দিনশেষে অধিকাংশ শেয়ারের দরই কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিন বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৮৫১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৫৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২২৭ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৫৭০ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫১টির, আর দর অপরিবর্তিত আছে ২০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- সাউথ বাংলা ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্স ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, লূব রেফ বিডি, সাইফ পাওয়ারটেক, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ১৩ লাখ টাকা। । গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ১০০ কোটি ২২ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সাউথ বাংলা ব্যাংক ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইউনিয়ন ক্যাপিটালের বোর্ড সভা ৩১ আগষ্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানী মতিঝিলে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ার দর বাড়ায় ৩ কোম্পানিকে নোটিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং, সালভো কেমিক্যালস ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো।

শেয়ারগুলোর অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাউথ বাংলা ব্যাংকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ব্যাংকটি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

১ সেপ্টেম্বর এমারেল্ড ওয়েলের কারখানা চালু হচ্ছে না

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ধ কারখানাটি চালু হচ্ছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১ সেপ্টেম্বর হতে এই কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি পরিচালনা বোর্ড। করোনাকালীন লক ডাউনের কারণে কারখানার চালু প্রয়োজনীয় কাজ করতে পারে নাই কোম্পানিটি।

এজন্য আরো কিছুদিন কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

জানা যায়, কারখানাটি চালু হলে প্রতিদিন ৪৮ মেট্রিকটন তেল প্রক্রিয়াজাতকরণ করা সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম/

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ২৬ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

একই বোর্ড সভায় বিমাটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/