এক্সিম ব্যাংক ৫০০ কোটি টাকা বন্ড ছাড়বে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এক্সিম ব্যাংকের পরিচালনা বোর্ড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার মুধারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মেয়াদ হবে ৭ বছর।

ব্যাংকটি ব্যাসেল-৩ ফ্রেমওয়ার্কের আওতায় টায়ার-২ মূলধন বাড়ানোর লক্ষ্যে বন্ড ছাড়াবে।

বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর ব্যাংকটি বন্ড ছাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এজিএমের সময় ও ভেন্যু পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৪১তম এই এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমটি অনলাইনে এই লিংকে http://agm.olympicbd.com দেখতে পাবেন শেয়ারহোল্ডাররা।

পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় ও ভেন্যু অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি ওইদিন সকাল ১০টা ৩০ মিনিটে এজিএমের ঘোষণা দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফ্যামিলিটেক্সের এজিএমের ভেন্যু পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ১৪তম এজিএমটি আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এই এজিএমটি অনলাইনে এই লিংকে http://www.digitalagmbd.net/familytex2020. দেখতে পাবেন শেয়ারহোল্ডাররা।

এর আগে কোম্পানিটি চট্টগ্রামের এয়ার পোর্ট রোডে অবস্তিত রেশমি কমিউনিটি সেন্টারে আহবান করা হয়েছে।

গত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/