একনেকে ১১ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, এই ৮টি (নতুন ও সংশোধীত) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৫ হাজার ১৪০ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ১৮ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প সাহায‌্য ৬ হাজার ১৬৫ কোটি ৮২ লাখ টাকা।

আজকের একনেক সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. মীর আকতার হোসেন
  3. রবি আজিয়াটা
  4. বিএটিবিসি
  5. বেক্সিমকো ফার্মা
  6. লংকা বাংলা ফাইন্যান্স
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
  9. সামিট পাওয়ার
  10. স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

তসরিফা ইন্ডাস্ট্রিজের ২০১৯ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে সিআরআইএসএল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এ+’ ও স্বল্পমেয়াদি এসটি-৩ এসেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লক মার্কেটে ৭৯ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭২ লাখ ২ হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৯ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

গ্রামীণফোন ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লাফার্জহোলসিম ১৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, আর্গন ডেনিমস, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বিডি থাই, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, এনার্জি প্যাক পাওয়ার, জেনেক্স ইনফোসিস, লিন্ডেবিডি, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ফিড মিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, রবি, সায়হাম কটন, সিলভা ফার্মা, এসকে ট্রিমস ও সামিট পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এ

দিনশেষে উত্থানে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ৯০ কোটি ৪৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৭০২ কোটি ৯৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, মীর আকতার হোসেন, রবি আজিয়াটা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বিডি, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, সামিট পাওয়ার ও স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ১৮০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এ

গ্রীন-ডেল্টা ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ১৪ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন-ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা ৪ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ শিপিংয়ের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ ফেব্রয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩৫ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

দ্যা পেনিনসুলার পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদণা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের দুইজন উদ্যোক্তা দেড় লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মাহবুবুর রহমান নামে এক উদ্যোক্তা পরিচালক দেড় লাখ শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

উনারা এই ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রাইম ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ১০ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা সাড়ে ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে। আগ্রহী বিনিয়োগকারীরা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইপিও আবেদন জমা দিতে পারবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও আবেদনের সাথে এক লটের জন্য ৫০০ শেয়ারের দাম ৫০০০ টাকা করে জমা দিবে আবেদনকারীরা।

গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই আইপিও অনুমোদন দেওয়া হয়।

এনআরবিসি ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ১২ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

ব্যাংক এই আইপিও অর্থের সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আর গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/