সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৯.৫৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ৫৫ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২৭.৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ৩৫ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১৭ লাখ টাকা ছিল।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২৬.৮৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ১১ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩৯ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির ২৫.৫৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২২.৭৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির ২০.৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২০.৪৭ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১৮.৩০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির ১৭.৮৭ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬.৪৮ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৫১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮১ কোটি ৯৩ লাখ টাকার।

বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৮১ কোটি ৮৪ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মার ১৬৯ কোটি ৭৭ লাখ, বিএটিবিসির ১৪৪ কোটি ৪৩ লাখ, রবি আজিয়াটার ১৪৩ কোটি ৭২ লাখ, লাফার্জহোলসিম বিডির ১২১ কোটি ১ লাখ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানির ৯৯ কোটি ১৬ লাখ, সামিট পাওয়ারের ৫৬ কোটি ৪০ লাখ ও অগ্রণী ইন্সুরেন্স কোম্পানির ৫৫ কোটি ১৬ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

৫ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫,৫৬২ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৫,৫৬২ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১১০.৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৮৫১ কোটি ৯৭ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৮.৭৭ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ৮০ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬০.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৮৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৮.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৩৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৫,৫৬২ কোটি টাকা বা ১.২০ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইবনে সিনা ফার্মার ৩য় প্রান্তিকের বোর্ড সভা দুপুরে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ১২টায় রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক ও প্রথম প্রান্তিকের বোর্ড সভা আজ ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা সকাল ১১:৩০টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে বিমাটির চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভাটিও অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা