দিন শেষে লেনদেনের সাথে সূচকের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৫৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৯.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪২১ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৯ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির, আর দর অপরিবর্তিত আছে ২৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, এনআরবিসি ব্যাংক, কাট্টালী টেক্সটাইল ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

মার্জিন ঋণে সূচকের সীমা তুলে নিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তারল্য প্রবাহ ধরে রাখতে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে আরো ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগের নির্দেশনায় সূচক ৮ হাজার পয়েন্ট পর্যন্ত ১: শূন্য দশমিক ৮০ অনুপাতে ঋণ সুবিধা থাকলেও এবার সূচকের এ সীমা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে এখন থেকে সূচক যাই থাকুক না কেন পিই রেশিও ৪০ পর্যন্ত যেকোনো শেয়ারে মার্জিন ঋণ সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কমিশন।

এর আগে গত ১২ আগস্ট বিএসইসির নির্দেশনায় বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টের নিচে থাকলে বিনিয়োগকারীরা ১: শূন্য দশমিক ৮০ অনুপাতে মার্জিন ঋণ পাবেন। অর্থাৎ একজন বিনিয়োগকারীর যত টাকার বিনিয়োগ রয়েছে তার ৮০ শতাংশ অর্থ তিনি মার্জিন ঋণ হিসেবে পাবেন। আর ডিএসইএক্স সূচক ৮ হাজার ১ বা এর বেশি হলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা ১: শূন্য দশমিক ৫০ অনুপাতে মার্জিন পাবেন। এর মানে মোট বিনিয়োগকৃত অর্থের অর্ধেক মার্জিন ঋণ হিসেবে পাওয়া যাবে।

এর আগে এ বছরের ৪ এপ্রিল জারি করা নির্দেশনা অনুসারে, ডিএসইএক্স সূচক ৭ হাজারের নিচে থাকলে ১: শূন্য দশমিক ৮০ অনুপাতে এবং সূচক ৭ হাজার ১ বা এর বেশি হলে ১: শূন্য দশমিক ৫০ অনুপাতে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, গত বছরের ২১ সেপ্টেম্বর সূচক বাড়ার সঙ্গে আনুপাতিক হারে মার্জিন ঋণের হার কমার শর্তারোপ করে নির্দেশনা জারি করেছিল কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সিলকো ফার্মার বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় সিলেটে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল টিউবসের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিন কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভাও অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যবসায় এগিয়ে থাকলেও বেশির ভাগ সূচকে ‘রেড জোনে’ বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) মূল্যায়নে এবার বাংলাদেশ ৪ সূচকে এগিয়ে থাকলেও পিছিয়ে ১৬ সূচকে। প্রতিবেদনে বিজনেস স্টার্ট আপ (ব্যবসা শুরু), মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টিকা দেওয়ার হার এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তির সূচকে এগিয়ে আছে বাংলাদেশ।

এগিয়ে থাকা সূচকগুলো রয়েছে সবুজ তালিকায়। ২০ সূচকের বাকি ১৬টিতে পিছিয়ে রয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান পাওয়া আবার অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের জন্য।

এমসিসি প্রতিবছর লাল ও সবুজ রং দিয়ে তাদের প্রতিবেদন সূচক প্রকাশ করে। সম্প্রতি ২০২২ সালের জন্য বাংলাদেশের মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন এই সংস্থা। তাদের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, লাল তালিকাভুক্ত সূচকগুলো হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ, রাজনৈতিক অধিকার, সরকারের কার্যকারিতা, জমির অধিকার ও প্রাপ্যতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা, তথ্যের স্বাধীনতা, অর্থনীতিতে নারী ও পুরুষের সমতা, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, প্রাথমিক শিক্ষায় সরকারি ব্যয় এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা। আরো রয়েছে বেসামরিক লোকের স্বাধীনতা, আইনের কার্যকারিতা, ঋণপ্রাপ্তির সহজলভ্যতা, রাজস্বনীতি ও শিশুস্বাস্থ্য সূচক।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একাধিক সূত্র জানায়, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি সূচক রেড জোনভুক্ত হলো ২০২২ সালের প্রতিবেদনে। ২০২১ প্রতিবেদনে রেড জোনে ছিল ১৩টি সূচক। এ ছাড়া ২০২০ সালে ১২টি, ২০১৯ সালে ১১টি, ২০১৮ সালে ছিল সাতটি সূচক।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমরা তো প্রতিনিয়তই দেখছি রাজনৈতিক স্বাধীনতা হরণ হচ্ছে। বিভিন্নভাবে রাজনৈতিক দমন-পীড়ন চলছে। এরই প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক মূল্যায়নে। এ ধরনের প্রতিবেদন সরকারকে জাগ্রত করার ক্ষেত্রে সহায়ক হবে।’

স্টকমার্কেটবিডি.কম/

বড় ধরণের লোকসানের দিকে স্টাইল ক্রাফট

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি স্টাইল ক্রাফট ফ্যাশন লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বড় ধরণের লোকসানের দিকে গেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। গত বছরের এই প্রান্তিকে লোকসান ছিল ০.১৮ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.১৪ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ২২.১৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

সামিট পাওয়ারের ১ম প্রান্তিক আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ১.২৯ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.২০ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৩৪.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

সেন্ট্রাল ফার্মার ১ম প্রান্তিক আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮০ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.৮২ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৭৩ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ২৫.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট নিটিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.০৬ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৭১ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৯.৪৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/