প্রণোদনার বিনিয়োগ সরেজমিন পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মহামারিতে অর্থনীতি পুনরুদ্ধারে এক লাখ ২৮ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। সরকার ও বাংলাদেশ ব্যাংক এ ঋণের অর্থের জোগান দিচ্ছে। এসব ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করছেন না অনেকেই। এমন তথ্য পাওয়ার পরে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে ঋণের ব্যবহার জানতে সরেজমিন পরিদর্শন করার।

সূত্রমতে, করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম কমাতে গতকালও বাণিজ্যিক ব্যাংক বন্ধ রাখা হয়েছিল। কিন্তু রাষ্ট্রের জরুরি চাহিদা মেটাতে পেমেন্ট সিস্টেম, ফরেইন এক্সচেঞ্জসহ বাংলাদেশ ব্যাংকের কয়েকটি বিভাগ খোলা রাখা হয়েছিল গতকাল। এজন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা গতকালও বাংলাদেশ ব্যাংকে অফিস করেছেন। এই সময়ে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বিকাল ৩টা থেকে শুরু হওয়া বৈঠকটি চলে সাড়ে ৪টা পর্যন্ত।

এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মর্যাদার একাধিক কর্মকর্তা। বৈঠকে তাদের নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-২ কাজী ছাইদুর রহমান। অনলাইনের মাধ্যমে বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের কয়েকটি বিভাগের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে ব্যাংক পরিদর্শন বিভাগ ও বিআরপিডি অন্যতম। বৈঠকে অংশ নেয়া একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনা মহামারি উত্তর অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয় গত বছর। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ঋণ নির্ভর হচ্ছে ১২টি। এসএমই, কৃষি ও বড় শিল্প খাতে এসব ঋণ বিতরণ করা হয়। শুধু এসএমই ছাড়া প্রায় সব ঋণই বিতরণ শেষ করা হয়েছে।

সম্প্রতি অভিযোগ উঠে এসব ঋণের অর্থ নিয়ে উদ্যোক্তাদের একটি অংশ ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন না। গত ২৭ জুলাই শেয়ার বিজে ‘প্রণোদনার অর্থে আগের ঋণ শোধ করছেন ব্যবসায়ীরা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মূলত তা ঋণ চুক্তি ও বিশেষ করে প্রণোদনা ঋণের ব্যবহারের নিয়মবিরুদ্ধ কাজ। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, যে উদ্দেশ্য ঋণ নেয়ার কথা বলা হয়েছে, সেই কাজেই ঋণ ব্যবহার করতে হবে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঋণের অর্থ দিয়ে অনেকেই জমির প্লট, জমি, ফ্ল্যাট ক্রয়ে ব্যবহার করেছেন। কেউবা কারখানায় ব্যবহার না করে ট্রেডিংয়ের কাজে ব্যবহার করেছেন। কেউবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকে এফডিআর করেছেন তিন মাস থেকে এক বছরের জন্য।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরে এ বিষয়ে ঋণের পুরো তথ্য সংগ্রহে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়েছে সম্প্রতি। এতে সুনির্দিষ্ট ছকে এসব তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্য যাচাই-বাছাই করে দেখবে বাংলাদেশ ব্যাংকের একাধিক বিভাগ। এরপরই সরেজমিন তদন্তে যাবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগগুলো।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগগুলোকে আটটিতে উন্নীত করা হয়েছে। এসব বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও গুরুত্বপূর্ণ হওয়ায় তথ্যর আদান-প্রদানের জন্য গতকাল বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংক ‘এন’ হতে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেড ‘এন’ হতে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১২.৫০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ৩ আগষ্ট থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

এই কোম্পানি ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এ্যাক্টিভ ফাইনের দর বাড়ার কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি এ্যাক্টিভ ফাইন লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েকদিন ধরে শেয়ারটির দর অস্বাভাবিকভাবে বেড়েছে। এই দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা জানানো হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এ্যাক্টিভ ফাইন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৬৭ টাকা। এই প্রান্তিকে বিমাটির আয় বেড়েছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৮১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৫৭ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে বিমাটির আয় বেড়েছে।

চলতি বছর এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৪৮.৯৪ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ৪৭.৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশের উন্নয়নে শোকেস ওয়ালটন: গোলাম মুর্শেদ


ক‌্যাপশন: যুক্তরাষ্ট্রের লস এ‌্যাঞ্জেলেস শহরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত রোড শো’র তৃতীয় পর্বের সমাপনীতে বক্তব‌্য রাখছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের টেক জায়ান্ট খ‌্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেছেন, আক্ষরিকভাবে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ অভাবনীয় সাফল‌্য অর্জন করেছে। তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির উন্নয়নে বিশেষ করে দেশের ইলেক্ট্রোনিক্স ম্যানুফ্যাচারিং সেক্টরে ওয়ালটন শোকেস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের দ্রুত বর্ধনশীল উন্নয়নের রূপকার হিসেবে প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের স্থপতি হিসেবে প্রধানমন্ত্রীর তথ‌্য-প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ধন‌্যবাদ জানান তিনি। শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের অর্থনীতি, ব‌্যবসা-বাণিজ‌্য এবং শেয়ারবাজারের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলামকে ধন‌্যবাদ জানান তিনি।

শুক্রবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস এ‌্যাঞ্জেলেস শহরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের উইলশায়ার গ্রান্ড বল রুমে অনুষ্ঠিত রোড শো’র তৃতীয় পর্বের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপনকালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব‌্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন।

লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় শনিবার, ৩১ জুলাই ভোর সাড়ে ৬টা) তৃতীয় দিনের এ রোড শো শুরু হয়। সমাপনী পর্বে ভোট অব থ‌্যাংকস বা ধন‌্যবাদ প্রস্তাবে গোলাম মুর্শেদ বলেন, বাংলাদেশ আসলে কি করছে, কতটা উন্নতি করেছে- সে বিষয়ে সম‌্যক ধারণা দিয়েছেন পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম‌্যান। আক্ষরিক অর্থে বাংলাদেশ ব‌্যাপক উন্নতি করেছে উল্লেখ করে তা দেখতে বিদেশী এবং অনাবাসি বাংলাদেশীদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তিনি। ওয়ালটনের এমডি বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা দেখে যে কারো আত্মবিশ্বাস বাড়বে। ইলেক্ট্রোনিক্স ম্যানুফ্যাচারিং সেক্টরে বাংলাদেশের উন্নয়নে ওয়ালটন শোকেস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সফলতা দেখিয়েছে দেশ।

সেইসঙ্গে গোলাম মুর্শেদ বলেন, ‘আমি বলতে পারি যে, পাঁচ ভাইয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ৭শ’ একরের বেশি জায়গাজুড়ে গড়ে উঠা ওয়ালটন কারখানা ঘুরে দেখলে আপনাদের আত্মবিশ্বাস আরো বাড়বে।’ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তার ধন‌্যবাদ প্রস্তাবে আরো বলেন, বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। এজন‌্য তিনি সবাইকে বাংলাদেশে বিনিয়োগ করা আহ্বান জানান।

শুক্রবার তৃতীয় দিনের কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন সালমান এফ রহমান। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদ, বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান এবং রোড শো’র সহযোগী পৃষ্ঠপোষক ইবিএল ও নগদকে ধন্যবাদ জানান গোলাম মুর্শেদ। শেয়ার বাজারের উদ‌্যোক্তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তার ধন‌্যবাদ তালিকায় ছিলো ইভেন্ট ম‌্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পেল বাউন্ড।

উল্লেখ‌্য, বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বিনিয়োগে আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের চারটি শহরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে এই রোড শো’র আয়োজন করা হয়েছে।

এর আগে নিউ ইয়র্কে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয় রোড শো’র প্রথম পর্ব। ২৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে ছিলো দ্বিতীয় পর্ব। ৩০ জুলাই তৃতীয় দিনের কর্মসুচিতে বিকাল ৫টা থেকে আমন্ত্রিত অতিথিদের রেজিস্ট্রেশন শুরু হয়। রেজিস্ট্রেশন শেষে সাড়ে ৫টায় শুরু হয় দিনের মূল কর্মসূচি। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টর থেকে আগত অতিথিরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নীতি আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হয়। এরপর ছিলো প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ- শীর্ষক তৃতীয় পর্বের এ রোড শোতে লস অ্যাঞ্জেলসের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডাররা অংশ নেন । আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের উন্নতি ও প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এসব রোড শো’র আয়োজন করা হয়েছে। রোড শো’র চতুর্থ বা শেষ পর্ব অনুষ্ঠিত হবে ২ আগস্ট, সিলিকন ভ‌্যালিতে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.২০ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.২৬ টাকা। এই প্রান্তিকে বিমাটির আয় বেড়েছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৫ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.৩১ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে বিমাটির আয় বেড়েছে।

চলতি বছর এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৭.৩৭ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৪.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এডি সিরিঞ্জের বিশ্ববাজারের শীর্ষ তালিকায় জেএমআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অটো ডিজেবল (এডি) সিরিঞ্জের বৈশ্বিক বাজারে আধিপত্যকারী কোম্পানির তালিকায় জেএমআই গ্রুপের নাম উঠে আসায় প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে বুধবার (২৮ জুলাই) পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরী স্বাক্ষরিত এক শুভেচ্ছাপত্র জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক-এর হাতে তুলে দেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক কানিজ ফারহানা ইয়াসমিন।

শুভেচ্ছাপত্রে শফিউল আলম খান চৌধুরী লেখেন, এডি সিরিঞ্জের বিশ্ববাজারের শীর্ষ তালিকায় জেএমআই সিরিঞ্জের নাম উঠে আসার বিষয়টি পূবালী ব্যাংকের জন্য আনন্দের খবর। জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাকের ব্যবস্থাপনা দক্ষতায় এটি সম্ভব হয়েছে বলে মনে করে পূবালী ব্যাংক। জেএমআই গ্রুপে বিনিয়োগ থাকার কথা জানিয়ে পূবালী ব্যাংকের প্রশংসাপত্রে ভবিষ্যতে জেএমআই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের সাফল্য কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে (জুনে) বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড রিসার্চ ডট বিজ (সধৎশবঃংধহফৎবংবধৎপয.নরু) প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, ২০২০ সালের গ্লোবাল অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ ইনজেক্টর বাজারে আধিপত্যকারী কোম্পানির তালিকায় নাম রয়েছে জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড-এর। এছাড়া চলতি বছরের মার্চে নিউ ইয়র্ক রির্পোটসের এক প্রতিবেদনেও গ্লোবাল মার্কেট লিডারদের তালিকায় শীর্ষ অবস্থান অর্জন করে প্রতিষ্ঠানটির উৎপাদিত এডি সিরিঞ্জ।

জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠানের উপস্থিতিতে শুভেচ্ছাপত্র হস্তান্তর অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এহসানুল হক, জেএমআই গ্রুপের নির্বাহী পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ ও মো. তানভীর হোসাইন এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
জেএমআই গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, অটো ডিজেবেল সিরিঞ্জ বা এডি সিরিঞ্জ মূলত টিকাদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গত ২১ বছর ধরে দেশে সাশ্রয়ীমূল্যে এডি সিরিঞ্জ উৎপাদন করছে জেএমআই। এডি সিরিঞ্জ উৎপাদনকারী দেশের একমাত্র প্রতিষ্ঠান এটি। জেএমআইয়ের কারখানায় উৎপাদিত এডি সিরিঞ্জ দিয়েই দেশে চলমান করোনা ও ইপিআই টিকাদান কর্মসূচি চলছে।

শিশুদের টিকাদান কর্মসূচীতে জাতীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো সম্মাননায় ভূষিত করেছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি)। এ সাফল্যেরও অংশীদার জেএমআই গ্রুপ। ২০০৬ সাল থেকে জেএমআই সিরিঞ্জ দেশের টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হয়। বিগত ১৫ বছর ধরে দেশে এক দিন থেকে ১৪ বছর বয়সী শিশুদের টিকাদানে শতভাগ জেএমআই এডি সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে।

দেশে চলমান করোনাভাইরাস প্রতিরোধী গণটিকাদান কর্মসূচিতেও শতভাগ সিরিঞ্জ সরবরাহ করছে জেএমআই গ্রুপ। পাশাপাশি করোনার টিকাদানের জন্য জেএমআইয়ের সিরিঞ্জ রপ্তানি হয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়াও চলতি বছরের মার্চ থেকে শুরু করে আগামী বছরের ফেব্রুয়ারি সময়ের মধ্যে জেএমআই গ্রুপের কাছ থেকে প্রায় ৮ কোটি পিস সিরিঞ্জ কেনার চাহিদাপত্র দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ক্রিষ্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৪৭ টাকা। এই প্রান্তিকে বিমাটির আয় কমেছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.২৫ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে বিমাটির আয় কমেছে।

চলতি বছর এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২০.৯১ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২০.৯৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জনতা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.৯৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭০ টাকা। এই প্রান্তিকে বিমাটির আয় বেড়েছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৮৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৪৭ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে বিমাটির আয় বেড়েছে।

চলতি বছর এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৫.৪৩ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৪.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড