- বিএটিবিসি
- ব্র্যাক ব্যাংক
- গ্রামীনফোন লিমিটেড
- ইউনাইটেড পাওয়ার
- স্কয়ার ফার্মা
- ডাচ-বাংলা ব্যাংক
- ম্যারিকো বিডি
- সিঙ্গার বিডি
- মুন্নু সিরামিকস
- রেকিট বেনকাইজার লিমিটেড।
Month: October 2025
ডিএসই ও সিএসইতে লেনদেনের সাথে কমেছে সূচক
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সবগুলো সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৭ কোটি ৮০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।
গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, গ্রামীনফোন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, ম্যারিকো বিডি, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস ও রেকিট বেনকাইজার লিমিটেড।
এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকা।
দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড
প্লেসমেন্টের অপব্যবহাররোধে ৪ সদস্যের কমিটি গঠন
প্রাইভেট প্লেসমেন্টের অপব্যবহাররোধে অতালিকাভুক্ত কোম্পানির অর্থ উত্তোলন সংক্রান্ত নোটিফিকেশন সংশোধনীর লক্ষ্যে ৪ সদস্যের কমিটি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৯ মার্চ) বিএসইসি’র ৬৮০তম নিয়মিত কমিশন সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের অপব্যবহাররোধে অতালিকাভুক্ত কোম্পানির অর্থ উত্তোলন সংক্রান্ত নোটিফিকেশন সংশোধনীর লক্ষ্যে বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করে ৪ সদস্যের আরো একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। গঠিত কমিটি পর্যালোচনা করে অতালিকাভুক্ত কোম্পানির অর্থ সংগ্রহ সংক্রান্ত এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৪/এডমিন.২৮ নোটিফিকেশন সংশোধনীর জন্য সুপারিশ করবে।
স্টকমার্কেটবিডি.কম/
আইটি খাতে ব্যবসায় আগ্রহী সুহৃদ ইন্ডাাস্ট্রিজ
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ আইটি খাতে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্পূর্ণ কর মওকুফ। এজন্য কোম্পানিটি ইনফর্মেশন টেকনোলজি এনাবেল্ড সার্ভিস (আইটিইএস) খাতে ব্যবসা করতে আগ্রহী।
এ জন্য আমাররুম.কমের সাথে সুহৃদের একটি চুক্ত স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুসারে উভয়ই সেবা সরবরাহ ও মুনাফায় ভাগাভাগি করবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
জিডিপিতে শেয়ারবাজারের অবদান বাড়ানোর সুযোগ আছে : মাজেদুর রহমান
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেছেন, বাংলাদেশের শেয়ারবাজার দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে প্রভাবশালী একটি মাধ্যম। জিডিপিতে শেয়ারবাজারের অবদান বাড়ানোর অনেক সুযোগ রয়েছে৷ একটি উন্নত অর্থনীতি হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে প্রতিষ্ঠিত করতে বর্তমান শেয়ারবাজারের অবস্থা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ (আইইউবি) আয়োজিত দিনব্যাপী ‘বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন: সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান এসব কথা বলেন।
কে এ এম মাজেদুর রহমান বলেন, বাংলাদেশের জিডিপির আকার প্রায় ২৭০ বিলিয়ন ডলার, যেখানে শেয়ারবাজারের বাজার মূলধন ৫০ বিলিয়ন ডলার৷ দেশের বাজার মূলধনের জিডিপি অনুপাত মাত্র ১৮ শতাংশ। কিন্তু একটি দ্রুত উন্নয়নশীল দেশের জিডিপিতে পুঁজিবাজারের অবদান কমপক্ষে ৪০ শতাংশ হওয়া প্রয়োজন।
গত পাঁচ বছরে শেয়ারবাজারে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে জানিয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের অগ্রগতির জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে। তিনি জানান, খুব শিগগির শেয়ারবাজারে স্বল্প মূলধনের প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন ও তালিকাভুক্তির জন্য ছোট মূলধনের ক্ষেত্র চালু করা হবে। এ ছাড়া ভবিষ্যতে তালিকাভুক্তহীন সিকিউরিটিজ চালু করা হবে।
আইইউবির ভাইস চ্যান্সেলর এম ওমর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মিলান প্যাগন, স্কুল অব বিজনেসের ডিন মো. আমিনুল করিম, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য রাশেদ চৌধুরী। বিজ্ঞপ্তি
স্টকমার্কেটবিডি.কম/
হাক্কানী পাল্পের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, মো: গোলাম মোস্তফা নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৩০টি শেয়ার রয়েছে।
ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবেন।
স্টকমার্কেটবিডি.কম/বি
১ লাখ ৬৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন
যোগাযোগখাতকে অগ্রাধিকার দিয়ে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনেতিক পরিষদ (এনইসি)।একইসাথে স্বায়ত্ত্বশাসিত সংস্থা বা করপোরেশনের ৯৬২০ কোটি টাকা ব্যয় সম্বলিত সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপরসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এই অনুমোদন দেয়া হয়।
বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন,সংশোধিত এডিপিতে দারিদ্র বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহকে অগ্রাধিকার বিবেচনায় রেখে বরাদ্দ রাখা হয়েছে।বরাদ্দ প্রদানের ক্ষেত্রে কৃষি,কৃষিভিত্তিক শিল্প,বিদ্যুৎ,যোগাযোগ,আইসিটি ও কমসৃজন সহায়ক প্রকল্প প্রাধিকার পেয়েছে।
তিনি জানান,মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল স্বায়ত্ত্বশাসিত সংস্থার বরাদ্দ ছাড়া ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা,সেখান থেকে ৮ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা।এর মধ্যে মূল এডিপিতে বৈদেশিক সহায়তা অংশে বরাদ্দ ছিল ৬০ হাজার কোটি টাকা।সেখান থেকে ৯ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপিতে বরাদ্দ দেয়া হয়েছে ৫১ হাজার কোটি টাকা।
অন্যদিকে সরকারি তহবিলের (জিওবি) অংশে মূল এডিপিতে বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। সেখান থেকে ১ হাজার কোটি টাকা বাড়িয়ে সংশোধিত বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। তবে এসবের বাইরে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নসহ মূল এডিপির আকার ছিল ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। সংশোধিত এডিপিতে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনের ৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দ ধরে মোট সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬২০ কোটি টাকা।
মান্নান জানান,সংশোধিত এডিপিতে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব প্রকল্পসহ মোট বরাদ্দসহ অন্তর্ভূক্ত প্রকল্প রয়েছে ১৯১৬টি। মূল এডিপিতে মোট প্রকল্প সংখ্যা ছিল ১৪৫১টি প্রকল্প। প্রকল্প বাড়ছে ৪৬৫টি। সংশোধিত এডিপিতে বরাদ্দহীনভাবে ৯৮৭টি নতুন প্রকল্প অর্ন্তভুক্ত করা হয়েছে।সেই সঙ্গে বৈদেশিক সহায়তা প্রাপ্তির সুবিধার্তে ২৫৬টি বরাদ্দহীন অননুমোদিত নতুন প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়েছে।
সংশোধিত এডিপিতে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ হচ্ছে,সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অনুকুলে ২৪ হাজার ৪৪১ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ বিভাগের অনুকুলে বরাদ্দ দেয়া হয়েছে ২৩ হাজার ৪২০ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পেয়েছে ১৯ হাজার ৬৪৩ কোটি টাকা।
স্টকমার্কেটবিডি.কম/
ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির বৈদেশিক ঋন অগ্রিম পরিশোধ
ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) এর সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড এনার্জি লি (ইউ.ই.এল) এর সাবসিডিয়ারি কোম্পানি ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিঃ (ইউএইএল) এর বৈদেশিক ঋন মেয়াদোত্তীর্নের পূর্বেই পরিশোধের জন্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলোপমেন্ট অথরিটির (বিডা) অনুমোদন পাওয়া গেছে।
২০১৭ সালের ৩১ জানুয়ারি ৬১.৭৮ মিলিয়ন মার্কিন ডলার ১০ বৎসর মেয়াদী বৈদেশিক ঋন নিয়েছিল কোম্পানিটি। যার মধ্যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) থেকে ২০.৫০ মিলিয়ন মার্কিন ডলার, DeutscseInvestitions-und EntwicklungsgesellschaftmbH (DEG) থেকে ২০.৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং Export Credit Agency (ECA) থেকে ২০.৭৮ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৯৩ কোটি টাকা। ঐ সময় টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যমান কম থাকায় এ ঋন কোম্পানির জন্য অত্যন্ত লাভজনক ছিল।
ঋন নেওয়ার পর থেকে UAEL নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করে আসছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০১৯ হিসাব অনুযায়ী, মোট ৪৬.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে। যার মধ্যে আইএফসি ১৬.০৬ মিলিয়ন মার্কিন ডলার, ডিইজি ১৬.০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ইসিএ ১৪.৩৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৯৫ কোটি টাকা। বর্তমানে মার্কিন ডলারের বাজার মূল্যমানের উর্ধগতির পাশাপাশি উল্লেখিত ঋন সমূহের মূলসূচক তথা লাইবর হারবৃদ্ধির প্রেক্ষাপটেট UAEL বোর্ড এই ঋনসমূহ মেয়াদোত্তীর্নের পূর্বেই পরিশোধের সিদ্ধান্ত নেয়।
গত ২০১৮ সালের ২০ ডিসেম্বর তারিখেট UAEL ঋন পরিশোধের অনুমোদনের জন্য বিডার নিকট আবেদন করে। এই প্রেক্ষিতেই বিডা গত ৭ মার্চ ৩২.১২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের জন্য অনুমোদন দেয়। যার মধ্যে আইএফআইসির ১৬.০৬ মিলিয়ন ডলার, ডিইজির ১৬.০৬ মিলিয়ন ডলার রয়েছে। আর ইসিএ থেকে নেওয়া ২২.৯৩ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের এরঅনুমোদন দেয়নি। তবে কোম্পানিটি ইসিএর এই ঋধ পরিশোধের জন্যও বিডার নিকট আবেদন করেছে। যা অনুমোদনের অপেক্ষায় আছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনাইটেড গ্রুপের সি.এফ.ও মোঃ ইবাদত হোসেন ভূঁইয় এফসিএব লেন, “কোম্পানীর নিজস্ব তহবিল থেকে এ ঋন পরিশোধ করা হবে। মেয়াদোত্তীর্নের পূর্বেই ঋন পরিশোধ করার ফলে বৈদেশিক বিনিময়ের হারজনিত ক্ষতি ও ঋনের সুদের টাকা সাশ্রয় হবে এবং UAEL এর নীট মুনাফা উল্লেখযোগ্য পরিমান বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য, গত ১লা জুলাই ২০১৮ তারিখে UEL,UAEL অধিগ্রহন করে এবং একই তারিখে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ইউপিজিডিসিএল), UEL কে অধিগ্রহণ করে। গত ১লা জুলাই ২০১৮ থেকে ৩১ ডিসেম্বও ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড পাওয়ারের সমন্বিত ইপিএস হয়েছিল শেয়ারপ্রতি ৭.৬৯ টাকা। ঋন পরিশোধের ফলে UAELG এর নীট লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাব্যতার প্রেক্ষিতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সমন্বিত ইপিএস বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
স্টকমার্কেটবিডি.কম/
২৭ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর
আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের নতুন বাজেটের জন্য শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী ২৭ মার্চের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও এনবিআরে লিখিতভাবে এই প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকারের রাজস্ব আহরণ ও বাজেট প্রণয়নে রাজস্ব নীতিমালা প্রস্তত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে তারা একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই বিভিন্ন পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করে থাকে। একইভাবে তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি নিয়েও আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করে এনবিআর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন খাত থেকে পাওয়া প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনও চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি এনবিআরের নির্দিষ্ট ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।
জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করবান্ধব এবং একই সঙ্গে রাজস্ব সম্ভবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। অর্থমন্ত্রী দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডেও বাজেট প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/
মাথাপিছু আয় বেড়ে ১৯০৯ ডলার, প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ
দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন (২০১৮-২০১৯ অর্থবছর) ১ হাজার ৯০৯ ডলার। গত বছরে এই অংক ছিল ১ হাজার ৭৫১ ডলার। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ।গতবছর প্রবৃদ্ধির হার ছিলো ৭ দশমিক ৮৬ শতাংশ।
মঙ্গলবার (১৯ মার্চ) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। বৈঠকে দেশের সমগ্র প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সবখাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে। গত বছর যেখানে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার, তা এখন হয়েছে ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৫৮ ডলার।
এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/