লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বেক্স ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্স ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ২২ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড ৫৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনআরবিসি ব্যাংকের ৪৮ কোটি ৩৮ লাখ, বিএটিবিসির ৩৮ কোটি ৫৭ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সর ৩৭ কোটি ৫৬ লাখ, লিন্ডে বিডির ৩৪ কোটি ২৮ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩৩ কোটি ৪১ লাখ, স্কয়ার ফার্মার ২৯ কোটি ২ লাখ ও ডমিনেজ স্টিল লিমিটেডের লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৫ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

এমবি ফার্মার শেয়ার দর বাড়ার তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এমবি ফার্মা লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এমবি ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানিটির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্স ফার্মা
  3. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  4. এনআরবিসি ব্যাংক
  5. বিএটিবিসি
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. লিন্ডে বিডি
  8. সাইফ পাওয়ারটেক
  9. স্কয়ার ফার্মা
  10. ডমিনেজ স্টিল লিমিটেড।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে দিনের লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিন সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭২১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৪০ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৭০৮ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৯ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৩টির, আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, লংকাবাংলা ফাইন্যান্স, লিন্ডে বিডি, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা ও ডমিনেজ স্টিল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ২৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা। । গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ২৬ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেবিবি পাওয়ার ও সাউথ বাংলা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

তমিজ উদ্দিন টেক্সটাইলের শেয়ার দর বাড়ার তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানিটির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের সাবস্ক্রিপশনের দিন নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলন করবে। কোম্পানিটির ইলেক্ট্রোনিক্স সাবক্রিপশন শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। কোয়ালিফাইড বিনিয়োগকারীদের এই সাবস্ক্রিপশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১.১০ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি টাকা উত্তোলন করবে।

গত ৩ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম নিয়মিত কমিশন সভায় কোম্পানটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

৩০ ডিসেম্বর ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০.৯০ টাকা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই সাবস্ক্রপশনে ১ লাখ টাকার আবেদন পারবেন।

কোম্পানিটি এ অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, মূলধন বৃদ্ধি ও ব্যবস্থপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল এন্ড ইক্যুটি ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ১ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৪৭ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.৭০ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.১০ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ৩১.৫৬ টাকা । যা গত ৩১ ডিসেম্বর ছিল একই সময়ে ছিল ৩১.৬১ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ন্যাশনাল লাইফের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি এসেছে ঋণমান ‘এএ১’ । ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

এএমসিএল (প্রাণ) এর মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এএমসিএল (প্রাণ) লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এএমসিএল (প্রাণ) লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানিটির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

সমতা লেদারের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৫ সেপ্টেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম