রবির আইপিও আবেদনের সময় বৃদ্ধির তথ্য সঠিক নয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক

টেলিকম অপারেট রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-এর জন্য আবেদনের মেয়াদ আজ সোমবার (২৩ নভেম্বর) শেষ হচ্ছে।

দেশের শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বৃহৎ আইপিও নিয়ে আসতে যাওয়া টেলিকম অপারেটরটির আইপিও সাবসক্রিপশন মেয়াদ বৃদ্ধির কোনো রকমের সম্ভাবনা নেই বলে কম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ সংক্রান্ত গুজবে কান না দেওয়ার জন্য অপারেটর থেকে বলা হয়েছে। একই কথা বলছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাও।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবির আইপিও আবেদন জমা দানের সময়সীমা বাড়ছে এমন একটি গুজব বাজারে ছড়ানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন। রবির আইপিও জমাদানের সময়সীমা পূর্বনির্ধারিত তারিখ অনুসারে আজ ২৩ নভেম্বর শেষ হচ্ছে, এ সময়সীমা আর কোনোভাবেই বাড়বে না।

সাহেদ আলম আরো বলেন, ‘রবির আইপিও আবেদনকে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে তাতে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত। এ জন্য বিনিয়োগকারী, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডার, গণমাধ্যমসহ আইপিও সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই।’

স্টকমার্কেটবিডি.কম/

২০০ কোটি টাকা জিরো কুপন বন্ড ছাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেড ২০০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

এটি হবে একটি নন কনভারটেবল, সম্পূর্ণ রেডিমেবল আন সিকিউরেড জিরো কুপন বন্ড।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির উল্লেখিত এই প্রস্তাবটি সর্বপ্রথম শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

অগ্নি সিস্টেমসের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ৭শতাংশ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

আমান ফিডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭১ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.৮০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসএস