বিনিয়োগকারীদের ডিজিটাল প্লাটফর্মে লেনদেন করার অনুরোধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সকল ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ডিজিটাল প্লাটফর্মে লেনদেন করার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)৷

গতকাল শনিবার রাত ৯টায় ডিএসইর উপ মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান এই প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান।

সাম্প্রতিক সময়ে করোনা মহামারি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার জনস্বার্থে সারাদেশে লকডাউন ঘোষনা করে৷ লকডাউন চলাকালীন সময়ে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)৷

বিএসইসির এই সিদ্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন ডিএসইর পরিচালনা পর্ষদ৷ গতকাল (৩ এপ্রিল ২০২১ তারিখ) ডিএসইর পরিচালনা বোর্ড জরুরী এক সভায় এই সিদ্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানানো হয়৷ একই সভায় চলমান প্রি-ওপেনিং সেশন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়৷ যা আগামীকাল ৪ এপ্রিল ২০২১ থেকে কার্যকর হবে৷

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/রিমা

 

 

 

 

ডেল্টা স্পিনার্সের অন্তবর্তীকালীন লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড গত তিন বছরের অর্থাৎ ২০১৮,২০১৯ ও ২০২০ সমাপ্ত হিসাব বছরের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/