ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিন বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬২৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৪৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৯৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২১২ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৮৪০ কোটি ১১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬টির, আর দর অপরিবর্তিত আছে ২৯টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, মালেক স্পিনিং মিলস, লাফার্জ হোলসিম, ইসলামিক ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, এ্যাপোলো ইস্পাত, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্স ফার্মা ও জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩৩ লাখ টাকা। । গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ১০২ কোটি ১৪ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও ইসলামিক ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

রেমিট্যান্সের সমস্যা ছিল সেটি ভালো হচ্ছে : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেমিট্যান্সের সমস্যা ছিল সেটি ভালো হচ্ছে । রেমিট্যান্স কোনো জাদু নয়, তাই রেমিট্যান্স যে জায়গায় ছিলে সে জায়গায়ই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১১ আগস্ট) ২২তম অর্থনৈতিক সংক্রান্ত এবং ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রেমিট্যান্সের যাদু শেষ হয়ে আসছে বলে সিপিডির মন্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্স কি জাদু নাকি? রেমিট্যান্স যদি জাদু হয়ে থেকে তবে জাদু শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রেমিট্যান্স তো জাদু না। সুতরাং রেমিট্যান্স কখনো শেষ হবে না। রেমিট্যান্স যে জায়গায় ছিলে সে জায়গায়ই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যে ২০১৯ সালে যখন আমরা রেমিট্যান্সের বিষয়ে প্রণোদনা দেয়া শুরু করি তখন থেকেই একটি নির্দিষ্ট গোষ্ঠী এর বিরুদ্ধে অবস্থা নেয়। তারা বলে আসছিলে প্রণোদনা দিয়ে রেমিট্যান্স বাড়ানো যাবে না এবং তারা বলেছে এটা কখনো বাড়বে না। তারা বলেছিল এটা সাময়িক, সাসটেইনেবল না। এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে।

আপনারা জানেন, ২০১৯ সালে আমরা যখন প্রণোদনার ঘোষণা দিয়েছিলাম তার আগে আমাদের রেমিট্যান্স ছিল প্রতি বছর ১৩ দশমিক ১ বিলিয়ন ডলার। কিন্তু ২ শতাংশ প্রণোদনা দেয়ার পর প্রথম বছরেই আমরা সংগ্রহ করলাম ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার। ১৩ দশমিক ১ থেকে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলারে চলে যায়। দ্বিতীয় বছরে রেমিট্যান্স প্রায় ২৫ বিলিয়ন ডলারে চলে যায়। এটা অবিশ্বাস্য। রেমিট্যান্স ২৫ বিলিয়ন ডলার আসার পর তারা বলছে অনেক বেশি এসে গেছে। তারা চায় কম বেশি আসুক।’

বিদেশগামীদের কতটা সহায়তা দেয়া হয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে- এ বিষয়ে তিনি বলেন, ‘রেমিট্যান্সের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সঠিকভাবে পাঠাতে পেরেছি। আমাদের কাছে এমন অভিযোগ নেই যে তারা যেতে পারেনি। সবচেয়ে বড় কথা যেখানে তারা যাবে সেখানে তারা যাচ্ছে। সেটা বন্ধ হয়নি, এটি চলমান। যখন স্বাভাবিক হবে তখন আরেও বেশি মানুষ যাবে। আমার বিষয়টি হলো রেমিট্যান্সের সমস্যা ছিল সেটি ভালো হচ্ছে। বিদেশে যাওয়া নিয়ে বিশেষ ব্যয় করা হয়েছে, সকল শর্তে ঋণের ব্যবস্থা আছে। তাদের জন্য সকল ধরনের ব্যবস্থাই আছে।’

তিনি আরও বলেন, ‘এই মাসের প্রথম নয় দিনে রেমিট্যান্স এসেছে ৫৬৭ মিলিয়ন ডলার। একই সময় গত বছর নয় দিনে রেমিট্যান্স এসেছিল ৪৫০ মিলিয়ন ডলার। এরপরও এটা সুবাতাস দেবে না এটা তারা কেন বলেন, দেশকে ভালোবাসা, জনগোষ্ঠীর ভালোর বিষয়গুলো ভাবা প্রয়োজন। এক মাসে কম ছিল, বাকি মাসগুলোতে সেটি পূরণ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের দল ৪-১ এ সিরিজ জিতল, চারটা জিতলাম একটা জিততে পারিনি। তারা বলে বেড়াচ্ছেন বা বলতে চাইবেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছেন। সিরিজ জিতেছি সেটা বলবে না।’

জিডিপি নিয়ে এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা যদি দেখি ব্যাহত হচ্ছে বা ইনফেকটেড হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সেটি দেখা হবে। এই মুহূর্তে আমাদের জিডিপির যে অবস্থা তাতে আমরা এটি কাভার করতে পারব বলে আশা করি। জিডিপিতে আমরা ২০১৯-২০ অথবছরে যে অর্জন করেছি ৩ দশমিক ৫১, এটা আমাদের আশা ছিল আমরা অর্জন করতে পারব। আপনারা জানেন সেই বছরে একটা বড় অংশ আমরা অস্বাভাবিকভাবে পার করেছি এবং শুধু আমরা না অন্যান্য দেশও সেভাবে পার করেছে। তারপর আমরা ৩ দশমিক ৫১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি, এটাও এশিয়ার সকল দেশের ওপরে আমাদের অবস্থান।’

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশিরাও এখন ওমরাহ করতে সৌদি যেতে পারবেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাসের মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সৌদি সরকারের অনুমতি পেয়ে আবারও বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইটে (www.hajj.gov.bd) এসব শর্ত প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আনোয়ার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার থেকেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবের দুয়ার খুলেছে। তবে আজ থেকেইতো কেউ ওমরাহ পালন করতে যেতে পারছেন না, প্রসেস করতে একটু সময় লাগবে।”

কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় দেড় বছর ওমরাহ পালনে বিদেশি কাউকে ভিসা দেয়নি সৌদি আরব। গত ৯ অগাস্ট থেকে পুরোপুরি টিকা নেওয়া প্রার্থীদের আবেদন ক্রমান্বয়ে গ্রহণ করার কথা জানায় দেশটি।

এর ফলে এখন থেকে ওমরাহর জন্য ভিসার আবেদনকারীদের অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদও জমা দিতে হবে।

সৌদি আরবের প্রবেশ-নিষেধের তালিকায় যেসব দেশের নাম আছে, সেখান থেকে আসা টিকা নেওয়া ভ্রমণকারীদের সৌদিতে পৌঁছানোর পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও থাকতে হবে।

আনোয়ার হোসাইন বলেন, “যিনি ওমরাহ পালন করতে যাবেন, তাকে অবশ্যই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে এবং বয়স ১৮ বা এর বেশি হতে হবে।”

এর বাইরেও হজ ও ওমরাহ এজেন্সিগুলোর জন্য অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে বলে জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

সাউথ বাংলা ব্যাংকের লেনদেন ১১ টাকায় শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ বুধবার হতে শুরু হয়েছে। প্রথম দিনে শেয়ারটি ১১ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। বেলা ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ১১ টাকায় লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ১১ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটির ১৩ বার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

গ্লোবাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (এপ্রিল-জুন,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০৩ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানু-জুন,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৯৭ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯১ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১২.৬৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

এমবি ফার্মার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি এমবি ফার্মা লিমিটেডের চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় তেজগাঁয়ে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বসুন্ধরায় জমি কিনবে ওয়ালটন হাইটেক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড জমি ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

রাজধানীর ভাটারা এলাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কোম্পানিটি ২৩৬.৩৬২৫ ডেসিমল জমি ক্রয় করবে।

রেজিস্টেশন ও অন্যান্য খরচ বাদে জমিটির দাম ধরা হয়েছে ১৭১ কোটি ৯০ লাখ টাকা। এই জমিতে কোম্পানির করপোরেট অফিস বানাননো হবে বলে জানানাে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ালটন হাইটেকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির নতুন নাম হবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির বর্তমান পুরো নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

তবে এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ওয়ালটন হাইটেকের ২৫০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

তবে পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোসণা করা হয়েছে।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৪.২১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১১.৫৯ টাকা।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এস