ব্যাংক এশিয়ার দুই উদ্দ্যোক্তা শেয়ার কিনবেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস সাবরিনা চৌধুরী ও মিসেস মাহরিনা চৌধুরী নামে এই দুই পরিচালক একেকজন ব্যাংকটির ৫ লাখ ৫০ হাজার করে শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে চলমান বাজার ধরে ডিএসইর পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী লাইফের লেনদেন শুরু আগামীকাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “SONALILIFE” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ২৫৭৫১ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সামিট এলায়েন্স পোর্টের ৩য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তি সেবা খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৭ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৬ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২.৯৮ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৩৩.৮৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

১রা:৩ হারে রাইট শেয়ার ছাড়বে অগ্রণী ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১০ টাকা অভিহিত মূল্যে ৩টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার ঘোষণা দিয়েছিল বিমাটি।

যা কোম্পানির বিশেষ সাধারন সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথোরিটির (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামি ১১ আগষ্ট ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএমটি অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগামী ১৯ জুলাই রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

যমুনা ব্যাংকের ১৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ১৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরিফুর রহমান নামে এই উদ্যোক্তা ১৯ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ২৩ লাখ ৪৩ হাজার ৩৮২টি শেয়ার রয়েছে।

ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে ডিএসই’র পাবলিক মার্কেটে বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এস

নিউলাইন ক্লোথিংসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি নিউলাইন ক্লোথিংস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ৭ জুন শেয়ার দর ছিল ২১.৯০ টাকা। আর গতকাল ২৮ জুন সর্বশেষ শেয়ারটি ৩০.৬০ টাকায় লেনদেন হয়েছে। এ সময় শেয়ারটির দর উঠানামা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় নিউলাইন ক্লোথিংস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০২০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ১২ আগষ্ট বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ