যুক্তরাজ্যে আয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশিরা

d0eb14ed2b46bbd1a2fa38017be17d11-5d2583805032aস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাজ্যে আয়-রোজগারে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশিরা। শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর লোক গড়ে যা আয় করে, বাংলাদেশিদের গড় আয় তার চেয়ে ২০ শতাংশ কম। গতকাল বুধবার দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বা ওএনএস) বিভিন্ন জাতিগোষ্ঠীর আয়ের তারতম্যের চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে।

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ঘণ্টাপ্রতি আয়ের চিত্র বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, অশ্বেতাঙ্গ লোকজনের চেয়ে শ্বেতাঙ্গ মানুষ গড়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি আয় করে। তবে বাংলাদেশি মানুষের সঙ্গে এ পার্থক্য ২০ শতাংশ।

গড় আয়ে শ্বেতাঙ্গরা সামষ্টিকভাবে অশ্বেতাঙ্গ লোকজনের চেয়ে এগিয়ে। কিন্তু একক জাতিগোষ্ঠী হিসেবে তারা চীন ও ভারতীয়দের তুলনায় পিছিয়ে। দেশটিতে ঘণ্টাপ্রতি সবচেয়ে বেশি আয় করে চীনা লোকজন। তাদের ঘণ্টাপ্রতি গড় আয় ১৫ দশমিক ৮ পাউন্ড। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয়দের গড় আয় ঘণ্টায় ১৩ দশমিক ৫ পাউন্ড। ঘণ্টায় ১২ দশমিক ৩ পাউন্ড গড় আয় নিয়ে তৃতীয় অবস্থানে মিশ্র জাতিগোষ্ঠীর মানুষ। আর শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকদের অবস্থান হলো চতুর্থ। ঘণ্টায় তাঁদের গড় আয় ১২ পাউন্ড।

১০টি ভিন্ন শ্রেণিতে বিভক্ত এই আয়ের চিত্রে একদম নিচের অবস্থানে বাংলাদেশিরা। বাংলাদেশিদের গড় আয় ঘণ্টায় ৯ দশমিক ৬ পাউন্ড। ঘণ্টায় ১০ পাউন্ড গড় আয় নিয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে পাকিস্তানিরা।

তবে নারী-পুরুষের আয়বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশিদের চিত্র সম্পূর্ণ বিপরীত। অন্য সব জাতিগোষ্ঠীতে নারীরা পুরুষদের চেয়ে কম আয় করে। একমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে গড়ে সাড়ে ১০ শতাংশ বেশি আয় করে। অবশ্য ওএনএস বলছে, বাংলাদেশিদের ক্ষেত্রে তুলনামূলক কম নমুনা নিয়ে নারী-পুরুষের আয়বৈষম্য বিশ্লেষণ করা হয়েছে। বাস্তবিক চিত্র কিছুটা ভিন্ন হতেও পারে।

প্রতিবেদনে দেখা যায়, যে জনগোষ্ঠীর আয় যত বেশি, সেই জনগোষ্ঠীর নারী ও পুরুষের আয়বৈষম্যও সবচেয়ে বেশি। যেমন ভারতীয় পুরুষেরা ভারতীয় নারীদের চেয়ে ২৩ দশমিক ৩ শতাংশ বেশি আয় করে। আর চীনের ক্ষেত্রে এ পার্থক্য ১৯ দশমিক ১ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের উদ্বেগ

111335_bangladesh_pratidin_eebd77স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন-তাইওয়ানের মধ্যে ঘোরতর যুদ্ধ কার্যত এখন সময়ের অপেক্ষা মাত্র- এমটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা! এরই মধ্যে তাইওয়ানের কাছে আব্রাহামস ট্যাঙ্ক ও স্টিংগার ক্ষেপণাস্ত্রসহ প্রায় ২২০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে, অস্ত্র বিক্রির ব্যাপারে চীনা কর্তৃপক্ষ ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে।

খবরে বলা হয়, তাইওয়ানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে এই অস্ত্র বিক্রির চুক্তিটির অংশ হিসেবে ১০৮টি আব্রামস ট্যাংক, ২৫০টি স্টিংগার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করা হতে পারে তাইওয়ানের কাছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, প্রস্তাবিত ট্যাঙ্ক বিক্রি গ্রহীতাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্কবহরের আধুনিকায়নে এবং বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি অবদান রাখবে।

এছাড়া এতে তাদের স্বদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে।

মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপের ফলে চীন-মার্কিন সামরিক সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চীন। এরই মধ্যে ট্রাম্পকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী উই ফেং।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইবনে সিনার ৩ বছরের ঋণমান প্রকাশ

ibn-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ঋণমান নির্ধারণ হয়েছে ‘এ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৭ ও ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঢাকা ইন্স্যুরেন্সের কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জুন মাসে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৫২ শতাংশ

bbsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুন মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫২ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ। বিগত চার মাসের মধ্যে জুন মাসেই সর্বনিম্ন মূল্যস্ফীতি।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য হিসাব করে থাকে।

মূল্যস্ফীতি কমার কারণ সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, নিত্যপণ্যের চাহিদার চেয়ে সরবরাহ বেশি। বাজারে পর্যাপ্ত পণ্য থাকলে দাম কমে যায়। এর প্রতিফলন ঘটেছে মূল্যস্ফীতিতে।

বিবিএসের পর্যালোচনায় বলা হয়েছে, চাল, ডাল, শাক-সবজির দাম জুন মাসে কমেছে।

গত জুন মাসে সার্বিকভাবে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের তথ্য উপাত্ত অনুযায়ী, গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪০ শতাংশ। গত মে মাসে এই হার ছিল ৫ দশমিক ৪৯ শতাংশ। গত জুন মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৭১ শতাংশ হয়েছে। গত মে মাসে এই হার ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ।

বিবিএস বলছে, গত জুন মাসে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। গত মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ, আর গ্রামে ছিল এ হার ৫ দশমিক ৩৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ঢাকা-বেনাপোল ট্রেনের উদ্বোধন ১৭ জুলাই

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৭ জুলাই থেকে চালু হচ্ছে যশোরের বেনাপোল-ঢাকা রুটের নতুন ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন।

উদ্বোধনী দিন বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ ট্রেনে বগি থাকবে ১২টি।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন তত্ত্বাবধায়ক মো. শাহ নেওয়াজ বলেন, ‘আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেসে উদ্বোধন ঘোষণা করবেন।

বেনাপোল রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত থাকবেন। আজ কালের মধ্যে অনলাইনসহ নতুন এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিদায়ী বছরে এডিপি বাস্তবায়ন ৯৪.৩২ শতাংশ

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৯৪ দশমিক ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। তবে এটি মূল এডিপি নয়, সংশোধিত এডিপির বাস্তবায়ন হয়েছে। টাকার অঙ্কে বিদায়ী অর্থবছরে খরচ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৯৩ কোটি টাকা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য দেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ১ লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, আগের চেয়ে এডিপি বাস্তবায়ন ভালো হয়েছে। মাঠ পর্যায়ের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ বেড়েছে। আমি নিজে মাঝে মাঝে প্রকল্প পরিদর্শনে যাই। তিনি বলেন, এখন আর প্রকল্প পরিচালকদের ধাওয়া করা হয় না। কোনো সমস্যা থাকলে তাঁদের জানাতে বলি। অর্থ ছাড় সহজ হয়ে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আগের চেয়ে বেড়েছে বলে পরিকল্পনামন্ত্রী মনে করেন।

২০১৭-১৮ অর্থবছরে এডিপির ৯৪ দশমিক ১১ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। তখন অবশ্য ১ লাখ ৪৮ হাজার ৩০৬ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছিল। আগের বারের চেয়ে বিদায়ী অর্থবছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা বেশি খরচ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

একনেকে ৭৭৪৪ কোটি টাকার ১৩ প্রকল্পের অনুমোদন

ECNECস্টকমার্কেটবিডি ডেস্ক :

চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, একনেক সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৪১৪ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ১ হাজার ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৮৯ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন প্রকল্প এবং ৩টি সংশোধিত প্রকল্প রয়েছে বলে তিনি জানান।

এম এ মান্নান বলেন, চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ৮৮ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় আনোয়ারা, পটিয়া, হাটহাজারী এবং চট্টগ্রাম শহরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার অবকঠামো উন্নয়ন করা হবে। বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানি ২০২২ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সড়ক-মহাসড়কগুলো প্রশস্ত ও পুরু করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া তিনি ধীরগতির যান চলাচলের জন্য আলাদা লেন এবং মহাসড়কে বাস-বে তৈরির পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যাতে টয়লেটসহ আনুসঙ্গিক প্রয়োজনীয় সুবিধাদি দিতে পাওে সেজন্য জমি নির্ধারণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী ডাক বিভাগকে আধুনিকায়নের নির্দেশ দিয়ে বলেছেন, ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠার মাধ্যমে অনলাইনে আর্থিক সেবাসহ অন্যান্য সেবা কর্মকান্ড পরিচালনা করতে হবে। যাতে তারা নিজেরাই আয় করতে পারে। তা না হলে ডাক বিভাগ আগামীতে আর থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, আগারগাঁও এ নতুন জিপিও ভবন নির্মাণ করা হয়েছে। সেটি যেন সবুজ পার্ক হয়। সেখানে যেন মানুষ অবসরে ঘুরতে যেতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে যে জেলায় বিশ্ববিদ্যালয় হবে, সেই জেলার কলেজসমূহকে ওই বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত করতে হবে।
একনেক বৈঠকে প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারের সোনাদিয়ায় ন্যাচারাল পার্ক গড়ে তোলা হচ্ছে।

একনেক অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো-বগুড়া-নাটোর জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তকরণে উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭০৭ কোটি টাকা। ঢাকা-উথুলি-পাটুরিয়া জাতীয় মহাসড়ক আমিনবাজার হতে পাটুরিয়ার ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকা ডেডিকেটেড লেনসহ সার্ভিস লেন ও বাস- বে নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬৯৬ কোটি ৩১ লাখ টাকা। লাকসাম-বাইয়ারা বাজার-ওমরগঞ্জ-নাঙ্গলকোট জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬১ কোটি টাকা। মর্ডানাইজেশন অব সিটি স্ট্রিট লাইট সিস্টেম এ্যাট ডিফারেন্ট এরিয়া আন্ডার চিটাগাং সিটি করপোরেশন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৬০ কোটি ৯০ লাখ টাকা।
বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্ত জরাজীর্ণ ডাকঘরগুলোর সংস্কার পুনর্বাসন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২২৫ কোটি টাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং ১৩টি জেলা কার্যালয় স্থাপন প্রকল্পের খরচ হবে ২২৬ কোটি টাকা। বিএডিসির বিদ্যমান সার গুদামসমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মাণের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩১১ কোটি টাকা।

এছাড়া নদীর তীর সংরক্ষণের মাধ্যমে মেঘনা নদীর ভাঙ্গন হতে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা সদর সংরক্ষণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬০৯ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে ব্যয় হবে ১২৬ কোটি টাকা। ব্রাক্ষণবাড়ীয়া জেলার ৯টি ব্রীজ নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১২০ কোটি ৫৭ লাখ টাকা। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ৫২ কোটি ৯৫ লাখ টাকা।

সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/

টাকা দিতে না পারায় পিপলস লিজিং অবসায়ন হচ্ছে

peoplesস্টকমার্কেটবিডি ডেস্ক :

আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় অবসায়ন (লিকুইডেশন) করা হচ্ছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। দায়দেনা শোধ করতে গঠন করা হবে দীর্ঘমেয়াদি স্কিম। সে অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। প্রতিষ্ঠানটি পরিচালনায় নিয়োগ হবেন একজন অবসায়ক (লিকুইডেটর)। এটা প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের উদ্যোগ।

কার্যক্রম শুরুর ২২ বছরের মধ্যে এ আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নে পাঠাতে হচ্ছে সরকারকে। এ প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, দেখভালের দায়িত্বও ছিল এ সংস্থার। তদারকি দুর্বলতা ও পরিচালকদের অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি এখন দেউলিয়া। এমন অবস্থা আরও কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেরও।

বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিপলস লিজিংকে অবসায়নের পক্ষে সম্মতি দিয়েছে সরকার। এখন আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অবসায়নে উচ্চ আদালতে যাবে কেন্দ্রীয় ব্যাংক। আদালতের আদেশেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য ইতিমধ্যে একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক পিপলস লিজিংকে অবসায়নে অনুমোদন চেয়েছিল। আমরা অবসায়নের অনুমতি দিয়ে মতামত পাঠিয়ে দিয়েছি। এখন যথাযথ প্রক্রিয়া মেনে কোম্পানিটি অবসায়নে পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।’

এর আগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশনকে (বিআইএফসি) অবসায়নেও সরকারের মতামত চেয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সরকার তাতে কোনো মতামত দেয়নি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এ বিষয়ে বলেন, কেন্দ্রীয় ব্যাংক তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। করলে প্রতিষ্ঠানটির এমন পরিণতি হতো না। সময়মতো পর্ষদ ভেঙে দিলে এত খারাপ অবস্থা হতো না। এখন যা সিদ্ধান্ত হয়েছে, সেটা ভালো। এতে সাময়িক ক্ষতি হলেও পুরো আর্থিক খাতের জন্য ভালো হবে। সবাই সচেতন হবে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

মেক্সিকো ও চীনের স্টীলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

inter-09-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্র সোমবার মেক্সিকো ও চীনের কিছু স্টীলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বলেছে, এ দুই দেশ অন্যায্য ভর্তুকি দিয়ে তাদের উৎপাদনকারীদের সহায়তা করে। খবর এএফপি’র।

উত্তর আমেরিকার সংশোধিত বাণিজ্য চুক্তির বিষয়ে ত্রিদেশীয় সম্মতির পর মেক্সিকো ও কানাডার স্টীল ও অ্যালুমিনিয়ামের ওপর থেকে শুল্ক তুলে নেয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হওয়ার দুই মাস পর এমন সিদ্ধান্ত নেয়া হলো।

মার্কিন বাণিজ্য বিভাগ লক্ষ্য করেছে যে নির্মাণ কাজে ব্যবহৃত আমদানি করা স্টীল চীন, মেক্সিকো ও কানাডায় ভর্তুকি সুবিধা পেয়েছে। তবে এক্ষেত্রে কানাডার ভর্তুকি দেয়ার বিষয়টি উপেক্ষা করা যায়। তাই কানাডার ক্ষেত্রে পাল্টা কোন শুল্ক আরোপ নয়।

যুক্তরাষ্ট্রের স্টীল উৎপাদনকারীরা গত ফেব্রুয়ারি মাসে এ ব্যাপারে অভিযোগ দায়ের করায় মেক্সিকো ও চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়া হলো। মার্কিন বাণিজ্য বিভাগ প্রাথমিকভাবে দেখতে পেয়েছে যে অবকাঠামো তৈরির স্টীল রপ্তানির ক্ষেত্রে মেক্সিকো ও চীনের রপ্তানিকারকরা ৩০.৩ থেকে ১৭৭.৪৩ শতাংশ ভর্তুকি সুবিধা পেয়েছে।

বাণিজ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে চীন ও মেক্সিকো থেকে অবকাঠামো তৈরির স্টীল আমদানি দেড়শ’ কোটি ডলারে দাঁড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম