মৃত পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান ওয়ালটনের

waltonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাযুদ্ধে প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ওয়ালটন গ্রুপ।

অনুদানের টাকা বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের হাতে তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণ হারানো ১৪ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

করোনাযুদ্ধে পুলিশের অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার থেকে পূর্ণ লেনদেনে ফিরছে ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়, রবিবার থেকে দেশের ব্যাংকগুলোতে আগের মতই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন হবে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই মাস সীমিত পরিসরে চালু থাকার পর আগামীকাল রবিবার থেকে দেশের ব্যাংকগুলোকে স্বাভাবিক লেনদেন সময়ে ফিরতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়, রোববার থেকে দেশের ব্যাংকগুলোতে আগের মতই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন হবে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।

সরকারি এই নির্দেশনা অনুযায়ী, যতদিন সীমিত আকারে গণপরিবহন চলবে, ততদিন কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু ৩১ মে থেকে

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামীকাল রবিবার (৩১ মে) থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) লেনদেন চালুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমতি দেওয়া হয়।

বিএসইসি’র কমিশন সভার বিষয়ে নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তাররোধে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় প্রণীত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত অফিস আদেশ পরিপালন সাপেক্ষে উভয় স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) লেনদেন ও সেটেলমেন্ট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এ সংক্রান্ত সব কর্মকাণ্ড পুনরায় শুরু করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে অনাপত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন দুই কমিশনার পেল বিএসইসি

Shamsuddin-Mizanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন দুই জন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২০ মে) বিকালে তাদের নিয়োগ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়।

নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনার হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান।

নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনার ইতোমধ্যে বিএসইসিতে যোগ দিয়েছেন।

বিধি অনুসারে, নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনার আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক। তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক। তিনি দীর্ঘ দিন ধরে শেয়ারবাজার, বিশেষ করে করপোরেট গভর্ন্যান্স নিয়ে কাজ করছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনারই সততা ও নিষ্ঠার সাথে কাজের মাধ্যমে দেশের শেয়ারবাজারের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ, গত ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ওরিয়ন ইনফিউশনের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২০ মে) কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩১ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের তুলনায় বেড়েছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৪২  টাকা। এ হিসাবে গত বছরের তুলনায়  চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৬০ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ১২.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ওরিয়ন ফার্মার ৩য় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ

orion-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মার চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২০ মে) কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৯৫ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের তুলনায় কমেছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৫ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.০১  টাকা। এ হিসাবে গত বছরের তুলনায়  চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৬.৬৮ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ৭২.২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

সরকারের সহযোগিতা চাইল মোবাইল অপারেটররা

Amtobস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুপার সাইক্লোন আম্ফানের পর সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

সংগঠনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) এক বার্তায় বলেন, মোবাইল সেবাদাতা ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা কভিড-১৯ সংকটের সময় বাংলাদেশের নাগরিকদের জরুরি টেলিকম সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

বার্তায় বলা হয়, এরই মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান আঘাতের পরও উপকূল এলাকাগুলোতে যেন অত্যাবশ্যকীয় মোবাইল সেবা যেন চালু থাকে বা স্বল্প সময়ের মধ্যেই পুনরায় তা চালু করা যায় সেজন্য সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে টেলিযোগাযোগকে জরুরি সেবা বিবেচনা করে সাইক্লোনের সময় ও পরে পুনরায় সেবা চালু করতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় দরকার; বিশেষ করে বিদ্যুৎ কর্তৃপক্ষের বিশেষ সহযোগিতা প্রয়োজন।

এই সময় জরুরি প্রয়োজনে সেবা পুনরুদ্ধারে চলাচলের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করাই মোবাইল সেবাদাতাদের উদ্দেশ্য বলে বার্তায় উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রামীণফোন বিটিআরসিকে আরো ১ হাজার কোটি দিয়েছে

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল অপারেটর গ্রামীণফোন আরো ১ হাজার কোটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দিয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক। তবে এখনকার নিরীক্ষা বাতিল করে নতুন করে নিরীক্ষা করার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

আদালতের আদেশ মেনে নিয়ন্ত্রক সংস্থার পাওনা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোন আজ মঙ্গলবার এক হাজার কোটি টাকা জমা দিতে গেলে বিটিআরসির চেয়ারম্যান এসব কথা বলেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তারা আরও এক হাজার কোটি টাকা জমা দিয়েছিল। এনিয়ে বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন।

টাকা জমার বিষয়ে অনলাইনে এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘আমরা গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই। তারা সময়ের আগেই টাকা দিয়েছে। এটি জনগণের অর্থ। করোনার এই সময়ে এক হাজার কোটি টাকা সরকারের উপকারে আসবে।’

আদালতের নির্দেশে গ্রামীণফোন দুই হাজার কোটি টাকা ও রবি আজিয়াটা ১৩৮ কোটি টাকা জমা দিয়েও নিরীক্ষা নিয়ে মতবিরোধ থাকছেই। তারা বিটিআরসিকে দেওয়া টাকাকে জমা হিসেবে উল্লেখ করছে। বলছে, নিরীক্ষা দাবির বিষয়টি সুরাহা হলে এ টাকা সমন্বয় হবে।

নিরীক্ষা দাবির বিষয়টি কীভাবে সুরাহা করা হবে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান বলেন, দুই পক্ষ এক সঙ্গে বসে একটি সিদ্ধান্তে আসা হবে। গ্রামীণফোন যেসব দ্বিমত পোষণ করছে, তা যুক্তি দিয়ে তুলে ধরতে পারলে বিটিআরসি বিবেচনা করবে।

নতুন করে নিরীক্ষা হবে না উল্লেখ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, এখনকার নিরীক্ষা আদালতের নির্দেশে হয়েছে। নতুন করে করার সুযোগ নেই।

অনুষ্ঠানে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, এয়ারটেল ও বাংলালিংকের ওপর নিরীক্ষার প্রক্রিয়া চলছে।

করোনাভাইরাস সংকট কেটে যাওয়ার পর বিটিআরসির সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, শিগগিরই একটি সমাধান আসবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে। তিনি আরও বলেন, ‘আমরা দ্বিতীয় কিস্তির চেক সময়ের আগেই আজ বিটিআরসিতে জমা দিলাম। প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার পর থেকেই বিটিআরসির কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়ে আসছি।’

প্যাকেজ অনুমোদন ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বিটিআরসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে এ টাকা জমা দিয়েছে গ্রামীণফোন।

বিটিআরসি গ্রামীণফোনের কাছ নিরীক্ষা দাবি হিসেবে কর ও অন্যান্য খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করছে। আরেক অপারেটর রবির কাছে দাবি করছে ৮৬৭ কোটি টাকা।

এ টাকা আদায়ে বিটিআরসি কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করলে দুই অপারেটরই আদালতে যায়। আদালত দুই অপারেটরকেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার নির্দেশ দেন।

স্টকমার্কেটবিডি.কম/