পানির দাম ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

তাকসিম এ খান বলেন, ‘আমরা পানির দাম ২০ শতাংশ বাড়াতে প্রস্তাব দিয়েছি।

সরকার যদি আরো বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের। ’

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকা। এ কারণে ভর্তুকি কমাতে চায় ওয়াসা। ’

তিনি আরো বলেন, ‘আইন অনুসারে প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। আমরা মনে করি, ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ ফ্রেবুয়ারি আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির সম্পদের পরিমাণ হুহু করে বেড়েছে। তিনি নিজ দেশের মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন। একাধিক বন্দর, মহাকাশ প্রযুক্তি থেকে শুরু করে তাপশক্তি ও কয়লা ব্যবসার নিয়ন্ত্রক আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ৫৯ বছর বয়সী গৌতমের সম্পদের মূল্য এখন ৮৮ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স।

গত বছর এই সময়ে তার সম্পদের মূল্য ছিল ৪০ বিলিয়ন ডলারেরও কম। এক বছরের মধ্যেই তিনি জ্বালানি ও প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা মুকেশ আম্বানিকে টপকে বিশ্বের দশম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। মহামারিকালে ভারতের শেয়ারবাজারে আদানি গ্রুপ অভাবনীয় ভালো ফল করেছে।

২০২০ সালের জুনের পর থেকে মুম্বাইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যা দেখাচ্ছে বিনিয়োগকারীরা অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে আদানি গ্রুপের সক্ষমতা নিয়ে বেশ আশাবাদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যেও এসব খাত বেশ গুরুত্বপূর্ণ। ৮৭ দশমিক ৯ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির অবস্থান এখন ব্লুুমবার্গের তালিকার ১১ নম্বরে।

সাম্প্রতিক সময়ে বিলিয়নেয়ারদের তালিকায় খালি এটিই একমাত্র রদবদলের ঘটনা নয়। গত সপ্তাহে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাও স্টক মার্কেটে ঐতিহাসিক দরপতন দেখেছে, যার ফলে মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি হাপিস হয়ে গেছে। মেটার প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এখন ব্লুমবার্গের ধনীদের তালিকায় ১৩ নম্বর স্থানে অবস্থান করছেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে দেশের সব আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকেট রেল স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি কড়াকড়ি রেখে ট্রেন চলাচল করবে। যাত্রীদের মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

রেলওয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্ত নগর ট্রেনগুলোর ‘স্ট্যান্ডিং টিকিট’ ও স্টেশনের ‘প্ল্যাটফর্ম টিকিট’ ইস্যু বন্ধই থাকবে। রেলপথ মন্ত্রণালয় অনুমোদিত ‘ইমার্জেন্সি কোটা’ ও আন্ত নগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী ‘পাস কোটা’ ছাড়া আন্ত নগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সব ধরনের কোটাব্যবস্থা স্থগিত থাকবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আন্ত নগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে আন্ত নগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়। এরপর চলমান এই বিধি-নিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বাংলাদেশ শিপিংয়ের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আজ ৯ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২:৩৫ টায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ডায়িংয়ের আয় তিনগুণ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং এন্ড মেনুফেকচারিং লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৫ টাকা। এ সময় কোম্পানিটির আয় প্রায় তিনগুণ বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৮ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫.২১ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৩৪.৪৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/