সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৪.৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৮০ কোটি ২০ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর বেড়েছে ৩৩.২১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮২ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে শাইনপুকুর সিরামিকস দর বেড়েছে ৩১.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ১৩ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের ২০.১২ শতাংশ, ইফাদ অটোসের ১৯.৭২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১৬.৮৭ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১৬.৬৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ১৬.৬৩ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ১৬.০৮ শতাংশ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ১৫.৫৪ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিএসআরএম স্টিলসের ১৮তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:
বিএসআরএম স্টিলস লিমিটেডের ১৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
বৃস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলী হোসাইন আকবরআলী এফসিএ উক্ত সভায় সভাপতিত্ব করেন। তিনি সভায় সকল শেয়ারহোল্ডারগণকে স্বাগত জানান এবং  কোম্পানির পরিচালনা এবং আর্থিক কার্যক্রম তুলে ধরেন।

তিনি জানান, মহামারীর কারণে কোম্পানি এ বছর আশানুরুপ মুনাফা অর্জন করতে পারেনি, তারপরও কোম্পানির সুষ্ঠ আর্থিক ব্যবস্থাপনার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তিনি মহামারী মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমুহের প্রশংসা করেন। সভায় কোম্পানির ২০১৯-২০ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২০-২১ অর্থবছরের জন্য কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন পরিচালকমন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানীর ১৫ শতাংশ নগদ ল্ভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা জানান।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমন্ডলী, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মে যোগদান করেন।

স্টকমার্কেটবিডি.কম

সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে ৮৮৪৭ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৮৮৪৭ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫৬২৩ কোটি ৭৫ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ৩৬৫৯ কোটি ৮২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫৩.৬৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১১২৪ কোটি ৭৫ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২২.৯৩ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯১৪ কোটি ৯৫ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭৮.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৩.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৮৮৪৭ কোটি টাকা বা ২.১২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশ রি-রোলিং মিলসের এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী। সভায় আলী হোসাইন আকবর আলী সব শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং কোম্পানির পরিচালনা ও আর্থিক কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, করোনা মহামারির কারণে কোম্পানি এ বছর আশানুরূপ মুনাফা অর্জন করতে পারেনি। তারপরও কোম্পানির সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

আলী হোসাইন আকবর আলী করোনা মহামারি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমুহের প্রশংসা করেন।

সভায় কোম্পানির ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২০-২১ অর্থবছরের জন্য কোম্পানির পরিচালক ও নিরীক্ষক নিয়োগ করেন।

অনুষ্ঠানে কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন পরিচালকমণ্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা পুনঃব্যক্ত করেন। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমণ্ডলী, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম