বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৩ জুন বিমাটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। বিমাটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ জুন।

রেকর্ড ডেটের কারণে ওইদিন বিমার শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

আনোয়ার গ্যালভানাইজিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ মে শেয়ার দর ছিল ১২০.২০ টাকা। আর গতকাল ৮ জুন সর্বশেষ শেয়ারটি ১৬৬.৫০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বিএসআরএমের দুই কোম্পানির বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও বিএসআরএম স্টিলস লিমিটেডের ৩য় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি গত ২০ মে,২০২১ এ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভাটি স্থগিত করা হয়েছিল। বোর্ড সভাটি পুন:নির্ধারণ করা হয়েছে।

এদিন বেলা ৪টা ও ৫টায় চট্টগ্রামে অবস্তিত নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় উক্ত প্রান্তিকে কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

ফেডারেল ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৭ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৭৩ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ১২.৪০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে বিমাটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ মে শেয়ার দর ছিল ১০৪.১০ টাকা। আর গতকাল ৮ জুন সর্বশেষ শেয়ারটি ১৮০.৪০ টাকায় লেনদেন হয়েছে।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইসলামী ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৩ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৫৪ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ১৫.৮৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গত বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩১ ডিসেম্বর সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় কনসোলিডেটেড ইপিএস হয়েছে ২.৪২ টাকা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯.৩৫ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৫ আগষ্ট। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ জুন ।

স্টকমার্কেটবিডি.কম/রিমা