মার্কেন্টাইল ব্যাংকের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা হাতে থাকা ৩ লাথ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস বিলকিস বেগম নামে এই উদ্দ্যোক্তা ব্যাংকটির ৩ লাখ বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ১৮ লাখ ৯১ হাজার ৯৮২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

নাম পরিবর্তন করবে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির নতুন নাম হবে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে বিমাটির পরিচালনা বোর্ড। একই সাথে চালু করা হবে ইসলামী শরিয়াহ ভিত্তিক শাখা।

এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আহবান করা হয়েছে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম)।

অনলাাইনে অনুষ্ঠিত এই ইজিএমের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এম

নতুন ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু করলো কাসেম ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্টিফিসিয়াল কোয়ার্টজ প্রোডাক্ট মেনুফেকচারিং ইউনিটের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ সোমবার (২০ জুন) থেকে এই আর্টিফিসিয়াল কোয়ার্টজ প্রোডাক্ট মেনুফেকচারিং ইউনিটের উৎপাদন কার্যক্রম শুরু হলো।

ডিএসই সূত্রে জানা গেছে, এই কোম্পানির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, কোম্পানিটির কোয়ার্টজ প্রোডাক্ট মেনুফেকচারিং ইউনিটের প্রকল্প সম্পন্ন হয়েছে। সফল পরীক্ষামূলক কার্যক্রম শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু করা হলো।

১৬ জুন থেকে এই ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সাবসিডিয়ারি কোম্পানির করবে বার্জার পেইন্টস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে। এই সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে আইটি ব্যবসায় আসার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানটির পরিচালনা বোর্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির এক বোর্ড সভা এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা বোর্ড।

বার্জর টেক কনসালটেন্স লিমিটেড নামে এই সাবসিডিয়ারি কোম্পানিটি গঠন করা হবে। সাবসিডিয়ারি এই কোম্পানির সমস্ত শেয়ারের মালিকানায় থাকবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কাছে।

এই সাবসিডিয়ারি কোম্পানিটিতে বিনিয়োগ করা হবে ২৫ লাখ টাকা। যার পুরোটাই অর্থায়ন করবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ।

শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমতি পেলেই এই সাবসিডিয়ারি কোম্পানি গঠন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/