প্রভিডেন্ট ফান্ডের অর্থের লভ্যাংশকে ‘প্রফিট’ বলার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রভিডেন্ট ফান্ডে রাখা অর্থের লভ্যাংশকে ‘ইন্টারেস্ট’ না বলে ‘প্রফিট’ বলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারে জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মানবসম্পদ বিভাগ-১ এর মহাব্যবস্থাপক কাজী আকতারুল স্বাক্ষরিত সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের সব অফিস ও বিভাগে পাঠিয়ে অবিলম্বে তা কার্যকর করতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের গত ৬ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ ব্যাংক জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস, ১৯৮৩ ও বাংলাদেশ ব্যাংক অ্যামপ্লো প্রভিডেন্ট ফান্ড রেগুলারেশন, ১৯৫৬-এ উল্লিখিত ‘ইন্টারেস্ট’ শব্দটি ‘প্রফিট’ শব্দ দ্বারা প্রতিস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই সঙ্গে উল্লিখিত দুটি বিধান সম্পর্কিত সব ফরম ও তহবিল সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে ‘সুদ’ শব্দটি ‘মুনাফা’ শব্দ দ্বারা প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র জারি করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/

হাক্কানী পাল্পের পরিচালকের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রিন্টিং শিল্প খাতের হাক্কানী পাল্পের উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ১০ লাখ ৬৬ হাজার শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ৫ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার স্ত্রী মমতাজ বেগমকে ।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে স্ত্রীকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইনডেক্স এগ্রোর আইপিও আবেদন শুরু ২২ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনডেক্স এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এই আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটিকে ৫০ কোটি টাকার আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৩ ডিসেম্বর বিএসইসির ৭৫৪তম কমিশন সভায় এই আইপিওটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এর পর কোম্পানিটির কাট অফ প্রাইস ৬২ টাকা নির্ধারণের অনুমোদন দেয় বিএসইসি। সাধারণ বিনিয়োগকারী কাট অফ প্রাইসের ২০ শতাংশ কম দরে আইপিও শেয়ার কিনতে পারবেন।

গত ১ নভেম্বর বেলা ৫ টায় ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই বিডিং শুরু হয়। পরবর্তী ৩ দিন এই বিডিং চলে। বিডিং শেষ হয় ৪ নভেম্বর বেলা ৫টায়। বিডিং অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সুবিধাজনক দরে ক্রয় প্রস্তাব করে।

গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৭৩৯ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র মতে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫ টাকা ৩ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪ টাকা ২ পয়সা দেখিয়েছে। আর এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৭ পয়সা হয়েছে।

আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার সিমেন্টের উদ্দ্যোক্তা শেয়ার হস্তান্থর করবেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের উদ্দ্যোক্তা শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্দ্যোক্তা জহুর আহমেদ ২ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ১৫ লাখ শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ২ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার পুত্র মোহাম্মদ নিজাম উদ্দিন চিশতিকে ।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে ছেলেকে হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রীণ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীণ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২৪.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.১৬ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৮.৯৫ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/

বিচ হ্যাচারির ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (সেপ্টেম্বর-ডিসেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২৪ পয়সা। এহিসাবে এই প্রান্তিকে কোম্পানিটির লোকসান কমেছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.১১ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৯.৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ