বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে বাংলাদেশে : ইন্দোনেশীয় রাষ্ট্রদূত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার প্রকৃত অংশীদারি আরো শক্তিশালী করতে যৌথভাবে বৃহত্তর কর্মপরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় ইন্দোনেশীয় রাষ্ট্রদূত হেরু এইচ সুবোলো। তিনি বলেন, বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে। এখানে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা অনেক বেশি বিস্তৃত। গতকাল বুধবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কসমস ফাউন্ডেশন ‘বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক : ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক ওই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান আয়োজন করে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়াকে মূলত নিজেদের অন্যতম বন্ধু ও অংশীদার হিসেবে দেখতে হবে। কেননা বাংলাদেশ ও ইন্দোনেশিয়াকে একসঙ্গে সমৃদ্ধি অর্জন করতে হবে।
দুই দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এই সম্পর্ক অর্থনৈতিক অংশীদারি জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ডিজিটাল অর্থনৈতিক পরিবেশকে আরো গভীর করা, জ্বালানি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে বিনিয়োগ এবং জনগণকে তাদের ক্ষমতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার কৌশলগত ও নেতৃস্থানীয় শিল্পের জন্য একটি সম্ভাবনাময় বাজার।

কসমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাহার খান সংলাপে সূচনা বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন, কসমস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ইমেরিটাস রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিম ও ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক শায়ান এস খান আলোচক প্যানেলে যোগ দেন। সেশনে আরো বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।

ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ইন্দোনেশিয়া এই অঞ্চলে তার আকার ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে যাচ্ছে। বৃহত্তর শক্তির দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতায় জড়ানো থেকে নিজেদের বিরত রেখেছে।

অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ উভয়েই সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে একই ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করে। টেকসই সহউন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী এবং বৃহত্তর অঞ্চল একসঙ্গে বিকাশ না করলে উন্নয়ন টিকতে পারা যাবে না। তাই উন্নয়নের ফল প্রতিবেশী এবং এর বাইরেও ছড়িয়ে দিতে হবে।

তারিক এ করিম বলেন, দুই দেশের একে অন্যের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং একে অন্যকে আরো নতুন করে আবিষ্কার করতে হবে। তিনি বলেন, ‘যদি আমরা একসঙ্গে কাজ করি, তবে জাতীয় স্থিতিস্থাপকতাই নয়, সঙ্গে আমাদের ওপর যে চাপ আসবে, তা মোকাবেলায় আমরা একটি আঞ্চলিক স্থিতিস্থাপকতাও গড়ে তুলতে পারব। ’

স্টকমার্কেটবিডি.কম/

স্টক ডিলারের অনুমোদন পেল বি এন্ড বিএসএস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বি এন্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডকে স্টক ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বি এন্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৯৫।

গত ২৩ ফেব্রুয়ারি এই সিকিউরিটিজটিকে এই স্টক ডিলারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

বি এন্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর DLRSIL.

স্টকমার্কেটবিডি.কম/বি

কাট্টালী টেক্সটাইলের বোর্ড সভা ৩১ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টালী টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩১ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মিথুন নিটিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এন্ড ডায়িং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিএসসির ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৫ মে) অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.০৭ টাকা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৫৯ টাকা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২.৮৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৯.৩১ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ৬০.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসআর

বিডি পেইন্টসের কিউআইওয়ের সাবস্ক্রিপশন শেষ হবে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) পাওয়া বিডি পেইন্টস লিমিটেডের কিউআইওয়ের সাবস্ক্রিপশন শুরু হয়েছে গত রবিবার (২২ মে)। আর এই সাবস্ক্রিপশন শেষ হবে আজ ২৬ মে। ডিএসই সূত্রে এতথ্য জানা যায়।

শেয়ারবাজার থেকে কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১.২০ কোটি শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে।

গত ১২ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২০তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানায় ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেষ্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/