মার্কিন নির্বাচনের দিন বিশ্বের শেয়ারবাজার চাঙ্গা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাবে বিশ্বের প্রধান প্রধান শেয়ারবাজারে চাঙ্গাভাব ফিরতে দেখা যায়। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এমন আশায় আছেন বেশিরভাগ বিনিয়োগকারী।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন, দেশটির শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই চাঙ্গাভাব দেখা যায়। ওয়ালস্ট্রিটের সূচক ডাওজোন্স ২১৩ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ২৭ হাজার ১৩৯-তে। এছাড়া, এসঅ্যান্ডপি ৫০০ সূচকে ২৬ পয়েন্ট আর নাসডাকে যোগ হয় ৮১ পয়েন্ট।
এশিয়ার পুঁজিবাজারেও সুবাতাস দেখা যায় মার্কিন নির্বাচনের দিন। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৪৩ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ বাড়ে মঙ্গলবার। যা ১৬ জুনের পর সবচেয়ে বড় উত্থান। হংকং শেয়ারবাজার’র হ্যাং সেং সূচকও প্রায় ২ শতাংশ বা ৪শ’৮০ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৯শ’৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিকে, বাইডেনের জয়ের সম্ভাবনাকে সামনে রেখে ইউরোপের পুঁজিবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এ অঞ্চলের জনগণ মনে করছেন, বাইডেন ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও বেগবান করবেন। এসব প্রত্যাশায় ভর করে, মঙ্গলবার প্যান ইউরোপিয়ান স্টক্স সূচক ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। যেখানে গত সপ্তাহে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় সূচকটি।

নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হতে যাচ্ছেন এমনটা ভাবছেন অনেক বিনিয়োগকারী। কেননা মতামত জরিপে বাইডেন এগিয়ে ছিলো ট্রাম্পের চেয়ে। আর বিনিয়োগকারীরা আশা করছেন, বাইডেন নির্বাচিত হলে অবকাঠামোখাতে তার প্রতিশ্রুত বাড়তি প্রণোদনা বরাদ্দ করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে এখন ১৬ কোটি ৭১ লাখ মোবাইল সংযোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এই করোনার মধ্যেও গত তিন মাসে দেশে মোট মোবাইল সংযোগ বেড়েছে। সোমবার প্রকাশিত বিটিআরসির সেপ্টেম্বর পর্যন্ত এক হিসাবে দেখা গেছে, দেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার।

আগস্ট মাসে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার, জুলাইতে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার আর জুনে ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার। তবে সংখ্যাটা মে মাসের চেয়ে কয়েক লাখ কম। কেননা মে মাসে সংযোগ ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/