ডমিনেজ স্টিলের ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

‘এমআই সিমেন্ট’ এখন থেকে ‘ক্রাউন সিমেন্ট’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড এখন থেকে ক্রাউন সিমেন্ট পিএলসি নামে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে ক্রাউন সিমেন্ট পিএলসি। কোম্পানিটির বর্তমান কোড “CROWNCEMNT”। যা আগে ছিল “MICEMENT”।

আগামীকাল ২৩ ফেব্রুয়ারি হতে এই কোম্পানির শেয়ার নতুন কোডে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

আইপিডিসি ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

চার হাজার কর্মী নিয়োগ দেবে টাটা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যবসার পরিধি বাড়াতে চলতি বছরের জানুয়ারি মাসে তিন হাজারের বেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিল ভারতের টাটা গোষ্ঠীর পরিচালিত প্রতিষ্ঠান টাটা টেকনোলজিস। এই ঘোষণার মাস না পেরোতেই আরও এক হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে তারা। আগামী ২০২২–২৩ অর্থবছরের মধ্যে এসব নিয়োগপ্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী এই কোম্পানি। খবর পিটিআইয়ের।

টাটা টেকনোলজিসের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বড় সব বাজারে টাটার ব্যবসা বেড়েছে। পাশাপাশি ভারতের মধ্যেও, বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুসহ অন্যান্য রাজ্যে কার্যক্রম বাড়িয়েছে টাটা। তাই গ্রাহকদের প্রয়োজন মেটাতে এখন বাড়তি কর্মী প্রয়োজন হচ্ছে তাদের।

টাটা টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওয়ারেন হ্যারিস বলেন, ‘ব্যবসার পরিধি বাড়ানোর ক্ষেত্রে আমাদের অনেক সুযোগ আছে। কিন্তু সরবরাহ ও বাস্তবায়নের দিক থেকে আমরা পিছিয়ে আছি। তাই যে বিনিয়োগ করা হচ্ছে, তা বাস্তবায়ন করতে এখন প্রয়োজনীয় জনবল নিয়োগ দিচ্ছি আমরা।’

ওয়ারেন হ্যারিস জানান, গত অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে টাটা টেকনোলজিস প্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা পরিচালন রাজস্ব ও ২২৭ কোটি টাকার কর-পূর্ববর্তী মুনাফা করেছিল। আর একই সময়ে প্রায় ১ হাজার ৫০০ জনের বেশি কর্মী নিয়োগ দেয় তারা। তাই চলতি বছরের জানুয়ারি মাসে যে তিন হাজার কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল, তা কিছুটা কমই বলা হয়েছিল। এ জন্য তারা আরও এক হাজার কর্মী নিয়োগ দেওয়ার চিন্তা করছে।

স্টকমার্কেটবিডি.কম/

৯ লাখ ডলারের সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে ইউসিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিঙ্গাপুরে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালনা পর্ষদ। রেমিট্যান্স ব্যবসার জন্য গঠন করা এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার।

গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির ৪৬৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্তে অনুমোদন দেয়া হয়। এখন নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পেলে কোম্পানি গঠনের বিষয়টি চূড়ান্ত হবে। এক মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে কোম্পানি গঠনের এ সিদ্ধান্তের কথা জানায় ব্যাংকটি।

এদিকে গতকালের সভায় ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের অনুমোদন দেয় ইউসিবির বোর্ড। ‘ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ড’ নামের এ বন্ডের বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও নন-কিউমিউলেটিভ। এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল বাড়ানোর জন্য এ বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি। নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর বন্ড ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি ফান্ডে বিনিয়োগের সিদ্ধান্তের কথা জানায় ইউসিবি। পাশাপাশি ইউসিবি অলটারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয় ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/

লূব-রেফ বিডির বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি লূব-রেফ বিডি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এস এস স্টিলের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৪ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউসিবি ব্যাংকের বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড ৫০০ কোটি টাকার ‘ইউসিবি সেকেন্ড পারপেচ্যুয়াল বন্ড’টি ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির বন্ড ছাড়ার এই সিদ্ধান্তটি আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৩ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৯.১৬ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস