের আইপিও লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার মতিঝিলে এজিবি কলোনিতে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এসময় কোম্পানিটির এমডি-চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

রানার অটোমোবাইলসের আইপিও লটারির ফলাফল নিচে দেওয়া হলো……..

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

এই আগে কোম্পানিটির সাবস্ক্রিপশন শুরু হয় ৩১ জানুয়ারি। এই আবেদন গ্রহণ শেষ হয় গত ১০ ফেব্রুয়ারি।

সম্প্রতি কোম্পানিটির বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং শেষ হয়েছে। বিডিংয়ের হিসাব অনুযায়ী সাধারণ বিনিয়ােগকারীরা কোম্পানিটির শেয়ার পাবেন ৬৭.৫০ টাকায়।

নিয়ম অনুযায়ী কাট অফ প্রাইস হবে ৭৫ টাকা। আর এই কাট অফ প্রাইসের ১০ শতাংশ কম দরে সাধারণ বিনিয়োগকারীরা আইপিও শেয়ার কিনতে পারবেন।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

দুদক বেসিক ব্যাংকের অর্থ কেলেঙ্কারির কার্যকর ব্যবস্থা নেয়নি: মেনন

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দুদক প্রাইমারি শিক্ষকদের অন্যায় আমলে নিলেও বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। হাইকোর্টের নির্দেশনার পরও বেসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান দুদকের আওতার বাইরে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতকে নির্বিয্য করা গেলেও রাজনৈতিকভাবে পরাজিত করা যায়নি। তারা মিসরের মুরসি অথবা তুরস্কের এরদোগানের মতো আবার ফিরে আসতে চায়। আর সেই সময়টা জামায়াত সামাজিক কর্মকাণ্ড, যেমন- স্কুল, কলেজ, পাঠাগার প্রতিষ্ঠা, স্বাস্থ্য সেবা দেওয়া এ ধরনের কাজে লিপ্ত থাকতে চায়। সেটা সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যে তার (জামায়াতের) জায়গা নিতে যাচ্ছে ‘মোল্লাতন্ত্র’, যার প্রধান পৃষ্ঠপোষক হেফাজত। মনে হয় আমরা পাকিস্তানের খাজা শাহাবুদ্দিনের যুগে ফিরে যাচ্ছি। মনে হচ্ছে পাকিস্তানের প্রথম যুগের মতো নজরুলের কবিতার মুসলমানি করিয়ে যেমন ‘মহাশ্মশান’-এর বদলে ‘গোরস্থান’ আবৃত্তি করনো হয়েছিল আবারও তা করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম