1. বেক্সিমকো লিমিটেড
  2. বিএটিবিসি
  3. রবি আজিয়াটা
  4. লংকা বাংলা ফাইন্যান্স
  5. বেক্সিমকো ফার্মা
  6. সামিট পাওয়ার
  7. স্কয়ার ফার্মা
  8. এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
  9. গ্রামীণফোন লিমিটেড
  10. লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

সূচকের বড় উত্থান হলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক অনেকটাই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৪৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ৭৯৪ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির। আর দর অপরিবর্তিত আছে ১১৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, গ্রামীণফোন লিমিটেড ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এএফডি থেকে ১৫ কোটি ইউরো ঋণ চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থ লেনদেন আধুনিকায়ন প্রকল্প (ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন প্রজেক্ট) বাস্তবায়নে ফ্রান্সের সংস্থা এজেন্সি ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট (এএফডি) থেকে ১৫ কোটি ইউরো ঋণ নিচ্ছে সরকার।

এ বিষয়ে মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এএফডির মধ্যে অর্থায়ন সুবিধা চুক্তি হয়েছে। চুক্তিতে সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এএফডির কান্ট্রি ডিরেক্টর বেনোইট চ্যাসাট স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী সরকার ২০ বছরে পরিশোধের সময় ধরে ঋণটি নিচ্ছে। এর মধ্যে সাত বছর গ্রেস পিরিয়ড। এই ঋণে ৬ মাসের ইউরোবোরের (ইউরো অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃব্যাংক অফার রেট) সঙ্গে ৫১ বিপি (প্রায় দশমিক ৫০ শতাংশ) যোগ করে সুদহার নির্ধারণ করা হয়েছে। এই ঋণ অর্থ লেনদেন আধুনিকায়ন প্রকল্পে বিশ্বব্যাংক যে ঋণ দিয়েছে তার অতিরিক্ত। এ প্রকল্পের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের নগদ অর্থ দেওয়া সহজ করা হবে। সমাজসেবা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ফ্রান্স সরকারের এই উন্নয়ন সংস্থা ২০১২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে। পানি ও পয়ঃনিস্কাশন, গণপরিবহন, নগর সেবা, বিদ্যুৎ ও সবুজ জ্বালানি এবং করপোরেট ও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি উন্নয়নে কাজ করছে সংস্থাটি। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশে ৫৮ কোটি ৯৩ লাখ ইউরো অর্থায়ন করেছে, এর মধ্যে ৭৩ লাখ ইউরো অনুদান।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৬২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, দর কমেছে ৬৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭০ কোটি ১১ লাখ ০৭ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮১৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, দর কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

প্রভাতী ইন্স্যুরেন্স ফ্লোর স্পেস কিনবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড ঢাকার মতিঝিরে একটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

মতিঝিলের ৯৪ নম্বর ভবনে অবস্থিত ১৪৯৭ স্কয়ার ফুটের কার পার্কিংসহ ফ্লোরের দাম পড়বে ২ কোটি ২৬ লাখ টাকা।

এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে বিমাটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/এম

আরএকে সিরামিক্সের নগদ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের আরএকে সিরামিক্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬.৪১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/