শেয়ারবাজারে আসছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স

homlandস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বীমা খাতের কোম্পানি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায়। এজন্য কোম্পানিটি ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে আইপিও চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি হোমল্যান্ড লাইফের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির ফলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

এদিকে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে আইপিও চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস ও মূখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাহিদ আহমেদ চৌধুরী, এফসিসিএ (ইউকে)।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা, এফসিএ।

এছাড়াও আইপিও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রীন ডেল্টা লাইফের বাৎসরিক বোর্ড সভা ১০ ফেব্রুয়ারি

green deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বেলা চার টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি