বেক্সিমকোর বোর্ড সভা ২৪ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

সুহৃদ ইন্ডাস্ট্রিজকে এজিএমের অনুমতি দিল হাইকোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি দিয়েছে হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট কোম্পানির ২০২০ সালের এজিএমের অনুমতি দিয়েছে।

গত বছরের ১০ জানুয়ারি জারি করা বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটিকে আগামী ২৮ জানুয়ারির আগেই এফিডেভিট ফাইল দাখিল করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিঙ্গার বিডির বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রথম ঘন্টায় ডিএসইতে ৮৭৭ কোটি টাকা লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১ টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ডিএসইতে ৮৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। আর দর কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৬৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩
২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫০ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ৮৭৭ কোটি ৩২ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ১৪৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৭৪ পয়েন্টে। আর এসময় ৩৬ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রহিম টেক্সটাইলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের রহিম টেক্সটাইল লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ-’ । আর একই সময়ে স্বল্পমেয়াদী ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দেশবন্ধু পলিমারের ঋণমান প্রকাশ

স্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের দেশবন্ধু পলিমার লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ-’ । আর একই সময়ে স্বল্পমেয়াদী ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ই-জেনারেশনের আইপিও আবেদন শেষ হবে আগামীকাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা শেষ হবে আগামীকাল সোমবার। এই আবেদন গত ১২ জানুয়ারি হতে জমা নেওয়া শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আগ্রহী বিনিয়োকারীদের প্রতিটি আবেদনের সাথে ১০ টাকা দরে এক লট (৫০০টি) শেয়ারের জন্য ৫ হাজার করে জমা দিতে হবে।

এর আগে ২১ অক্টোবর কমিশনের ৭৪৫তম নিয়মিত সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, ই-জেনারেশন লিমিটেডকে শেয়ারবাজারে ১.৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বাণিজ্যিক স্পেস ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথ কেয়ার ফ্লাটফর্ম তৈরি এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জু ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৫৬ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সোনারগাঁ টেক্সটাইলের বোর্ড সভা ৩১ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

নিউ লাইন ক্লোথিংসের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪৭ পয়সা।

চলতি বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮৯ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৭৭ টাকা। যা গত ২০২০ সালের ৩০ জুনে ছিল ২৩.৮৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/