ফু-ওয়াং সিরামিকের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস্‌ খাতের কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করে আগামী ১৭ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টা ৩০মিনিটে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী গত বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এর আগে কোম্পানিটি এই বোর্ড সভার দিন ঘোষণা করে তা স্থগিত করে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট
  3. স্কয়ার ফার্মা
  4. গ্রামীন ওয়ান : স্কিম টু
  5. ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মি. ফান্ড
  6. এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফান্ড
  7. ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড
  8. এসোসিএটেড অক্সিজেন
  9. এবি ব্যাংক ফার্স্ট মি. ফান্ড
  10. এনএলআই ফাস্ট মি. ফান্ড।

ডিএসইতে লেনদেন ১২০০ কোটি টাকার কাছাকাছি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন ১২০০ কোটির টাকার কাছাকাছি পৌছেছে। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন অনেকটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৯৭ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ৯৮৮ কোটি ৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির। আর দর অপরিবর্তিত আছে ৮৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীন ওয়ান : স্কিম টু, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এসোসিএটেড অক্সিজেন লিমিটেড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও রহিমা ফুড করপোরেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

এস. এস. স্টিলসের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস. স্টিলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১৫ নভেম্বর বিকালে কোম্পানিটির এই বোর্ড সভাটি আহবান করা হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, একই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২০ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই বোর্ড সভাটির পরিবর্তিত দিন ও সময় পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডমিনেজ স্টিলের আইপিও লটারির দিন নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও আবেদন লটারির দিন আগামীকাল সোমাবার নির্ধারণ করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এদিন বেলা ১১ টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল হোটেল কন্টিনেন্টালের ক্রিষ্টাল বলরুমে আইপিও লটারি অনুষ্ঠিত হবে।

চাহিদার চেয়ে আবেদন বেশি জমা পড়ায় লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে। কোম্পানিটির ৩০ কোটি টাকার আইপিও’র বিপরীতে ৫৮১ কোটি ১২ লাখ টাকার আবেদন জমা পড়েছে।

কোম্পানিটির আইপিও আবেদন গত ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়। যা শেষ হয়ে ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টায়।

আইপিও আবেদনকারীরা প্রতি লট শেয়ারের জন্য ৫০০০ টাকা করে জমা দেয়।

ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

কোম্পানিটি আইপিওতে অভিহিত মূল্যে বা ১০ টাকা করে শেয়ার ইস্যুর মাধ্যমে এই ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

কোম্পানিটিকে শেয়ারবাজারে অনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/

ফরচুন সুজের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮১ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.০৮ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১৩.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

হা ওয়েল টেক্সটাইলসের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হা ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৩ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.১১ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৩০.৫২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

হাক্কানী পাল্প ও পেপার মিলসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প ও পেপার মিলস্‌ লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৮২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/