বাজেট আলোচনায় গ্যাস-বিদ্যুৎ নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে সরকারের প্রক্রিয়ায় দুশ্চিন্তায় আছেন বস্ত্র, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি জ্বালানি নীতি ও ব্যবসাবান্ধব করকাঠামো গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও আরটিভির যৌথ আয়োজন ‘বাজেট প্রত্যাশা ২০২২-২৩’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। গতকাল বুধবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটি হয়। সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা জানান, করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসা-বাণিজ্যে একধরনের মূল্যস্ফীতির চাপ আছে। এ সময় আসন্ন বাজেটে সরকারকে কৌশলী হতে হবে। বিদ্যুৎ-জ্বালানির ওপর থেকে ভর্তুকি কমানো যাবে না। জ্বালানির দাম বাড়লে শিল্পায়ন বাধাগ্রস্ত হবে, প্রবৃদ্ধি থেমে যাবে। এ ছাড়া বছর বছর করকাঠামো পরিবর্তন না করে দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন তাঁরা।

ব্যবসায়ীরা আরও বলেন, আগামী অর্থবছরের জাতীয় বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, মৎস্য ও হালকা প্রকৌশলশিল্পের মতো খাতকে গুরুত্ব দিতে হবে। এসব খাতে প্রয়োজনীয় নীতি সুবিধা ও প্রণোদনা নিশ্চিত করতে হবে। ভারী শিল্পের ক্ষেত্রে করপোরেট কর হ্রাস করা নিয়ে সরকারকে বিশেষভাবে ভাবতে হবে।

নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘জ্বালানি খাত নিয়ে আমরা আতঙ্কে আছি। ইতিমধ্যে বেশ কিছু কারখানা অভিযোগ করেছে, তারা গ্যাস পাচ্ছে না। এ অবস্থা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। প্রয়োজনে বিদেশ থেকে দ্রুত এলএনজি আমদানি করতে হবে।’ শিল্পায়নে গ্যাস-বিদ্যুৎ অপরিহার্য বিধায় নিরবচ্ছিন্ন সরবরাহের পাশাপাশি দাম স্থিতিশীল রাখার আহ্বান জানান তিনি।

বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর খবরে অন্যান্য খাতের মতো বস্ত্র খাতের ব্যবসায়ীরাও আতঙ্কিত। এ খাতে বিদ্যুতের ব্যবহার অনেক বেশি। সুতরাং দাম বাড়ানো হলে আমাদের জন্য টিতে থাকা চ্যালেঞ্জিং হয়ে যাবে।’

স্টকমার্কেটবিডি.কম/

কারখানায় ৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা বোর্ড সাভারের কারখানায় ৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এক বোর্ড সভায় কোম্পানিটির এই বিনিয়োগ বাজেটের অনুমোদন দেয় পরিচালকরা। এই অর্থ দিয়ে কোম্পানিটির কারখানার স্বক্ষমতা বৃদ্ধি করা হবে।

এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৫৭৪ কোটি টাকা। নিজেদের তহবিল ছাড়াও ব্যাংক হতে এই অর্থ সংগ্রহ করা হবে।

নতুন এই বিনিয়োগ সম্পন্ন হলে কোম্পানিটির ব্যবসা ও মুনাফা বাড়বে বলে দাবি করছেন কোম্পানিটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিটি ব্যাংকের বোর্ড সভা ৭ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ব্যাংকটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গতবছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আফতাব অটোসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে “এ১”। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি)।

২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এম

৬৮০ কোটি টাকা বিনিয়োগ করবে সিঙ্গার বিডি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটিতে ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এক বোর্ড সভায় কোম্পানিটির এই বিনিয়োগ বাজেটের অনুমোদন দেয় পরিচালকরা। এই অর্থ দিয়ে কোম্পানিটির কারখানায় একটি নতুন মেনুফেকচারিং ইউনিট করা হবে।

এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৭১ মিলিয়ন ইউরো বা ৬৮০ কোটি টাকা। নিজেদের তহবিল ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংক হতে এই অর্থ সংগ্রহ করা হবে।

নতুন এই মেনুফেকচারিং ইউনিটটি স্থাপন সম্পন্ন হলে কোম্পানিটির ব্যবসা ও মুনাফা বাড়বে বলে দাবি করছেন কোম্পানিটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টার এডহেসিভের সাবস্ক্রিপশন শেষ হবে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি স্টার এডহেসিভ লিমিটেডের ইলেক্ট্রোনিক্স সাবক্রিপশন শুরু হয়েছে গত ২৭ মার্চ থেকে। কোয়ালিফাইড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই সাবস্ক্রিপশন শেষ হবে আজ ৩১ মার্চ।

আজ বৃহস্পতিবার বেলা ৫টা পর্যন্ত উপযুক্ত প্রতিষ্ঠানগুলো কোম্পানিটির এই সাবক্রিপশন শেষ হবে।

স্টার এডহেসিভ লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকা উত্তোলন করবে।

গত ১৯ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১২তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানা মেরামত, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকা।

স্টার এডহেসিভ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

সায়হাম টেক্সের শেয়ার কিনবে ফয়সাল স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ফয়সাল স্পিনিং মিলস নামে কোম্পানিটি ১৫ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ও ডিএসইর নীতিমালা মেনে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

ফয়সাল স্পিনিং মিলসের প্রতিনিধি এস এম ফয়সাল, সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ সাফকাত আহমেদ এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯২ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৯.২৫ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

ভিএফএস থ্রেডের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে “বিবিবি+”। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের (এনসিআর)।

২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় এসেছে ২ টাকা ২৩ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৬৫ টাকা।

আগামী ২ জুন প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২০ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এস