লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮০ কোটি ৫৫ লাখ টাকার।

৬০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম বিডির ৫৫ কোটি ৪৩ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ৪৯ কোটি ২৯ লাখ, ফরচুন সুজের ৪০ কোটি ৬৩ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩২ কোটি ২৪ লাখ, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৪ লাখ, সাইফ পাওয়ারটেকের ২৬ কোটি ৮৬ লাখ ও দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

এস আলম রি রোলিংয়ের এজিএম ভেন্যু পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রি রোলিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আগামী ১৫ জানুয়ারি বেলা ১০:৩০ টায় অনলাইন সিস্টেমে এজিএমটি সভা অনুষ্ঠিত হবে। এরআগে কোম্পানিটির এজিএম চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আহবান করা হয়েছিল।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

পদ্মা ব্যাংককে অনৈতিক সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক: টিআইবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি বিনিয়োগ আনতে পদ্মা ব্যাংকের আর্থিক বিবরণী থেকে লোকসানের তথ্য গোপন করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সম্মতিতে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের সুবিধা অনৈতিক ও প্রতারণামূলক, যা সামনের দিনে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের বিশ্বাসযোগ্যতার সমস্যাকে প্রকটতর করবে। পাশাপাশি বিদেশে সুনাম ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

গণমাধ্যমের তথ্য উদ্বৃত করে এতে বলা হয়েছে, সমস্যাকবলিত পদ্মা ব্যাংকের জন্য ৭০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনতে পরামর্শক প্রতিষ্ঠান ডেলমর্গানের শর্তানুযায়ী ব্যাংকটির আর্থিক লোকসানের তথ্য হিসেব বিবরণী থেকে গোপন রেখে আলাদা হিসাব তৈরির ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সম্মতি দিয়েছে, যা পরবর্তী দশ বছরে ব্যাংকটির মুনাফা থেকে সমন্বয় করার কথা।

দেশের ব্যাংকিং খাতে এমন অনৈতিক উদ্যোগ নজিরবিহীন উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিবচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিষ্ঠার কিছু সময়ের মধ্যেই উদ্যোক্তা পরিচালকদের ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতিতে খেলাপি ঋণে ডুবতে থাকা বেসরকারি ফারমার্স ব্যাংক বাঁচাতে নাম পরিবর্তন (বর্তমানে পদ্মা ব্যাংক), সরকারি চার ব্যাংক ও আইসিবির ৭০০ কোটি টাকার বেশি মূলধন যোগান, বিধিবদ্ধ জমা বা এসএলআর সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে ছাড়সহ বেশকিছু নীতি সহায়তা দিয়ে আসছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। তবে এসব ছাড়েও ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দিনকে দিন লোকসানের পাল্লা ভারি হচ্ছে। এমন অবস্থায় লোকসানের তথ্য বাদ দিয়ে আর্থিক বিবরণী পরিষ্কার দেখানোর চেষ্টা হিসাব বিজ্ঞানের দিক থেকে শুধু অনৈতিকই নয় বরং প্রতারণামূলকও। এটি ব্যাংকিং খাতে খেলাপি ঋণের নামে লুণ্ঠনতন্ত্রের পৃষ্ঠপোষকতার নামান্তর।

বিবৃতিতে আরও বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কেলেঙ্কারির দায়ে জর্জরিত ব্যাংকটিকে অবসায়ন না করে বাঁচিয়ে রাখার প্রয়াসকে তার সময়ের একটি ভুল সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেন। তার এই মন্তব্য উদ্বৃত করে টিআইবির নির্বাহী পরিচালক প্রশ্ন রাখেন- এমন একটি ভুল সিদ্ধান্ত কার বা কাদের স্বার্থে বয়ে নিয়ে চলছে সরকার। আর আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকও কেন ব্যাংকটি বাঁচাবার নামে নজিরবিহীন সব উদাহরণ তৈরির দায় নিচ্ছে, তা পরিষ্কার নয়। তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, আর্থিক বিবরণী কৃত্রিমভাবে ভালো দেখালেই প্রতিশ্রুত বিদেশি বিনিয়োগ যোগাড় করা সম্ভব হবে, তার গ্যারান্টি কি। এমন অনৈতিক ও প্রতারণামূলক পথে হাঁটা অপরিণামদর্শী ও আত্মঘাতী, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

টিআইবি আশা করে, আর্থিক খাতের সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংক তার এমন সিদ্ধান্ত পুনরায় মূল্যায়ন করবে। বাস্তবতা বিবেচনায় আইন ও নিয়মকানুন মেনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতি বাস্তবায়নে উদাহরণ তৈরি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

কপারটেক ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, কোম্পানিটি মোহাম্মদী ইলেক্ট্রিক ওয়ারস এন্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।

এ চুক্তির আওতায় কলকাতার এই কোম্পানিটি মোহাম্মদী ইলেক্ট্রিক ওয়ারস এন্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেডেকে কপার ওয়ার সংগ্রহ করবে।

এতে প্রতি বছর কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয় হবে প্রায় ৫২ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

অবশেষে চালু হলো এমারেল্ড ওয়েলের কারখানা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড বন্ধ কারখানাটি অবশেষে চালু করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ ৯ জানুয়ারি হতে এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় সফলভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর হতে এই কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি পরিচালনা বোর্ড। করোনাকালীন লক ডাউনের কারণে কারখানার চালু প্রয়োজনীয় কাজ করতে পারে নাই কোম্পানিটি। আরো কিছুদিন কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

জানা যায়, কারখানাটি চালু হলে প্রতিদিন ৪৮ মেট্রিকটন তেল প্রক্রিয়াজাতকরণ করা সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাউথ বাংলা ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, পরিচালক মোহাম্মদ আইয়ুব, ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান, মোহাম্মদ নাওয়াজ, মোঃ হেলালউদ্দিন ও আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ মকবুল হোসেন ভুঁইয়া, শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মাওঃ মোঃ আবদুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোহাম্মদ সেলিম চৌধুরীসহ বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০২১ সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৩১৯ কোটি টাকা; যা আগের বছর শেষে ছিল ৭ হাজার ১৪৫ কোটি টাকা। আর এসময়েঋণের পরিমাণ দাঁড়িয়েছে৬ হাজার ৫৪০ কোটি টাকা; যা ২০২০ সাল শেষে ছিল ৫ হাজার ৭৪০ কোটি টাকা। ২০২১ সাল শেষে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২১০ কোটি টাকা, এর আগের বছরে ব্যাংকের মুনাফা ছিল ১৫২ কোটি টাকা। সে হিসেবে ২০২১ সালে ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৮ কোটি টাকা বা ৩৮ শতাংশ।
আবদুল কাদির মোল্লা বলেন, আমরা যারা বোর্ডে আছি, তাদের প্রত্যেকে বিশ্বাস করি যে, আমানতকারীরাই ব্যাংকের প্রকৃত মালিক। তাদের স্বার্থ রক্ষায় আমরা পাহারাদারের ভূমিকায় নিয়োজিত রয়েছি। এ কাজটিকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকাই মুখ্য। তিনি আরও বলেন, সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দক্ষতা ও নিষ্ঠার সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ করে থাকি।

মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ১০৫টি শাখা ও উপশাখা খোলার মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১:১ শাখা খুলেছে। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখি নাই। তিনি আরও বলেন, এসবিএসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা পালন করছে। আমাদের সঙ্গে বিশ্বের ২০২টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং রয়েছে।

সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরা সর্বাধিক পরিমাণের রেমিট্যান্স আহরণ করছি। আমদানি ও রফতানি বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এসবিএসি ব্যাংক আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করে ব্যবহার করেছে। এরমাধ্যমে জনগণকে আরও সহজে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারছি।

স্টকমার্কেটবিডি.কম/

আবারো ঢাকা ডায়িংয়ের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ঢাকা ডায়িং এন্ড ম্যানুফেকচারিং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য গত বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আর ২০১৮ ও ২০১৯ সালের জন্য কোনো লভ্যাংশই ঘো্ষণা করেনি কোম্পানিটি।

৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৮.৩৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই ।

গত ২১ জুন কোম্পানিটি ২০২০ সমাপ্ত অর্থবছরে জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর ২০১৮ ও ২০১৯ সালের জন্য কোনো লভ্যাংশই ঘো্ষণা করেনি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/