ক্রেডিট কার্ড ‘জালিয়াত চক্রের’ চারজন গ্রেফতার

Arestস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রেডিট কার্ড জালিয়াতি করে ই কমার্সের মাধ্যমে পণ্য কেনাকাটা করার অভিযোগে চারজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এরা হলেন- মো. নিজাম উদ্দিন (২২), মো. রেহানুর হাসান রাশেদ (২০), আনোয়ার পারভেজ (২২) ও আল আমিন (২২)। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চালডাল ডটকম’ এর অভিযোগের সূত্র ধরে সিআইডির সাইবার পুলিশ জালিয়াতির এ ঘটনা উদঘাটন করে।

“সিআইডি তদন্ত করে জানতে পারে, এ চক্রটি নিয়মিত অন্য ব্যক্তির মালিকানাধীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে ‘চালডাল ডটকম’ থেকে অনলাইনে কেনাকাটা করেছে। ক্রেডিট কার্ড থেকে নিয়মিত অনলাইনে লেনদেন হলেও কার্ডের প্রকৃত মালিক বিষয়টি জানতে পারেননি।”

এই চক্র আড়ং ও অন্যান্য অনলাইন শপেও একইভাবে কার্ড জালিয়াতি করে কেনাকাটা করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিআইডি বলছে, এরা আন্তর্জাতিক কার্ড জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। কার্ড মালিকদের পিন নম্বরসহ গোপন তথ্য চুরি করে তারা এই জালিয়াতি চালিয়ে আসছিল।

“তাদের মধ্যে তিনজন ক্রেডিট কার্ডের তথ্য চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অন্যজন পণ্য গ্রহণের কাজটি করত।”

তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, ১৬টি ব্যাংক কার্ড এবং এক লাখ ৬৮ হাজার টাকা জব্দ করার কথা জানিয়েছে সিআইডি।

গ্রেফতারদের বিরুদ্ধে বানানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *