বিজিএমইর নির্বাচন রবিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম—দুই অঞ্চলে অতীতের মতো একই দিনে আলাদা ভোটগ্রহণ হবে। এবার ঢাকার ভোটারদের ভোটগ্রহণ হবে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে। আর চট্টগ্রামের ভোটগ্রহণ হবে দক্ষিণ খুলশির ঝাউতলা রোডের আঞ্চলিক অফিসে।

কোনো অভিযোগ থাকলে ভোটগ্রহণের তিন দিনের মধ্যে অর্থাৎ ৭ এপ্রিলের মধ্যে আপিল করতে হবে। ৪ এপ্রিল নির্বাচনের পর অনানুষ্ঠানিক ফল ঘোষণা হলেও চূড়ান্ত ফল ঘোষণা হবে ১০ এপ্রিল। নতুন পরিচালনা পর্ষদ গঠন হবে ১৯ এপ্রিল আর দায়িত্বভার হস্তান্তর ২০ এপ্রিল।

৩৫ জন পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারি। আর মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা ছিল মার্চের ৪ তারিখের মধ্যে।

দুই বছরের জন্য সংগঠনের কমিটি নির্বাচিত হয়। অতীতে বিজিএমইএর নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করলেও গত দুইটি কমিটি উভয় পক্ষের সমঝোতায় হয়েছে। তবে সর্বশেষ গত নির্বাচনে এই সমঝোতার বিরোধিতা করে স্বাধীনতা পরিষদ নামে একটি প্যানেল তৈরি হয়। তারা ভোটে নামার পর নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে এবারও সমঝোতায় কমিটি গঠনে ফোরাম আগ্রহ প্রকাশ করলেও সম্মিলিত পরিষদ নির্বাচনের পক্ষে অবস্থায় নেয়। ইতিমধ্যে সম্মিলিত পরিষদের পক্ষে বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দলনেতা হিসেবে নাম ঘোষণা করা হয়। ফোরাম প্যানেলের পক্ষে এখনো কারো নাম শোনা যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান হলেন আরিফ খান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শান্তা গ্রুপে অংশীদারিত্বের ভিত্তিতে শেয়ারবাজারের নতুন প্রজন্মের কোম্পানি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন আরিফ খান।

নতুন দায়িত্ব নিয়ে আরিফ খান বলেন, “আমাদের সম্ভাবনাময় মূলধন বাজার জাতীয় উন্নয়নের একটি বড় উদ্যোগ এবং যা বর্ধমান মধ্যবিত্তদের বিকল্প বিনিয়োগের বাহন। এই দৃষ্টিভঙ্গির উপর বিশ্বাস রেখে, অতীত অভিজ্ঞা, দক্ষতা এবং সততার মাধ্যমে উচ্চমানের মূলধন বাজার সম্পর্কিত পরিষেবা দেয়ার জন্য শান্তা ক্যাপিটাল মার্কেট ব্যবসায়গুলির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে যুক্ত হয়েছি।”

এর আগে দেশের অন্যতম সেরা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন আরিফ খান। এছাড়াও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতির দায়িত্বেও পালন করেছেন সফল এই ব্যবস্থাপক।

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ২০১৬ সালের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে কমিশনার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফিশারিজ এবং জেনিথ ইনভেস্টমেন্ট, আইডিএলসি ফাইন্যান্সে কাজ করেছেন। ৩০ বছরের কর্মজীবনে তিনি ২০ বছরই কাটিয়েছেন আইডিএলসিতে।

আরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেন। পরে আইবিএ থেকে এমবিএ করেন।

১৯৯১ সালে এবি ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।

স্টকমার্কেটবিডি.কম/

৪ দিনে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪,৭১৪ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৪,৭১৪ কোটি টাকা কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৩ হাজার ৮ কোটি ৮৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩২.৫৭ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৫০৭ কোটি ২০ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৫.৭১ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৬ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৭.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৮৩ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৫.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৪,৭১৪ কোটি টাকা বা ১.০২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা