সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডো বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানাজেনারেল ইন্স্যুরেন্সের যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানী মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

ডেল্টা ব্রাক হাউজিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন  লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় রাজধানী গুলশানে  কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

কর না কমানোয় নিত্যপণ্যের দাম বেড়েছে : এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শুল্ক–কর না কমানোয় নিত্যপণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, ‘মনে করা হচ্ছে, করোনার ধাক্কা কাটিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তাই ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। আসলে কিন্তু তা নয়। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়েছে। এ ছাড়া কাঁচামালের বহু কারখানা বিদেশে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রাসায়নিক কারখানা।’ তিনি আরও বলেন, এমন প্রেক্ষাপটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা আগেই শুল্ক-কর কমানোর সুপারিশ করেছিলাম। কিন্তু সুপারিশ রাখা হয়নি। এসব কারণে এখন বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সামনে পবিত্র রমজান, এখনই দ্রব্যমূল্য নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে।

আজ শনিবার সকালে অনলাইনে ‘বেসরকারি খাতের দৃষ্টিতে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করার উদ্যোগ সম্পর্কে জসিম উদ্দিন বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন করা হচ্ছে? সরকারি বেশ কিছু প্ল্যান্ট ২৮-৩০ শতাংশ কার্যকারিতা (ইফিশিয়েন্সি) নিয়ে পরিচালিত হয়। এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ, ২৮ শতাংশ কার্যকারিতা এবং সিস্টেম লসের কারণে ৬০ শতাংশ চলে যায়। যা আমাদের পকেট থেকে যায়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, কোভিড দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জে ফেলেছে। বিশেষ করে বেসরকারি খাতের ব্যবসায়ীরা বেশি বিপাকে পড়েছেন। বাংলাদেশ ব্যাংক সময়মতো প্রণোদনা প্যাকেজসহ বিভিন্ন ধরনের নীতি নিয়েছে । যা সংকট কাটিয়ে অর্থনৈতি পুনরুদ্ধারে সহায়তা করেছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান। তিনি বলেন, করোনার সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পুনরুদ্ধার প্রক্রিয়া মসৃণ হতে হবে। বিশেষ করে, শিল্প খাত (ক্লাস্টার) ধরে ঋণ সুবিধা দিতে হবে যেন ওই খাতটি করোনার ধাক্কা সামলে ওঠে দাড়াতে পারে। দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি সমীক্ষা করা দরকার। গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিল্প খাতের খরচ বাড়াবে। যৌক্তিকভাবে দাম বাড়ানো উচিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এমসিসিআই) সভাপতি সাইফুল ইসলাম, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এফআইসিসিআিই) সভাপতি নাসের এজাজ বিজয়, ঢাকা চেম্বারর সহসভাপতি আরমান হক প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

যমুনা ওয়েলের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি যমুনা ওয়েল লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৪৬তম এজিএমটি আগামী ১২ মার্চ বেলা ১:৩০ টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় একইদিন বেলা ৩টায়। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা ওয়েলের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৫২তম এজিএমটি আগামী ২৬ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় একইদিন সকাল ১১টায়। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ-’।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সােনালী আঁশের আয় বেড়েছে ৩ গুণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত পাট শিল্প খাতের কোম্পানি সােনালী আঁশ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় ৩ গুণের বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৪ টাকা। এ সময় কোম্পানিটির আয় ৩ গুণের বেশি বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৬.০৯ টাকা। যা গত বছরের ৩০ সেপ্টেম্বর ছিল ২২৫.৬৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/