বানকো সিকিউরিটিজের শেয়ার লেনদেন করবে ডিএসই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বানকো সিকিউরিটিজের শেয়ারহোল্ডারদের শেয়ার লেনদেন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, বানকো সিকিউরিটিজ (ডিএসই ট্রেক নং-৬০৩) থেকে যেসব গ্রাহক লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অন্য কোনো ট্রেক হোল্ডার কোম্পানিতে নিজের নামের শেয়ার নিতে চায় তাদের সহযোগীতা করবে ডিএসই।

জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থে বানকো সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার লেনদেন বা ব্যবসা পরিচালনা এবং ডিপি সাসপেন্ড করা হয়েছে।

এ অবস্থায় ট্রেক হোল্ডার কোম্পানিটির গ্রাহকরা চাইলে বানকো সিকিউরিটিজ লিমিটেডের ডিপিতে থাকা নিজ নিজ নামের শেয়ার অন্য কোনো ট্রেক হোল্ডার প্রতিষ্ঠানে লিঙ্ক একাউন্ট খুলে ট্রান্সমিশনের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে সেন্ট্রাল ডিপোজিটেরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ফরম ১৬-১ ও ১৬-২ যথাযথভাবে পূরণ করে সিডিবিএল থেকে সংগৃহীত ডিপিএ ৬ রিপোর্টসহ ঢাকা স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। লিঙ্ক একাউন্টের বিষয়ে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ডিএসইর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে গ্রাহকদের যোগাযোগ করার অনুরোধ করেছে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ওয়ালটন বাংলাদেশকে নেক্সট ফেইজে নিয়ে যাচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

ওয়ালটন কারখানায় বিশ্বের সবচেয়ে হাই-ইফিশিয়েন্ট ইনভার্টার কম্প্রেসর দেখছেন বিএসইসি চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘ওয়ালটন টেকসই, ক্রমবর্ধমান ও জাতীয় উন্নয়নে অবদান রাখা ব্যবসা প্রতিষ্ঠান। ওয়ালটনের মতো প্রতিষ্ঠান বাংলাদেশকে নেক্সট ফেইজে নিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানের আইপিওতে আসা দরকার। এতে দেশে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়বে। সর্বোপরি, রপ্তানি বাড়বে। এ ধরনের প্রতিষ্ঠানকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নার্সিং করে যাবে।’

শনিবার (১৯ জুন, ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। এ সময় তিনি ওয়ালটনের তৈরি নতুন মডেলের একটি স্মার্ট টেলিভিশন উন্মোচন করেন।

বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের তৈরি বিশ্বের সবচেয়ে হাই-ইফিশিয়েন্ট ইনভার্টার কম্প্রেসরের প্রোটোটাইপ দেখে মুগ্ধ হন। খুব শিগগিরই ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী এ ইনভার্টার কম্প্রেসর উৎপাদনে যাচ্ছে ওয়ালটন। ফলে, সাশ্রয়ী দামে বিশ্বের সর্বোচ্চ মানের, সবচেয়ে টেকসই কম্প্রেসর পাবেন গ্রাহক। ওই প্রকল্প চালুর মাধ্যমে ওয়ালটনের কম্প্রেসর উৎপাদন দ্বিগুণ হবে।

ওয়ালটন কারখানায় তৈরি মাদারবোর্ড দেখছেন বিএসইসি চেয়ারম্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘ওয়ালটন কারখানা গ্রিন টেকনোলজি-সম্পন্ন প্রতিষ্ঠান। এখানে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কমপোনেন্ট তৈরি হচ্ছে। কাঁচামাল থেকে একটি সম্পূর্ণ পণ্য কিভাবে ওয়ালটন তৈরি করছে, সেটা নিজ চোখে দেখলাম। আমি সত্যিই অভিভূত। ওয়ালটনকে দেখে বুঝতে পারলাম, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ওয়ালটন সবদিক থেকেই স্বয়ংসম্পূর্ণ সুন্দর একটি প্রতিষ্ঠান। উদ্যেক্তারা প্রত্যেকেই সৎ। ওয়ালটনের উন্নতিতে আমি কোনো বাধা দেখছি না।’

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আরও বলেন, ‘কৃষিনির্ভর পণ্য উৎপাদনে আমরা নির্ভরশীল ছিলাম। সেখান থেকে উন্নত দেশে পরিণত হওয়ার দ্বিতীয় ধাপে যেখানে আমাদের হাই-টেক ও হেভি ইন্ডাস্ট্রিতে যেতে হবে, সেখানে ওয়ালটন অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা যেসব পণ্য আমদানি করতাম, এখন তা রপ্তানি করছি। ওয়ালটন আমাদের দেখিয়ে দিয়েছে যে, বাংলাদেশও পারে। বাংলাদেশে যে সবকিছুই সম্ভব, সেটা ওয়ালটনের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারব। দেশ ও জাতির মর্যাদা বৃদ্ধির জন্য ওয়ালটনের উদ্যেক্তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

ওয়ালটন কারখানায় নতুন মডেলের স্মার্ট টেলিভিশন উন্মোচন করেন বিএসইসি চেয়ারম্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

এর আগে অতিথিরা কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.) শাহাদাত আলম, উদয় হাকিম, তানভীর রহমান, ইউসুফ আলী, আনিসুর রহমান মল্লিক, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, নির্বাহী পরিচালক আমিন খান, মোস্তফা নাহিদ হোসেন, শাহজাদা সেলিম, ইয়াসির আল-ইমরান, শাহজালাল হোসেন লিমন, মো. রকিব উদ্দীন, রবিউল আলম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, কোম্পানি সেক্রেটারি রফিকুল ইসলাম এফসিএস, বিএসইসি চেয়ারম্যানের পিএস রাশিদুল আলম প্রমুখ।

কারখানা প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর তারা ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। পর্যায়ক্রমে অতিথিরা বিশ্বমানের রেফ্রিজারেটর উৎপাদন প্রক্রিয়া, মেটাল কাস্টিং, কম্প্রেসর, এসএমটি প্রোডাকশন, পিসিবি, কম্পিউটার, মোবাইল ফোন ও টেলিভিশন উৎপাদন এবং বিভিন্ন পণ্যের গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সরেজমিনে প্রত্যক্ষ করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমছে আজ থেকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ (রবিবার) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। ।

এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের স্বর্ণ প্রতি ভ‌রির দাম ক‌মে দাঁড়াচ্ছে ৭১ হাজার ৯৬৭ টাকায়।

শ‌নিবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

দিনের শুরুতে শেয়ারবাজারে নিম্নমুখী সূচক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতন লক্ষ্য করা যাচ্ছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম আধা ঘণ্টায় ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এ সময় পর্যন্ত সূচকটি অবস্থান করছে ৬০৪২ পয়েন্টে। অপরদিকে সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সকাল সাড়ে ১০টা নাগাদ সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৫ পয়েন্ট।

এদিকে আজ থেকে উঠে গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস। ১৫ মাস পর এটি উঠিয়ে নিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বৃহস্পতিবার এটি উঠিয়ে নেওয়া হবে বলে জানায় বিএসইসি। সেটি কার্যকর হয়েছে আজ থেকে। এর প্রভাব কতটা পড়বে তাই এখন দেখার বিষয়।
বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০টা নাগাদ ২৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ১৭৯ টির, অপরিবর্তিত আছে ৫২ টির দর।

ডিএসইতে এ সময় পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ওরিয়ন ফার্মা, ডেলটা ব্র্যাক হাউজিং, প্যারামাউন্ট, সিএনএ টেক্সটাইল, পপুলার লাইফ, লুব-রেফ, রিপাবলিক।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ৭০ টির, অপরিবর্তিত আছে ১৩ টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশ শিপিং করপোরেশনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩:৩৫ টায় কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইএফআইসি ব্যাংকের ১ হাজার কোটি টাকার বন্ড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকি খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক ১০০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ব্যাংকর পরিচালনা বোর্ডের বৈঠকে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টায়ার-১ মূলধন শর্তপূরণে পার্পেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে ব্যাংকটি। ব্যাংকটি আগামী ২৬ আগষ্ট একটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) আহবান করেছে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডের ৯০০ কোটি টাকা ও ১০০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করবে ব্যাংকটি। ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিদেশী বিনিয়োগকারী, স্থানীয় প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বন্ড ক্রয় করার যোগ্য।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/