১৫ ট্রেডারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার বিক্রি করার সময় সিকিউরিটিজ আইন লংঘন করার অভিযোগে নয়টি ব্রোকারহাউজের ১৫ অনুমোদিত প্রতিনিধিকে (ট্রেডার নামে পরিচিত) বহিষ্কারের জন্য দেওয়া আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১৮ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদেরকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল।

আজ বুধবার (২৭ এপ্রিল) কমিশন তাদের বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে নিয়ে সংশ্লিষ্ট ব্রোকারহাউজগুলোকে চিঠি দিয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত ট্রেডারদের বহিষ্কারের আদেশ প্রত্যাহার করার জন্য ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের (ডিবিএ) করা আবেদন বিবেচনায় নিয়ে মানবিক কারণে ওই আদেশ প্রত্যাহার করেছে কমিশন।

কমিশনের চিঠিতে আগামীতে লেনদেনের ক্ষেত্রে সব বিধিবিধান সঠিকভাবে পরিপালন এবং কোনো আইন লংঘন না করতে ওই ট্রেডারদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আলোচিত হাউজগুলো হচ্ছে- আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, পার্কওয়ে সিকিউরিটিজ, কাইয়ুম সিকিউরিটিজ, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, টি এ খান সিকিউরিটিজ, জেকেসি সিকিউরিটিজ ও কাজী ইক্যুইটিজ।

স্টকমার্কেটবিডি.কম/

  1. সোনালী পেপার এন্ড বোর্ড
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  4. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  5. আইপিডিসি
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. প্রভাতী ইন্স্যুরেন্স
  9. ওরিয়ন ফার্মা
  10. কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হাজার কোটির কাছাকাছি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৭৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৬৬ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৮টির, আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো-সোনালী পেপার এন্ড বোর্ড, বেক্সিমকো লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, জেএমআই হসপিটাল রিকুইজিটি, আইপিডিসি, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসিম বিডি, প্রভাতী ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৩.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬১২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিটি ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/