রেকর্ড ডেটের পর ২ কোম্পানির লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রেকর্ড ডেটের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লেনদেন চালু হবে আগামীকাল মঙ্গলবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিগুলোর রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ ছিল। এর আগে ১৮ এপ্রিল এই দুই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

যমুনা ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ২০ এপ্রিল, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ব্যাংকটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে ব্যাংকটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ২১ এপ্রিল, বুধবার থেকে ব্যাংকের শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

 

বাজেটে ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতিফলন থাকবে : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতিফলন আগামী বাজেটে থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি আরো বলেন, গত বছরও ব্যবসাবান্ধব বাজেট করেছি।এবারো তার প্রতিফলন দেখতে পাবেন। আপনাদের আরো শক্তিশালী হয়ে এগুতে হবে।

জাতীয় বাজেট উপস্থাপনের আগে এনবিআর ও এফবিসিসিআই প্রতিবছর পরামর্শক সভার আয়োজন করে। এবার কোভিড পরিস্থিতির কারণে পরামর্শক কমিটির সভা ভার্চুয়্যাল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আপনাদের কোন প্রস্তাব অযৌক্তিক নয়।

অর্থমন্ত্রী করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতির মধ্যেও ব্যবসা চালিয়ে নেয়া ও রাজস্ব প্রদান করায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে আয়কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়া বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারাও তাদের প্রস্তাব তুলে ধরেন।

আগামী জুনের শুরুতে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করবে সরকার। বাজেটের আগে ইতিমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শমূলক আলোচনা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে প্রাকবাজেট সভা শেষ হলো।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিডিসি ফাইন্যান্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা ২২ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

আইসিবির ৩য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পুন:নির্ধারন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি গত ১৫ এপ্রিল,২০২১ এ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভাটি স্থগিত করা হয়েছিল। বোর্ড সভাটি পুনঃনির্ধারিত করা হয়েছে।

এছাড়া সেদিন সকাল ১১:৩০টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০৪৫ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ২৭৩ কোটি ৪৮ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪২.৪৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৬ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৪৯টি শেয়ারের মধ্যে ৭০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৯টি কোম্পানির দর, আর ৩০টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

এবি ব্যাংকের বোর্ড সভা আহবান ২৭ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১:৩০টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩১ ডিসেম্বর হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইসলামী ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০টায় রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩১ ডিসেম্বর হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

ইসলামী ব্যাংকের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩০টায় রাজধানীর দিলকুশায় অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা