খুলনা প্রিন্টিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের প্রতিষ্ঠান লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ জুন আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

রেকর্ড ডেটের পর ২ ব্যাংকের লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রেকর্ড ডেটের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের লেনদেন চালু হবে আগামী রবিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হচ্ছে- সাউথইষ্ট ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, ব্যাংকগুলোর রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ ছিল। এর আগে ২ জুন এই দুই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

৩ ব্যাংকের লেনদেন বন্ধ রবিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের শেয়ার লেনদেন আগামী ৬ জুন রবিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

এর আগে ব্যাংকগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ব্যাংকগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ৭ জুন থেকে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

 

উত্তরা ব্যাংকের বোনাস পাঠিয়েছে সিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ২ জুন বুধবার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপিতে তাদের বিও হিসাব দেখতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৬১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৭.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২০৩ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৬০১ কোটি ৯৮ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯০.২৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৬ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৬৬টি শেয়ারের মধ্যে ৮৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৫টি কোম্পানির দর, আর ২৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

যমুনা ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষনা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের উদ্দোক্তা ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরিফুর রহমান নামে এই উদ্যোক্তা ৩০ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৫৩ লাখ ৪৩ হাজার ৩৮২টি শেয়ার রয়েছে।

আরিফুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

বে লিজিংয়ের ২০২০ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

রিজেন্ট টেক্সটাইলের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার লোকসান (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১৪ টাকা।

নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৯২ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৩৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭.২৩ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২৮.৪৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা