শান্তা আমানাহ শরিয়াহ ফান্ডের ১২% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২০ অর্থবছরে শান্তা আমানাহ শরিয়াহ ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি, ২০২১) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ২৩ পয়সা।

রিসার্চ ও ফান্ড ম্যানেজমেন্টে দক্ষতার প্রতিফলন দেখা যায় ফান্ডটির ২০২০ হিসাব বছরের পারফরম্যান্সে। ২০২০ হিসাব বছরে ফান্ডটি বিনিয়োগকারিদের জন্যে মোট ২৪.৬% মুনাফা প্রদান করেছে। উল্লেখ্য ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয় । শুরু থেকে ২৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত ফান্ডটির এনএভি বেড়েছে ৩৩ দশমিক ১ শতাংশ, অপরদিকে আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর শরিয়াহ ভিত্তিক সূচক, ডিএসইএস বৃদ্ধি পেয়েছে মাত্র ০.৩ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “গবেষণা এবং শৃঙ্খলাই মূলত আমাদের ভাল পারফরম্যান্সের মূল চাবিকাঠি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড-এর মাধ্যমে ভালো রিটার্ন দেয়ার। তিনি আরও বলেন যে সাধারণ বিনিয়োগকারীদের উপযুক্ত বিনিয়োগের মাধ্যম হিসাবে অন্যান্য দেশের মত ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড জনপ্রিয় করার জন্য শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কঠোরভাবে কাজ করে যাচ্ছে।“

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মাত্র ২৩ বছর বয়সে মারা গেলেন ওয়ালটনের পরিচালক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল (২৩) ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল (২৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ‌্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়ারে শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদরের গোসাই জোয়ার‌ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।

তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহবুব আলম মৃদুল মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৪১ কোটি ৪৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি কোম্পানিটির ১৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৫১৭টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ২৬ লাখ ৮ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩৩ কোটি ২৪ লাখ টাকা।

সামিট পাওয়ার লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫১ কোটি ৫০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্সের ৩৯৩ কোটি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ৩৬০ কোটি, সিটি ব্যাংকের ২২৮ কোটি, লাফার্জহোলসিম বাংলাদেশের ১৯৬ কোটি, আইএফআইসি ব্যাংকের ১৮১ কোটি, ন্যাশনাল ব্যাংকের ১৩৭ কোটি ও বিডি ফাইন্যান্স লিমিটেডের ১২৬ কোটি টাকার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

৫ দিনে ডিএসইতে মূলধন কমেছে ৯ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৯ হাজার কোটি টাকা কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় লেনদেন ও সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৭৮২৪ কোটি ৪৭ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৯৩৪৩ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৬.২৫ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১৫৬৪ কোটি ৯৭ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৬.২৫ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৮৬৮ কোটি ৬৫ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৮.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৮.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৯৪ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৯ হাজার ৪২০ কোটি টাকা বা ১.৮৮ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ