বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আজ ৬ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী মতিঝিলে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

৭৭০ কোটি টাকা ব্যয়ে এমআই সিমেন্টের ৬ষ্ঠ ইউনিট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেড ৭৭০ কোটি টাকা ব্যয়ে ৬ষ্ঠ ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, মুন্সীগঞ্জের মুক্তারপুরে কোম্পানির বর্তমান কারখানা প্রাঙ্গনে এই ইউনিটটি স্থাপন করা হবে।

এই ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে প্রতি দিন ৮,২৮০ মেট্রিকটন। এই ইউনিটটি চালু হলে এম আই সিমেন্টের প্রতি দিনের উৎপাদন ১১ হাজার মেট্রিকটন থেকে বেড়ে ১৯,২৮০ মেট্রিকটনে দাঁড়াবে।

এই ইউনিটটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭৭০ কোটি টাকা। যা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে বলে আশা করছে কোম্পানিটির মালিকপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ