লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বেক্স ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্স ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ৪৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বিডির ৫৫ কোটি ৬৬ লাখ, সাইফ পাওয়ারটেকের ৪৭ কোটি ৫২ লাখ, ম্যাকসন স্পিনিংয়ের ৪৫ কোটি ৫ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৪ কোটি ৯৮ লাখ, খুলনা পাওয়ার কোম্পানির ৩২ কোটি ৬০ লাখ ও প্যাসিফিক ডেনিমসের ২৮ কোটি ১৬ লাখ ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন হয়েছে ২৫ কোটি ৫২ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্স ফার্মা
  3. আলিফ ইন্ডাস্ট্রিজ
  4. লাফার্জ হোলসিম বিডি
  5. সাইফ পাওয়ারটেক
  6. ম্যাকসন স্পিনিং
  7. লংকাবাংলা ফাইন্যান্স
  8. খুলনা পাওয়ার কোম্পানি
  9. প্যাসিফিক ডেনিমস
  10. রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিন মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৯১০ কোটি ৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৬২ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৭টির, আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বিডি, সাইফ পাওয়ারটেক, ম্যাকসন স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, খুলনা পাওয়ার কোম্পানি, প্যাসিফিক ডেনিমস ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২২৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ২৫৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ২৮ লাখ টাকা। । গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৬ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রভাতী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ এসেছে‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে অরগস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা এম.এফ কামাল পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এম.এফ কামাল কোম্পানির ৩ লাখ ১৪ হাজার ১৭৫টি শেয়ার বিক্রি করেছে।

গত ৫ সেপ্টেম্বর এই উদ্যোক্তা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল।

স্টকমার্কেটবিডি/

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি/

 

৪% সুদে প্রণোদনা ঋণ দিবে লংকাবাংলা ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রণোদনা প্যাকেজের আওতায় লংকাবাংলা ফাইন্যান্স থেকে উদ্যোক্তাগণ ৪% সুদে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ঋণ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। লংকাবাংলা ফাইন্যান্স এর এসএমই বিভাগ-এর প্রধান মো: কামরুজ্জামান খান এবং নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিট এর প্রধান হানিয়াম মারিয়া চৌধুরী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বিকালে আসতে পারে ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিকালে অনুষ্ঠিত এই বোর্ড সভায় আসতে পারে কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বেলা সাড়ে তিনটায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ ১৯/১ ধারা অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৩৮.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

অরিজা এগ্রোর ৩৬গুণ বেশি আবেদন জমা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন জমা পড়েছে ৩৬৭ কোটি ৬ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেষ হওয়া কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদনে অংশ গ্রহণ করেন শেয়ারবাজারের ৫০১ জন বিডার। ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি বিডার সর্বনিম্ন ১ লাখ টাকার শেয়ার ক্রয়ের প্রস্থাত করেছেন এসব বিডাররা।

এই ৫০১টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মোট ৩৬৭ কোটি ৬ লাখ টাকার দর প্রস্তাব করেছেন। যা মোট চাহিদার চেয়ে ৩৬.৭ গুণ বেশি।

কোম্পানিটির ইলেক্ট্রোনিক্স সাবক্রিপশন শুরু হয় গত ৫ সেপ্টেম্বর থেকে। কোয়ালিফাইড বিনিয়োগকারীদের এই সাবস্ক্রিপশন শেষ হয় ৯ সেপ্টেম্বর।

অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে।

এই অর্থ দিয়ে ব্যাংকঋণ পরিশোধ, কার্যকর চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৯ পয়সা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ