দিনশেষে দুই এক্সচেঞ্জেরই সূচকের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩১.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৬৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৩৯ কোটি ১২ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫টির, আর দর অপরিবর্তিত আছে ১০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, বাংলাদেশ ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, রংপুর ডেইরি ফুডস, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, এসিআই ফরমুলেশন, জেএমআই হসপিটাল রিকুইজিটি ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৬৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৪৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারের পিডিবির একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতকোটি টাকার দুটি ট্রান্সফরমার পুড়ে যায় বলে জানা গেছে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শাহজীবাজারের ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে আকস্মিকভাবে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার ও অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রান্সফরমারে থাকা তেল অথবা কোনো কেবলের স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনো কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মহিবুর রহমান জানান, অক্সিলারি ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাওয়ার ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

স্টকমার্কেটবিডি.কম/

২৬ মাস পরে ‘বন্ধন এক্সপ্রেস’ চালু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে প্রায় ২৬ মাস বন্ধ থাকার পর খুলনা-কলকাতা রুটে আবার শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল।

রবিবার সকাল ৭টা ১০ মিনিটে ১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে এসে ট্রেনটি খুলনা রেল স্টেশনে পৌঁছায় দুপুর সাড়ে ১২টায়। এক ঘণ্টা পর দুপুর দেড়টায় ট্রেনটি ৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় কলকাতার উদ্দেশে। এটি পৌঁছানোর কথা বিকাল ৬টা ১০ মিনিটে।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ খুলনা-কলকাতা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন থেকে সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এই রুটে আগের মতো ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে যাত্রীবাহী আটটি বগিসহ মোট বগি রয়েছে ১০টি। টিকিটের মূল্য এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা এবং এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা। অনলাইনে নয়, কাউন্টার থেকে কিনতে হবে টিকিট।

তিনি জানান, ২০১৭ সালের ১৬ নভেম্বর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছিল। এই রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ট্রেনটির আটটি বগিতে আসন রয়েছে ৪৫৬টি। এরমধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি।

যাত্রীরা জানান, আবার সরাসরি ট্রেন চলাচল শুরু হওয়ায় দুর্ভোগ কমবে এই রুটের যাত্রীদের।

স্টকমার্কেটবিডি.কম/

কারসাজি করলে দোকান বন্ধের হুঁশিয়ারি এফবিসিসিআইয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজার প্রেক্ষাপটে দেশে কিছু পণ্যের দাম বেড়েছে। কিন্তু এই পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত পণ্য মজুদ করার মাধ্যমে কারসাজি করে কেউ দাম বাড়ালে তাদের বিরুদ্ধে জরিমানা না করে সরাসরি দোকান বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে লাইসেন্স বাতিলেও পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা। ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে মতবিনিময়’ এই সভার আয়োজন করে এফবিসিসিআই।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে বিশ্ববাজারে খাদ্য ও ব্যবহার্য পণ্যের দামে অস্থিরতা তৈরি হয়। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ফলে ভোজ্যতেল, আটা, ময়দা, মাংস, ডিম, দুধ, কসমেটিক্স পণ্য, চিনি, মশলা থেকে শুরু করে বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে। এতে বেশি লাভের আশায় কেউ কেউ অতিরিক্ত মজুদ করে সংকট সৃষ্টি করছে। সংকটের কারণ ও দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করছে এফবিসিসিআই।

সম্প্রতি বিভিন্ন খাদ্যপণ্যের মজুদ নিয়ে গ্যাজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গ্যাজেট অনুযায়ী, পাইকারি পর্যায়ে চাল ৩০০ টন, গম ২০০, চিনি ৫০, ডাল ৪০ ও ভোজ্যতেল ৩০ টন মজুদ রাখা যাবে। দোকানে এসব পণ্য রাখা যাবে সর্বোচ্চ ৩০ দিন। এছাড়া খুচরা পর্যায়ে চাল ১৫ টন ও গম ১০ টন সর্বোচ্চ ১৫ দিনের জন্য মজুদ রাখা যাবে। চিনি, ডাল ও ভোজ্যতেল ৫ টন করে সর্বোচ্চ ২০ দিন রাখা যাবে।

এরই ধারাবাহিকতায় শনিবার মোহাম্মদপুরে আয়োজিত সভায় সংগঠনটির পরিচালক আবু মোতালেব বলেন, পণ্যের মজুত নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করলে তাদের শুধু জরিমানা করা হবে না, ভবিষ্যতে তাদের লাইসেন্স বাতিল ও দোকান বন্ধ করে দেওয়া হবে। যাতে তারা আর ব্যবসা করতে না পারেন।

সম্প্রতি সয়াবিন তেল মজুদ করে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল কিছু ব্যবসায়ী। সংকটের কারণ খুঁজতে গিয়ে সারাদেশেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অনেক ব্যবসায়ীকে শাস্তির আওতায় এনেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনটির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বাজারে মশলাজাতীয় পণ্যের দাম বাড়ছে। কিন্তু সরবরাহে কোনো সংকট নেই। বিশ্ববাজারকে ইস্যু করে কেউ পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে।

ভোজ্যতেলের বিষয়ে তিনি বলেন, সয়াবিন তেলের বাজারে অস্থিরতা রোধে ১৫ দিন পর পর দাম সমন্বয় করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছিল এফবিসিসিআই। কিন্তু সর্বশেষ দাম নির্ধারণ করে দেওয়ার পর ২২ দিন পেরিয়ে গেলেও দাম আর সমন্বয় করা হয়নি। তেল নিয়ে আবার কোনো অস্থিরতা হলে তার দায় ব্যবসায়ীদের থাকবে না।

সম্প্রতি চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ বিষয়ে মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, সরকার এখন মিলারদের কাছ থেকে চাল নিচ্ছে, এটা সাধুবাদ পাওয়ার মতো। কিন্তু কেউ এটাকে ইস্যু করে চালের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব জেলা চেম্বারকে নির্দেশনা দেওয়া হয়েছে বাজার তদারকি করতে। তদারকিতে অবহেলা করা হলে চেম্বারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এফবিসিসিআই।

তবে ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান বিশ্ববাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যেভাবে দাম বাড়ছে, তা বাস্তবতার বাইরে নয়।

বিভিন্ন সময়ে ডিলারদের বিরুদ্ধে পণ্য কারসাজির যে অভিযোগ উঠছে, সেই বিষয়ে তদারকির জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিল মালিকদের আহ্বান করছেন এফবিসিসিআইয়ের নেতারা।

এ সময় মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান (বাবুল) জানান, যেসব দোকানি পণ্য মজুদ ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেছেন, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাবসিডিয়ারি কোম্পানি ডি-মার্জার করবে ইবনে সিনা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি সাবসিডিয়ারি কোম্পানি ডিমার্জার করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ইবনে সিনার ন্যাচারাল মেডিসিন ইউনিটকে ছেড়ে দিবে কোম্পানিটির পরিচালকবৃন্ধ। চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া আর্থিক হিসাবের ভিত্তিতে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের মোট সম্পদের উপর এই ডিমার্জার করা হবে।

ডিমার্জার করা এই ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের ৯৯.৯৯ শতাংশ শেয়ার মালিক দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানিটির আরেকটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। এই কোম্পানিটি প্লাস্টিক ও পলিমারের দ্রব্যাদি তৈরি ও বাজারজাত করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল ব্যাংকের ৫০০ কোটি টাকা বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড ৫০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ড’টি ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির বন্ড ছাড়ার এই সিদ্ধান্তটি আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/