যাত্রী না থাকায় বিমানের সব ফ্লাইট বাতিল

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যাত্রী না থাকায় মঙ্গলবারের (২ জুন) সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার সকালে সংস্থাটির ডেপুতী জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, বুধবার থেকে আবার ফ্লাইট চালু করা হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ৩টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে একটি এবং ঢাকা-সৈয়দপুর রুটে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।”

তবে, বিমান বাংলাদেশ যাত্রীর অভাবে বাতিল করলেও ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার।

মঙ্গলবার ঢাকা থেকে ৩টি রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ও নভোএয়ারের ৭টি ফ্লাইট পরিচালিত হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে সীমিত আকারে দেশের অভ্যন্তরে বিমান চলাচল শুরু হয়।

এর আগে দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর ১৫ মার্চ থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়। পরে ৩১ মার্চ থেকে দেশের অভ্যন্তরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

দেশব্যাপী বিনা মাশুলে মৌসুমি ফল পরিবহন করছে ডাকঘর

Mangoস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশব্যাপী ডাকঘরের বিশাল পরিবহন নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিনা ভাড়ায় প্রান্তিক কৃষকের উৎপাদিত আম ও লিচু ঢাকার পাইকারি বাজারে পৌঁছে দিচ্ছে ডাক অধিদপ্তর।

ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এসব মৌসুমি ফল রাজধানীর বিভিন্ন মেগাসপ ও পাইকারি বাজারে বিপণন করা হবে। বিক্রয়লব্ধ টাকা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সংশ্লিষ্ট কৃষকের হাতে পৌঁছে যাবে। এ কর্মসূচির আওতায় মঙ্গলবার (২ জুন) থেকে রাজশাহী অঞ্চলের প্রান্তিক কৃষকের উৎপাদিত আম পরিবহন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে রাজশাহীর পুটিয়া উপজেলা সম্মেলন কক্ষে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র রাজশাহীতে অনলাইনে সংযুক্ত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে মধুপুর থেকে আনারস পরিবহনসহ চাহিদা ও গুরুত্ব বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ কার্যক্রম চালু করা হবে।

করোনা সঙ্কটকালে জনগণের জন্য অত্যাবশ্যকীয় সেবাগুলো সহজতর করতে সরকার ৯ মে থেকে কৃষকবন্ধু ডাকসেবা চালু করেছে। এছাড়া বিনা মাশুলে করোনা চিকিৎসা উপকরণ পিপিই ও কিট দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয়গুলোতে পৌঁছানোসহ জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন ডাকসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ডাকসেবা চালু করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মে থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে বিনা ভাড়ায় লিচু পরিবহন চালু করা হয়। করোনার বৈশ্বিক ক্রান্তিকালে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে মন্ত্রীর নির্দেশে গত ৯ মে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা থেকে কৃষকবন্ধু নামে এ কর্মসূচি চালু করা হয়। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল ব্যাংক থেকে ছিনতাই হওয়া ৬০ লক্ষ টাকা উদ্ধার

nbl-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’টি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২টি বিদেশী অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার সকালে এক খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর ডেপুটি কমিশনার ওয়ালিদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মো. মোস্তাফা (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।

এবিষয়ে সকল তথ্য নিয়ে আজ মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশের গোয়েন্দা বিভাগের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে ডিবি পুলিশ।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসউদ জানান, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।

স্টকমার্কেটবিডি.কম/

১১ জুন শুরু বাজেট অধিবেশন

budgetস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংস‌দে অর্থবছর ২০২০-২১ এর বাজেট আগামী ১১ জুন বিকাল সাড়ে ৩টায় উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ মঙ্গলবার অর্থবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংসদ সচিবালয় থেকে জানা‌নো হ‌চ্ছে যে, ক‌রোনার কার‌ণে উদ্ভুত প‌রি‌স্থি‌তি‌তে এবা‌রের অ‌ধি‌বেশ‌নে মি‌ডিয়া কাভা‌রে‌জের ল‌ক্ষে সাংবা‌দিক‌দের প্র‌বেশা‌ধিকার থাক‌ছে না।

এমতাবস্থায় সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে ৩টা ১৫ মিনিটে বিতরণ করার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে।

স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে নি‌র্দিষ্ট স্থান থে‌কে বা‌জেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধ করা যাবে বলে অর্থবিভাগ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে কমলেও সন্তোষজনক লেনদেন সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচকের পতন ও লেনদেন অনেকটা কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সন্তোষজনক লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৩০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১৫৫ কোটি ২৪ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৩টির। আর দর অপরিবর্তিত আছে ২২৯টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, মুন্নু সিরামিকস, এক্সিম ব্যাংক, সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস,  ওরিয়ন ফার্মা ও আল আরাফাহ ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৮.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৬টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লিন্ডে বিডি ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সোনালী আশেঁর ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট  শিল্প খাতের কোম্পানি সোনালী আশঁ  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিএসইসি-বাংলাদেশ ব্যাংক সমন্বয় বাড়াতে পদক্ষেপ

bsecস্টকমার্কেটবিডি ডেস্ক :

নিজেদের সমন্বয়হীনতা ‍দূর করার লক্ষ্যে একযোগে কাজ করার পদক্ষেপ নিয়েছে দেশের আর্থিক খাত ও শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী দুই কর্তৃপক্ষ।

ব্যাংকসহ আর্থিক খাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিএসইসির দুই কর্মকর্তা এখন থেকে এই সমন্বয়ের কাজটি করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সোমবার এক বৈঠকের পর এ কথা জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।

শেয়ারবাজারের দুর্দশার জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে কারণ হিসেবে দেখছিলেন অনেক বিশ্লেষক।

এই অবস্থায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সেই দূরত্ব ঘোচাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসেন শিবলী রুবাইয়াতুল।

বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা বিএসইসির পক্ষ থেকে একজন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একজন কর্মকর্তা ঠিক করেছি, যারা এক সাথে বসবেন এবং দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় করবেন।”

সমন্বয়ের কাজটি করার জন্য প্রথমে তারা প্রতি মাসে বসবেন। পরে প্রতি ২ মাসে একবার তাদের বৈঠক হবে।

প্রতি ব্যাংকের ২০০ কোটি টাকা করে বিনিয়োগ শেয়ারবাজারে আনার বিষয়টিও দেখবেন সমন্বয়ের দায়িত্ব পাওয়া এই দুই কর্মকর্তা।

শেয়ারবাজার চাঙ্গা করতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা ও নীতিসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার।

এর আওতায় কোনো ব্যাংক তার নির্ধারিত সীমার বাইরেও শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করতে পারে।

ব্যাংকগুলো নিজস্ব অর্থে এই তহবিল গঠন করা যাবে। তা না পারলে ট্রেজারি বিল/ট্রেজারি বন্ড রেপোর মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল গঠন করতে পারবে।

শিবলী রুবাইয়াতুল বলেন, “ব্যাংকের ২০০ কোটি টাকা করে বিনিয়োগের বিষয়টি দেখবেন সমন্বয় কমিটি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু বিষয়ে আইনি জটিলতার কথা আমাদের জানানো হয়েছে। সেটি নিয়েও কাজ করবেন এই দুই কর্মকর্তা।”

করোনাভাইরাস সঙ্কটে ব্যাংকগুলোকে বাঁচাতে ব্যাংকের লভ্যাংশ বিতরণের ওপর যে কড়াকড়ি আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক, ‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বিবেচনায় নিয়ে’ তা শিথিলের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান।

গত ১১ মে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর ঘোষিত নগদ লভাংশ ৩০ সেপ্টেম্বরের আগে বিতরণ করা যাবে না। সূত্র : অনলাইন পত্রিকা

স্টকমার্কেটবিডি.কম/

মতিন স্পিনিংয়ের বোর্ড সভা ৮ জুন

motinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র  শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

হজ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা, ১৫ জুনের মধ্যে সৌদির সিদ্ধান্ত

hajj-bg20200224143447স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভয়াবহ করোনাভাইরাসের কারণে এবছর পবিত্র হজ অনুষ্ঠান নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটে যাচ্ছে। এ বিষয়ে ১৫ জুনের মধ্যে দেশটির সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

করোনা সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়ায় হজ নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, গত রবিবার (৩১ মে) থেকে সৌদি আরবে পবিত্র কাবা শরীফ ও মসজিদুন নববীসহ সব মসজিদের দ্বার নামাজ পড়ুয়াদের জন্য ফের উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এর মধ্য দিয়ে আসন্ন হজ পালনের দ্বার খুলতে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের হজ সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/

বারাকা পাওয়ারের বোর্ড সভা ৭ জুন

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি  শিল্প খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি