অগ্নি সিস্টেমসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে ‘এএ+’। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেডের (সিআরআইএসএল)।

২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

এসকে ট্রিমসের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৬ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৩২ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১৩.৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

অগ্নি সিস্টেমসের ২% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালনা বোর্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.০৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

এস্কয়ার নীট কম্পোজিট ও হাক্কানি পাল্পের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নীট কম্পোজিট ও হাক্কানি পাল্প লিমিটেডের বোর্ড সভা আজ সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর এই বোর্ড সভায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

এস্কয়ার নীট কম্পোজিট লিমিটেডের বোর্ড সভাটি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে ।

হাক্কানি পাল্প লিমিটেডের বোর্ড সভাটি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

৬৩ কোটি ডলার বিক্রি হয়েছে এক মিনিটে  

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে মানেই হচ্ছে উচ্ছ্বাস আর কেনাকাটার ধুম। প্রতিবছর এই দিনটিতে এই ছাড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে মানুষ। এ বছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনলাইনে কেনাকাটা নতুন রেকর্ড ছুঁয়েছে। ওয়েবসাইট কেনাকাটাবিষয়ক গবেষণা সংস্থা অ্যাডব অ্যানালেটিকসের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেড়েছে ২২ শতাংশ। মূলত কোভিড–১৯–এর কারণে বেশি মানুষ ঘরে বসেই কেনাকাটা পছন্দ করছে।

অ্যাডব জানিয়েছে, থ্যাংকস গিভিংয়ের পরদিন গ্রাহকেরা অনলাইনে ৯ বিলিয়ন ডলারের কেনাকাটা করেছেন। যার মাধ্যমে এ বছরের ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অনলাইন কেনাকাটা দিবসে পরিণত হয়েছে।

ব্ল্যাক ফ্রাইডে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। এটা নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকস গিভিংয়ের পরদিন। এর নামকরণের পেছনে অনেক গল্প রয়েছে। কেউ কেউ মনে করেন, ১৮৬৯ সালের দিকে আমেরিকায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছিল। সেই সময় মন্দা থেকে উত্তরণের জন্য একটি বিশেষ দিবসের কথা ভেবেছিলেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন

ওই বছরের ২৪ সেপ্টেম্বর তাঁরা পণ্যে বিশেষ ছাড় দেন। ওই ছাড়ে তাঁদের অনেক লস হয়। পরে দিনটি ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিতি লাভ করে। এ ছাড়া থ্যাংকস গিভিং ও ব্ল্যাক ফ্রাইডের পর প্রথম সোমবার সাইবার মানডে হিসেবে পালিত হয়। ধারণা করা হচ্ছে এ বছর ‘সাইবার মানডে’ সর্বকালের বৃহত্তম ডিজিটাল বিক্রয় দিবসে পরিণত হবে। এ বছর আগের তুলনায় ১৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ বিক্রি বাড়বে।

অ্যাডব জানায়, এ বছর ব্ল্যাক ফ্রাইডের দিন অনলাইনে ফোন, স্মাট ডিভাইস, টিভি কেনার পাশাপাশি নিত্য পণ্যও ব্যাপক কিনেছে মানুষ। ওই দিন প্রতি মিনিটে অনলাইনে ৬৩ কোটি ডলারের বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৩৪২ কোটি টাকার সমান। সেই হিসাবে গড়ে একজন ব্যক্তি প্রতি মিনিটে ২৭ দশমিক ৫০ ডলার ব্যয় করেছেন। সবচেয়ে বেশি হয়েছে স্মার্টফোন বিক্রি। গত বছরের তুলনায় বেড়েছে ২৫ দশমিক ৩ শতাংশ। ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের ফোন বিক্রি হয়েছে, যা এই ই–কমার্স কেনাকাটার ৪০ শতাংশ।

সূত্র: প্রথমআলো
স্টকমার্কেটবিডি .কম/

আইপিও নিয়ে গণশুনানি : হাউজের কোটা কমানোর দাবি বিনিয়োগকারীদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে গণশুনানির আয়োজন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই শুনানিতে ব্রোকার হাউজদের জন্য বরাদ্দ আইপিও কোটা কমানোর দাবি জানিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীদের দাবি, আইপিওতে প্রতিষ্ঠান বা ব্রোকার হাউজদের জন্য কোটা অনেক বেশি। এজন্য সাধারণ বিনিয়োগকারী আইপিও শেয়ার পাচ্ছে না। এ অবস্থা শেয়ারবাজারের জন্য হুমকি হতে পারে। এজন্য এই কোটা কমিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কোটা কমানো হোক।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়ালি গণশুনানি শুরু হয়ে শেষ হবে। এই শুনানীতে কি চাওয়া জানতে চাইলে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন বলেন, চলমান আইপিও আইনে প্রচলিত বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং পদ্ধতি বাতিল করা উচিত। বিডিংয়ে আমরা ইস্যুয়ার ও ইস্যু ম্যানেজারদের কারসাজির অভিযোগ পাচ্ছি। তাই আগের নিয়মে বিএসইসি নির্ধারিত প্রিমিয়ামে কোম্পানিগুলোকে আইপিও অনুমোদন দেওয়া হোক।

তিনি বলেন, প্রতিষ্ঠান বা ব্রোকার হাউজগুলো কোটার মাধ্যমে আইপিও শেয়ারের সিংহভাগ নিয়ে যাচ্ছে। এই কোটা কমিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়ানো উচিত।

এবিষযে একাধিক বিনিয়োগকারী সিদ্দিকুর রহমান প্রিন্স স্টকমার্কেটবিডিকে বলেন, আইপিওতে হাউজগুলোর কোটা নিয়ে আমরা অসহায়ের মধ্যে পড়েছি। লটারিতে আইপিও শেয়ার না পেয়ে অনেকেই বিও হিসাব বন্ধ করে দিয়েছে। আগের নিয়মে আমরা যে হারে আইপিও পেতাম তা এখন অনেক কমে গেছে। অনেকে আইপিও বিওগুলো বন্ধ করে সেকেন্ডারি বাজারে ব্যবসা করছে।

এসময়ে একাধিক বিনিয়োগকারী চলমান বুক বিল্ডিং পদ্ধতির পরিবর্তন দাবি করেন। তারা বলেন, আমরা সাধারণ বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ে বিডিং চাই না। শেয়ারবাজার থেকে এই বুক বিল্ডিংয়ের বিডিং নিয়ম তুলে দিয়ে আগের নিয়মেই আইপিও চালু রাখা হোক।

আগামীকাল বেলা পাঁচটায় গণশুনানির উদ্বোধন করবেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন কমিশনার আব্দুল হালিম।

উল্লেখ্য, বর্তমান আইনে আইপিও কোম্পানির টাকা ব্রোকার হাউজে জমা দেওয়া নিয়েও অনেক বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কারসাজি করছে কিনা সেটাও পর্যবেক্ষণ করছে খোদ বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

২৩ কোটি টাকার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৪ লাখ ৪৪ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এসকে ট্রিমস ২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স, বিডি থাই, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, হাক্কানি পাল্প, আইএফআইসি, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল টিউবস, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সায়হাম কটন ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের ইজিএম ২৩ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন, সময় ও ভেনু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে কোম্পানি দুটির ইজিএম অনুষ্ঠিত হবে।

ওরিয়ন ইনফিউশনের সভাটি বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। আর ওরিয়ন ফার্মার সভাটি বিকাল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

আগামী ১৭ ডিসেম্বর কোম্পানির দুইটি ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এ ইজিএমে কোম্পানি দুটি গত সমাপ্ত হিসাব বছরের লেনদেনের তথ্য শেয়ারহোল্ডারদের নিকট হতে অনুমোদন নিবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) গণভবন থেকে ভার্চ্যুয়ালি নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, হাবিবে মিল্লাত এমপি, ডা. আব্দুল আজিজি এমপি, মমিন মন্ডল এমপি, তানভীর ইমাম এমপি ও রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস