আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমানত সংগ্রহে বাড়তি খরচে নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংকটে পড়া আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) ২০১৬-২০১৮ সাল পর্যন্ত আমানত সংগ্রহের নামে প্রায় ৬৪ কোটি টাকা খরচ করেছিল। এরপর সেই আমানত লুট করে ব্যাপক আলোচনার জন্ম দেন প্রশাস্ত কুমার (পি কে) হালদার ও তাঁর সঙ্গীরা। লুটের সেই টাকা ফেরত না আসায় প্রতিষ্ঠানটি গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না।

শুধু ইন্টারন্যাশনাল লিজিং নয়, অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কমিশন দিয়ে বা খরচ করে আইএলএফএসএলের মতো আগ্রাসীভাবে আমানত সংগ্রহ করছে। আর সেই টাকা চলে যাচ্ছে পরিচালকদের পকেটে। সে জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে আমানত সংগ্রহের বিপরীতে বাড়তি খরচ করতে না পারে, সে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে যে কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয় ও ব্যবসা উন্নয়ন খরচ ইত্যাদি খাতে বা শিরোনামে অর্থ ব্যয় করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। এসব কার্যক্রমের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বাড়াচ্ছে, যা প্রতিষ্ঠানসমূহের ঋণের সুদের হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।

এমন প্রেক্ষাপটে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত আহরণে তাদের ঘোষিত সুদহার ব্যতীত কোনো প্রকার প্রচ্ছন্ন ব্যয় (কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয় বা যে নামেই অভিহিত করা হোক না কেন) করতে পারবে না। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সুদহার–সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আমানত সংগ্রহের নামে কর্মকর্তারা কোটি কোটি টাকা খরচ তুলছেন, যার কোনো হিসাব-নিকাশ নেই।এর পুরো চাপ গিয়ে পড়ছে ঋণ নেওয়া গ্রাহকদের ওপর।এ কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

৬ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৬ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে ওই সময়ে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার সকালে রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০০৭ থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)।

তাদের সঙ্গে আমাদের ১৫ বছরের চুক্তি ছিল। যা শেষ হচ্ছে আগামী ২০ মার্চ। এরপর আমরা নতুনভাবে টেন্ডার করি। সেই টেন্ডারে কাজ পেয়েছে রাইড শেয়ারিং কম্পানি সহজডটকম।

তিনি আরো জানান, যেহেতু ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের মেয়াদ শেষ হচ্ছে। সেহেতু এখন থেকে ট্রেনের টেকিট বিক্রি করবে সহজ। তাদের অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নিয়েছে। ২৬ তারিখ থেকে তারা ট্রেনের টিকিট বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/মো

জমিসহ ভবন কিনবে সাউথইষ্ট ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড জমিসহ ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ব্যাংকটি রাজধানীর গুলশানে ১ এ ১২৩ নম্বর রোডে অবস্থিত ১/বি ভবনের জমিসহ ভবনটি কিনবে। ৫ তলা ভবনসহ এই জমির জন্য ব্যয় ধরা হয়েছে মোট ৯০ কোটি টাকা।

ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমিটি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

কুইন সাউথ টেক্সটাইলের নতুন সিইও নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের নতুন চীপ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

লাই ফোং ওয়াইকে কোম্পানিটির নতুন সিইও হিসাবে নিয়োগ দিয়েছেন পরিচালনা বোর্ড।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই নতুন সিইও নিয়োগ অনুমোদন দেয় কোম্পানির পরিচালনা বোর্ড। গতকাল ১৩ মার্চ থেকে এই নতুন সিইও দায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/

আইসিবির শেয়ার বিক্রি করে দিল বিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয় করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয় সম্পন্ন করেছে। বিডিবিএলের হাতে আইসিবির মোট ২০ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। এ করপোরেট পরিচালকের এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

ইবনে সিনার শেয়ার কিনবে ইবনে সিনা ট্রাষ্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক করপোরেট উদ্দ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

ইবনে সিনা ট্রাষ্ট নামে এই পরিচালক কোম্পানিটির ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/মো