বুধবার শেয়ারবাজার বন্ধ থাকবে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

দেশের উভয় শেয়ারবাজার আগামী বুধবার (১৬ ডিসেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি। আর এজন্য সেদিন দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকবে।

এরপরের দিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে শেয়ারবাজারে লেনদেন যথাযথ সময় অনুযায়ী চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

মোবাইল ব্যাংকিংয়ে দিনে সাড়ে ৯৩ লাখ লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ব্যাংকের লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা থেকে মুক্তি পেতে ব্যবহার হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ফলে সাপ্তাহিক ছুটিসহ দিনের যে কোনো সময় লেনদেন করতে পারছেন গ্রাহকরা। জনপ্রিয়তা বাড়ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস)। বাড়ছে লেনদেনও।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, দেশের ১৫টি ব্যাংকে বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। অক্টোবর শেষে নিবন্ধিত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২৮ হাজার ৬৭৭টি, যা গত সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। ওই মাসে নিবন্ধিত এজেন্টের সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার ৫৫টি। তবে সক্রিয় হিসাবধারী ব্যক্তির সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৯ শতাংশ। অক্টোবর পর্যন্ত সক্রিয় হিসাবধারী ছিলেন ৩৩২ কোটি ৯৩ লাখ, সেপ্টেম্বরে ৪১০ কোটি ৩৫ লাখ।

অক্টোবরে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৮ হাজার ৪২৩ বার। টাকার পরিমাণ ছিল ৫৩ হাজার ২৫৪ কোটি ৮৪ লাখ। সেপ্টেম্বরে লেনদেন হয় ৪৯ হাজার ১২১ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ অক্টোবরে লেনদেন বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ।

এ ছাড়া অক্টোবরে গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৯৩ লাখ ৬০ হাজার ৬৫৮ বার। লেনদেন হয় ১ হাজার ৭১৮ কোটি টাকা। সেপ্টেম্বরে প্রতিদিন লেনদেন হয় ১ হাজার ৬৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসেবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রায় ৫ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

অক্টোবরে মোবাইলের মাধ্যমে রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে ১১৫ কোটি ১৬ লাখ টাকা, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ১০ লাখ টাকা।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বেড়েছে ক্যাশ ইন ও ক্যাশ আউট। এ সময় ক্যাশ ইন হয়েছিল ১৫ হাজার ৮৭৬ কোটি ৫১ লাখ এবং ক্যাশ আউট হয়েছে ১৪ হাজার ৬৫৭ কোটি ৬৮ লাখ টাকা। সেপ্টেম্বরে ক্যাশ ইন হয়েছিল ১৪ হাজার ৭২৩ কোটি ৩৪ লাখ এবং ক্যাশ আউট হয়েছিল ১৩ হাজার ৮৯৫ কোটি ৭৯ লাখ টাকা।

অক্টোবরে ব্যক্তি থেকে ব্যক্তিতে লেনদেন বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। লেনদেন হয়েছে ১৬ হাজার ৫৬৬ কোটি ৫০ লাখ টাকা, যা সেপ্টেম্বরে হয়েছিল ১৪ হাজার ৮৫৭ কোটি টাকা। সেপ্টেম্বর থেকে অক্টোবরে বেতন কমেছে এক দশমিক ৯ শতাংশ এবং ইউটিলিটি কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

বঙ্গজ লিমিটেডের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে “বিবিবি +”। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল)।

২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এম

৪ কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি লেনদেন বন্ধ থাকবে আগামীকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর)। কোম্পানিগুলো হলো- জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ও এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার এসব কোম্পানি চারটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট। এই রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত রাখবে এই চার কোম্পানি।

এর পরের দিন বৃহস্পতিবার থেকে এসব কোম্পানিগুলোর স্বাভাবিক লেনদেন হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এম

২ কোম্পানির লেনদেন চালু আগামীকাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল (১৫ ডিসেম্বর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

আজ সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

পদ্মা অয়েলের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টা ৩০ মিনিট রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

 

পদ্মা অয়েলের বাৎসরিক বোর্ড সভা ২৪ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টা ৩০ মিনিট কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু ১২ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে । এই আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত জমা নেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আগ্রহী বিনিয়োকারীদের প্রতিটি আবেদনের সাথে ১০ টাকা দরে এক লট (৫০০টি) শেয়ারের জন্য ৫ হাজার করে জমা দিতে হবে।

এর আগে ২১ অক্টোবর কমিশনের ৭৪৫তম নিয়মিত সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, ই-জেনারেশন লিমিটেডকে শেয়ারবাজারে ১.৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বাণিজ্যিক স্পেস ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথ কেয়ার ফ্লাটফর্ম তৈরি এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জু ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৫৬ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড