ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯০.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৪ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির। আর দর অপরিবর্তিত আছে ১০১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বিএটিবিসি, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন লিমিটেড ও বীকন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ই জেনারেশনের লেনদেন শুরু আগামীকাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের লেনদেন আগামীকাল ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “EGEN”। আর কোম্পানি কোড হবে ২২৬৫২।

গত মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটির লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিলিভার কনজিউমারের বোর্ড সভা ২৮ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫ টায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আল-হাজ টেক্সটাইল বি ক্যাটাগরিতে লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আল-হাজ টেক্সটাইল লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ২২ ফেব্রুয়ারি থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি